লিওনেল মেসিকে নিয়ে কথা বলেই যে বেকায়দায় পড়লেন আর্জেন্টিনার ‘আন্ডারসেক্রেটারি ফর স্পোর্টস’ হুলিও গারো। গারোকে বরখাস্ত করেছে দেশটির সরকার।
আর্জেন্টিনা কোপা আমেরিকা জয়ের পর ফ্রান্স দলকে নিয়ে একটি বর্ণবাদী গান তৈরি করে। টিম বাসে এনজো ফার্নান্দেজের ইনস্টাগ্রাম ভিডিওতে শোনা যায় আপত্তিকর সেই গান। মেসি সেখানে উপস্থিত না থাকলেও আর্জেন্টাইন অধিনায়ককে দায়ী করে মন্তব্য করেছিলেন গারো। তিনি (গারো) এমন ঘটনায় দলটির অধিনায়ক মেসিসহ আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়াকে ক্ষমা চাইতে বলেছিলেন। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই চাকরিচ্যুত হলেন গারো।
আর্জেন্টিনার রাষ্ট্রপতির কার্যালয় থেকে আজ বাংলাদেশ সময় ভোরে আনুষ্ঠানিকভাবে বরখাস্ত করার কথা জানানো হয়েছে। অফিসিনা দেল প্রেসিদেন্তির অফিশিয়াল এক্স হ্যান্ডলে এক বিবৃতিতে বলেছে, ‘বিশ্ব চ্যাম্পিয়ন এবং টানা দুইটি কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাতীয় দল কিংবা দেশটির নাগরিক কী ভাববেন বা কী করবেন, সেটা তো সরকার বলে দেবে না। জুলিও গারোকে একারণে আর্জেন্টিনার আন্ডার সেক্রেটারি অব স্পোর্টসের চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে।’ চাকরি হারানোর পর অবশ্য ক্ষমা চেয়েছেন গারো, ‘কাউকে আঘাত করার কোনো ইচ্ছা ছিল না আমার। সেকারণেই আমি পদত্যাগ পত্র জমা দিয়েছি। যদিও আমি সব সময় বৈষম্যের বিরুদ্ধেই থাকব।’ মেসি এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেননি।
আর্জেন্টিনার সদ্য প্রকাশিত গানটিতে ২০২২ ফুটবল বিশ্বকাপের দিকে ইঙ্গিত করা হয়েছে। কাতারের লুসাইলে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনা হারানোর পর বর্ণবাদী গান গাওয়া হয়েছিল বলে অভিযোগ উঠেছে। কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হওয়ার পর আর্জেন্টিনা দলের বিরুদ্ধে এরই মধ্যে তদন্ত শুরু করেছে ফিফা। এনজো ফার্নান্দেজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে লাইভটি প্রচারিত হয়েছে বলে বড্ড বেকায়দায় পড়েছেন তিনি।
ক্ষমা চেয়েও পার পাচ্ছেন না আর্জেন্টাইন মিডফিল্ডার। চেলসি গতকাল তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে। যদিও কোন ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, তা অবশ্য জানায়নি ইংলিশ ফুটবল ক্লাব। এমন পরিস্থিতিতে ফার্নান্দেজের পাশে দাঁড়িয়েছেন আর্জেন্টিনার সাবেক ডিফেন্সিভ মিডফিল্ডার হ্যাভিয়ের ম্যাশচেরানো।
আরও পড়ুন:
লিওনেল মেসিকে নিয়ে কথা বলেই যে বেকায়দায় পড়লেন আর্জেন্টিনার ‘আন্ডারসেক্রেটারি ফর স্পোর্টস’ হুলিও গারো। গারোকে বরখাস্ত করেছে দেশটির সরকার।
আর্জেন্টিনা কোপা আমেরিকা জয়ের পর ফ্রান্স দলকে নিয়ে একটি বর্ণবাদী গান তৈরি করে। টিম বাসে এনজো ফার্নান্দেজের ইনস্টাগ্রাম ভিডিওতে শোনা যায় আপত্তিকর সেই গান। মেসি সেখানে উপস্থিত না থাকলেও আর্জেন্টাইন অধিনায়ককে দায়ী করে মন্তব্য করেছিলেন গারো। তিনি (গারো) এমন ঘটনায় দলটির অধিনায়ক মেসিসহ আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়াকে ক্ষমা চাইতে বলেছিলেন। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই চাকরিচ্যুত হলেন গারো।
