অনলাইন ডেস্ক
অনেক দিন ধরেই জাতীয় দলের বাইরে জামাল ভূঁইয়া। প্রিমিয়ার লিগে পাননি কোনো দলও। শেষ পর্যন্ত ডেনমার্কেই ফিরে যান। সেখানে লম্বা সময় ছুটির আমেজে থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল, ‘এত দিন আমি ডেনমার্কে ছিলাম, ওখানে স্থানীয় পর্যায়ে খেলেছি ক্লাবে অনুশীলন করেছি।’
বাফুফের-এএফসি এ ডিপ্লোমা কোর্স (পার্ট-১) শুরু করেছেন জামাল। সাবেক ও বর্তমান খেলোয়াড় এবং প্রশিক্ষক মিলিয়ে মোট ২৪ জন এবারের কোর্সে অংশ নিচ্ছে। কোর্স শুরু হলো আজ থেকে। দেশে ফেরার পর আজ বাফুফেতে সেই কোর্স করতে এসেই বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। যেখানে হামজা চৌধুরীকে নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেন জামাল, ‘হামজার খেলা দেশের জন্য অনেক বড় বিষয়। কেননা, উনি সর্বোচ্চ পর্যায়ে, ইংলিশ প্রিমিয়ার লিগে খেলছেন। তো হামজা আরও তিন-চারটা থাকলে দেশের জন্য ভালো না! হামজা এলে এটা সবার জন্য ভালো।’
এ দিকে আবাহনীর সঙ্গে চুক্তির বিষয়টি আবারও আলোনায় আসে। সেই প্রসঙ্গে জামালের উত্তর, ‘আবাহনীর সঙ্গে যে ইস্যুটা হয়েছে, সেটা হয়ে গেছে। এটা আমার সিদ্ধান্ত না, ওদের সিদ্ধান্ত ছিল। (লিগের দ্বিতীয় ভাগে কোন দলের হয়ে খেলব) ১০ দিনের ভেতরে সমাধান হয়ে যাবে। (এএফসি/ফিফার কাছে যাবেন কি না?) দেখা যাক।’
এর আগে বাফুফের একাডেমির খুদে ফুটবলারদের সঙ্গেও দারুণ সময় কাটান জামাল। সেই অনুভূতিটা প্রকাশ করতে গিয়ে জামাল বলেন, ‘এখানে বাচ্চারা আছে, যাদের স্বপ্ন আছে ফুটবলার হওয়ার। আমিও ওদের মতোই ছিলাম। আজকে যে আনন্দ ওদের মধ্যে দেখলাম, খুব ভালো লাগছে। আমারও আইডল ছিল, হয়তো এই বাচ্চারাও আমাকে আইডল মনে করে। গর্বের মুহূর্ত। আমি ওদেরকে বলব, নিজেদের স্বপ্ন অনুসরণ করতে হবে।’
অনেক দিন ধরেই জাতীয় দলের বাইরে জামাল ভূঁইয়া। প্রিমিয়ার লিগে পাননি কোনো দলও। শেষ পর্যন্ত ডেনমার্কেই ফিরে যান। সেখানে লম্বা সময় ছুটির আমেজে থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল, ‘এত দিন আমি ডেনমার্কে ছিলাম, ওখানে স্থানীয় পর্যায়ে খেলেছি ক্লাবে অনুশীলন করেছি।’
বাফুফের-এএফসি এ ডিপ্লোমা কোর্স (পার্ট-১) শুরু করেছেন জামাল। সাবেক ও বর্তমান খেলোয়াড় এবং প্রশিক্ষক মিলিয়ে মোট ২৪ জন এবারের কোর্সে অংশ নিচ্ছে। কোর্স শুরু হলো আজ থেকে। দেশে ফেরার পর আজ বাফুফেতে সেই কোর্স করতে এসেই বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। যেখানে হামজা চৌধুরীকে নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেন জামাল, ‘হামজার খেলা দেশের জন্য অনেক বড় বিষয়। কেননা, উনি সর্বোচ্চ পর্যায়ে, ইংলিশ প্রিমিয়ার লিগে খেলছেন। তো হামজা আরও তিন-চারটা থাকলে দেশের জন্য ভালো না! হামজা এলে এটা সবার জন্য ভালো।’
এ দিকে আবাহনীর সঙ্গে চুক্তির বিষয়টি আবারও আলোনায় আসে। সেই প্রসঙ্গে জামালের উত্তর, ‘আবাহনীর সঙ্গে যে ইস্যুটা হয়েছে, সেটা হয়ে গেছে। এটা আমার সিদ্ধান্ত না, ওদের সিদ্ধান্ত ছিল। (লিগের দ্বিতীয় ভাগে কোন দলের হয়ে খেলব) ১০ দিনের ভেতরে সমাধান হয়ে যাবে। (এএফসি/ফিফার কাছে যাবেন কি না?) দেখা যাক।’
এর আগে বাফুফের একাডেমির খুদে ফুটবলারদের সঙ্গেও দারুণ সময় কাটান জামাল। সেই অনুভূতিটা প্রকাশ করতে গিয়ে জামাল বলেন, ‘এখানে বাচ্চারা আছে, যাদের স্বপ্ন আছে ফুটবলার হওয়ার। আমিও ওদের মতোই ছিলাম। আজকে যে আনন্দ ওদের মধ্যে দেখলাম, খুব ভালো লাগছে। আমারও আইডল ছিল, হয়তো এই বাচ্চারাও আমাকে আইডল মনে করে। গর্বের মুহূর্ত। আমি ওদেরকে বলব, নিজেদের স্বপ্ন অনুসরণ করতে হবে।’
খেলোয়াড়দের শখের গাড়ি নিয়ে সামাজিকমাধ্যমে কত কিছুই তো দেখা যায়। কেউ এক গাড়ি কিনে দীর্ঘদিন চালানোর পর নতুন মডেলের গাড়ি কেনেন। ক্রিস্টিয়ানো রোনালদোর গ্যারেজে আছে বিশ্বের নামীদামী অনেক ব্র্যান্ডের গাড়ি। রোনালদোর মতো রোহিত শর্মারও গাড়ির গাড়িপ্রেমী এক ক্রিকেটার।
১৪ মিনিট আগেলাওসে গতকাল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের জন্য দিনটা ছিল অম্লমধুর। কারণ, বিকেলে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হজমের পর মূল পর্বের টিকিট পাওয়াটাই শঙ্কার মুখে পড়ে গিয়েছিল। পরে জানা যায়, বাংলাদেশ নারী দল অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে উঠেছে।
১ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে যেন জিততেই ভুলে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর এই সংস্করণে দুই দলের চারবারের দেখাতে চারবারই জিতেছিল পাকিস্তান। অবশেষে গত রাতে ওয়েস্ট ইন্ডিজের ফুরোয় ৬ বছরের অপেক্ষা। তাতে করে বাংলাদেশ, পাকিস্তান দুই দলই পেয়েছে দুঃসংবাদ।
২ ঘণ্টা আগেবয়স ৪০ পেরোনোর পরও ক্রিস্টিয়ানো রোনালদোর যে ক্ষুধা কমেনি, সেটা তাঁর পারফরম্যান্সেই বোঝা যাচ্ছে। মাঠে নামলেই গোল করার নেশা তাঁকে ভীষণভাবে পেয়ে বসে। ক্লাব প্রীতি ম্যাচেও দেখিয়ে যাচ্ছেন তাঁর দাপট।
৪ ঘণ্টা আগে