আজকের পত্রিকা ডেস্ক
নারী ফুটবলারদের বিদ্রোহ এখনো চলছেই। কোচ পিটার বাটলারের অধীনে কোনোভাবেই অনুশীলন করবেন না ১৮ ফুটবলার। বাটলার পদত্যাগ না করলে ফুটবল ছেড়ে দেবেন তাঁরা। এমন কঠোর অবস্থানে যাওয়ার পর হত্যা-ধর্ষণের হুমকি পাচ্ছেন সাফজয়ী নারী ফুটবলার মাতসুশিমা সুমাইয়া। নিজের ফেসবুক পেজেই বিষয়টি জানিয়েছেন তিনি।
সুমাইয়া ফেসবুকে লেখেন, ‘আমার নাম মাতসুশিমা সুমাইয়া। আমি বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়। ইংলিশ মিডিয়ামের ছাত্রী হিসেবে আন্তস্কুলে খেলা থেকে মালদ্বীপ সাফ জেতা পর্যন্ত যাত্রাটা আমার কাছে অম্ল-মধুর। এই পথ বেছে নেওয়ার পর আমার স্বপ্ন ছিল তরুণ অনুপ্রাণিত করা, যাদের বাবা-মায়েরা কেবল পড়াশোনাকেই গুরুত্ব দেন। আমি দেখাতে চেয়েছি, আবেগ ও নিবেদন থাকলে যেকোনো বাধাই পেরোনো সম্ভব। তবে আজ অনেকটা আফসোস হচ্ছে আমার। আমি এমন এক দেশকে সেবা দিতে শিক্ষা, পরিবার, ঈদ—সবকিছু বিসর্জন দিয়েছি; যেখানে এসব সংগ্রামের কোনো মূল্য-ই নেই।’
সুমাইয়া আরও লেখেন, ‘ফুটবলে ক্যারিয়ার গড়তে আমাকে বাবা-মায়ের সঙ্গেও লড়তে হয়েছে, বিশ্বাস ছিল, আমার দেশকে অন্তত পাশে পাব; কিন্তু বাস্তবতা ভিন্ন। কেউই সত্যিকার অর্থে একজন অ্যাথলেটের মানসিক স্বাস্থ্যকে পরোয়া করে না। আমি এবং আমার সতীর্থদের কী পরিস্থিতি মোকাবিলা করতে হচ্ছে, সে সম্পর্কে (ইংরেজি চিঠিতে) জানানোর ন্যূনতম সামর্থ্য আমার আছে। কিন্তু গত কয়েক দিনে, আমি অসংখ্য হত্যা ও ধর্ষণের হুমকি পেয়েছি। সেখানে এমনও শব্দ আছে, যা অকল্পনীয়ভাবে আমাকে বিধ্বস্ত করে দিচ্ছে। জানি না এই ট্রমা কাটিয়ে উঠতে আমার কতটা সময় লাগবে। এতটুকু জানি যে, নিজের স্বপ্নের পেছনে দৌড়ানো কাউকে এমন পরিস্থিতিতে পড়া কখনোই উচিত নয়।’
বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের কাছে পাঠানো ফুটবলারদের অভিযোগগুলো ইংরেজিতে লেখেন সুমাইয়া। ২ ফেব্রুয়ারি বিশেষ কমিটির কাছে জবানবন্দিও দিয়েছেন তিনি।
নারী ফুটবলারদের বিদ্রোহ এখনো চলছেই। কোচ পিটার বাটলারের অধীনে কোনোভাবেই অনুশীলন করবেন না ১৮ ফুটবলার। বাটলার পদত্যাগ না করলে ফুটবল ছেড়ে দেবেন তাঁরা। এমন কঠোর অবস্থানে যাওয়ার পর হত্যা-ধর্ষণের হুমকি পাচ্ছেন সাফজয়ী নারী ফুটবলার মাতসুশিমা সুমাইয়া। নিজের ফেসবুক পেজেই বিষয়টি জানিয়েছেন তিনি।
সুমাইয়া ফেসবুকে লেখেন, ‘আমার নাম মাতসুশিমা সুমাইয়া। আমি বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়। ইংলিশ মিডিয়ামের ছাত্রী হিসেবে আন্তস্কুলে খেলা থেকে মালদ্বীপ সাফ জেতা পর্যন্ত যাত্রাটা আমার কাছে অম্ল-মধুর। এই পথ বেছে নেওয়ার পর আমার স্বপ্ন ছিল তরুণ অনুপ্রাণিত করা, যাদের বাবা-মায়েরা কেবল পড়াশোনাকেই গুরুত্ব দেন। আমি দেখাতে চেয়েছি, আবেগ ও নিবেদন থাকলে যেকোনো বাধাই পেরোনো সম্ভব। তবে আজ অনেকটা আফসোস হচ্ছে আমার। আমি এমন এক দেশকে সেবা দিতে শিক্ষা, পরিবার, ঈদ—সবকিছু বিসর্জন দিয়েছি; যেখানে এসব সংগ্রামের কোনো মূল্য-ই নেই।’
সুমাইয়া আরও লেখেন, ‘ফুটবলে ক্যারিয়ার গড়তে আমাকে বাবা-মায়ের সঙ্গেও লড়তে হয়েছে, বিশ্বাস ছিল, আমার দেশকে অন্তত পাশে পাব; কিন্তু বাস্তবতা ভিন্ন। কেউই সত্যিকার অর্থে একজন অ্যাথলেটের মানসিক স্বাস্থ্যকে পরোয়া করে না। আমি এবং আমার সতীর্থদের কী পরিস্থিতি মোকাবিলা করতে হচ্ছে, সে সম্পর্কে (ইংরেজি চিঠিতে) জানানোর ন্যূনতম সামর্থ্য আমার আছে। কিন্তু গত কয়েক দিনে, আমি অসংখ্য হত্যা ও ধর্ষণের হুমকি পেয়েছি। সেখানে এমনও শব্দ আছে, যা অকল্পনীয়ভাবে আমাকে বিধ্বস্ত করে দিচ্ছে। জানি না এই ট্রমা কাটিয়ে উঠতে আমার কতটা সময় লাগবে। এতটুকু জানি যে, নিজের স্বপ্নের পেছনে দৌড়ানো কাউকে এমন পরিস্থিতিতে পড়া কখনোই উচিত নয়।’
বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের কাছে পাঠানো ফুটবলারদের অভিযোগগুলো ইংরেজিতে লেখেন সুমাইয়া। ২ ফেব্রুয়ারি বিশেষ কমিটির কাছে জবানবন্দিও দিয়েছেন তিনি।
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৫ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৬ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
৭ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
৮ ঘণ্টা আগে