আর্জেন্টিনার রাষ্ট্রপতির কার্যালয় থেকে আজ বাংলাদেশ সময় ভোরে আনুষ্ঠানিকভাবে বরখাস্ত করার কথা জানানো হয়েছে। অফিসিনা দেল প্রেসিদেন্তির অফিশিয়াল এক্স হ্যান্ডলে এক বিবৃতিতে বলেছে, ‘বিশ্ব চ্যাম্পিয়ন এবং টানা দুইটি কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাতীয় দল কিংবা দেশটির নাগরিক কী ভাববেন বা কী করবেন, সেটা তো সরকার বলে দেবে না। জুলিও গারোকে একারণে আর্জেন্টিনার আন্ডার সেক্রেটারি অব স্পোর্টসের চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে।’ চাকরি হারানোর পর অবশ্য ক্ষমা চেয়েছেন গারো, ‘কাউকে আঘাত করার কোনো ইচ্ছা ছিল না আমার। সেকারণেই আমি পদত্যাগ পত্র জমা দিয়েছি। যদিও আমি সব সময় বৈষম্যের বিরুদ্ধেই থাকব।’ মেসি এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেননি।
আর্জেন্টিনার সদ্য প্রকাশিত গানটিতে ২০২২ ফুটবল বিশ্বকাপের দিকে ইঙ্গিত করা হয়েছে। কাতারের লুসাইলে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনা হারানোর পর বর্ণবাদী গান গাওয়া হয়েছিল বলে অভিযোগ উঠেছে। কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হওয়ার পর আর্জেন্টিনা দলের বিরুদ্ধে এরই মধ্যে তদন্ত শুরু করেছে ফিফা। এনজো ফার্নান্দেজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে লাইভটি প্রচারিত হয়েছে বলে বড্ড বেকায়দায় পড়েছেন তিনি।
ক্ষমা চেয়েও পার পাচ্ছেন না আর্জেন্টাইন মিডফিল্ডার। চেলসি গতকাল তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে। যদিও কোন ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, তা অবশ্য জানায়নি ইংলিশ ফুটবল ক্লাব। এমন পরিস্থিতিতে ফার্নান্দেজের পাশে দাঁড়িয়েছেন আর্জেন্টিনার সাবেক ডিফেন্সিভ মিডফিল্ডার হ্যাভিয়ের ম্যাশচেরানো।
আরও পড়ুন:
অনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। তাই আরও একটি অনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ খেলতে যাওয়ার আগে শিরোপা ধরে রাখার কথাই বললেন বাংলাদেশ দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস। ঢাকায় আজ সংবাদ সম্মেলনে অর্পিতা বললেন, ‘আপনাদের আমরা একটি ভালো টুর্নামেন্ট উপহার দিতে চাই।
৭ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বিপিএলের ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংসের মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েন এখন চরমে। সমঝোতার সব দরজা বন্ধ হয়ে যাওয়ায় বিসিবি ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে চুক্তি বাতিল করেছে। চিটাগং কিংসের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান এস. কিউ. স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেডের কাছে বিসিবির পাওনা ৩৭ লাখ ৮২
৯ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে হার দিয়ে শুরু করল বাংলাদেশ ‘এ’ দল। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আজ তারা ৭৯ রানে হরে গেছে পাকিস্তান শাহিনস তথা পাকিস্তান ‘এ’ দলের কাছে।
৯ ঘণ্টা আগেবাংলাদেশ দলের ক্রিকেটারদের মধ্যে তাওহীদ হৃদয় ফেসবুকে সাধারণত যেকোনো বিষয়ে পোস্ট দেন বিস্তারিত লিখে। আজ ফেসবুকে তিনি যেটা লিখেছেন, সেখানে রীতিমতো ক্ষোভই ঝেড়েছেন। কিন্তু কী নিয়ে খেপলেন বাংলাদেশ দলের তরুণ ক্রিকেটার?
১০ ঘণ্টা আগে