মাংসপেশির চোট থাকায় দুই ম্যাচে খেলতে পারেননি আর্লিং হালান্ড। দুই ম্যাচ পর গত রাতে ফিরেছেন ঠিকই। তবে খেলতে পারেননি আধা ঘণ্টাও। যতটুকু খেলেছেন, নিজের ঝুলিতে বাড়িয়েছেন গোলের সংখ্যা।
সিটি গ্রাউন্ডে গত রাতে প্রিমিয়ার লিগে মুখোমুখি হয়েছে নটিংহাম ফরেস্ট ও ম্যানচেস্টার সিটি। ম্যান সিটির মূল একাদশে না থাকলেও হালান্ড খেলেছেন বদলি খেলোয়াড় হিসেবে। ৬২ মিনিটে জ্যাক গ্রিলিশের বদলি হিসেবে নামেন হালান্ড। নামার ৯ মিনিট পর গোল করলেন হালান্ড। ৭১ মিনিটে কেভিন ডি ব্রুইনার পাস থেকে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন হালান্ড। চলতি মৌসুমে ৪০ ম্যাচে ৩২ গোল করে ফেলেছেন হালান্ড। যার মধ্যে প্রিমিয়ার লিগে ২১ গোল করে গোল্ডেন বুটের লড়াইয়ে সবার ওপরে এখন নরওয়েজীয় স্ট্রাইকার। ম্যাচ শেষে নিজের ফেসবুক পেজে ছবি পোস্ট করেন হালান্ড। ছবিতে দেখা যাচ্ছে, থাম্বস আপ দেখিয়ে হাসছেন তিনি। দুটি থাম্বস আপের ইমোজি ও একটি হাসির ইমোজি দিয়ে নরওয়েজীয় ফুটবলার ক্যাপশন দিয়েছেন।
নটিংহাম ফরেস্টকে ২-০ গোলে হারিয়েছে সিটি। হালান্ডের পাশাপাশি বাকি গোল করেছেন জোসকো গাভার্দিওল। ম্যাচের ৩২ মিনিটে গাভার্দিওলের গোলেই ম্যাচে প্রথম গোলের দেখা মেলে। গাভার্দিওলকে অ্যাসিস্ট করেন কেভিন ডি ব্রুইনা। হালান্ডের ফেরা ম্যান সিটির জন্য গুরুত্বপূর্ণ মনে করেন দলটির কোচ পেপ গার্দিওলা। ম্যাচ শেষে বিবিসি ম্যাচ অব দ্য ডেতে সিটি কোচ বলেন, ‘সে (হালান্ড) ফিরেছে এটাই গুরুত্বপূর্ণ ব্যাপার। যা করা দরকার সেটাই সে করেছে। কেভিন তাকে (হালান্ড) খুজে পেয়েছে। ফিনিশিংটা দারুণ ছিল। সে (হালান্ড) পুরো ৯০ মিনিট খেলার জন্য প্রস্তুত ছিল না। তবে তাকে ফিরে পাওয়াটা গুরুত্বপূর্ণ।’
২০২৩-২৪ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের প্রতিযোগিতা বেশ জমে উঠেছে। ৩৫ ম্যাচে ২৫ জয়, ৫ ড্র ও ৫ পরাজয়ে ৮০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আর্সেনাল। দুইয়ে থাকা ম্যান সিটির পয়েন্ট ৭৯। সিটি খেলেছে ৩৪ ম্যাচ। তিন ও চারে থাকা লিভারপুল ও অ্যাস্টন ভিলার পয়েন্ট ৭৫ ও ৬৭। এই দল দুটিও খেলেছে ৩৫টি করে ম্যাচ।
মাংসপেশির চোট থাকায় দুই ম্যাচে খেলতে পারেননি আর্লিং হালান্ড। দুই ম্যাচ পর গত রাতে ফিরেছেন ঠিকই। তবে খেলতে পারেননি আধা ঘণ্টাও। যতটুকু খেলেছেন, নিজের ঝুলিতে বাড়িয়েছেন গোলের সংখ্যা।
সিটি গ্রাউন্ডে গত রাতে প্রিমিয়ার লিগে মুখোমুখি হয়েছে নটিংহাম ফরেস্ট ও ম্যানচেস্টার সিটি। ম্যান সিটির মূল একাদশে না থাকলেও হালান্ড খেলেছেন বদলি খেলোয়াড় হিসেবে। ৬২ মিনিটে জ্যাক গ্রিলিশের বদলি হিসেবে নামেন হালান্ড। নামার ৯ মিনিট পর গোল করলেন হালান্ড। ৭১ মিনিটে কেভিন ডি ব্রুইনার পাস থেকে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন হালান্ড। চলতি মৌসুমে ৪০ ম্যাচে ৩২ গোল করে ফেলেছেন হালান্ড। যার মধ্যে প্রিমিয়ার লিগে ২১ গোল করে গোল্ডেন বুটের লড়াইয়ে সবার ওপরে এখন নরওয়েজীয় স্ট্রাইকার। ম্যাচ শেষে নিজের ফেসবুক পেজে ছবি পোস্ট করেন হালান্ড। ছবিতে দেখা যাচ্ছে, থাম্বস আপ দেখিয়ে হাসছেন তিনি। দুটি থাম্বস আপের ইমোজি ও একটি হাসির ইমোজি দিয়ে নরওয়েজীয় ফুটবলার ক্যাপশন দিয়েছেন।
নটিংহাম ফরেস্টকে ২-০ গোলে হারিয়েছে সিটি। হালান্ডের পাশাপাশি বাকি গোল করেছেন জোসকো গাভার্দিওল। ম্যাচের ৩২ মিনিটে গাভার্দিওলের গোলেই ম্যাচে প্রথম গোলের দেখা মেলে। গাভার্দিওলকে অ্যাসিস্ট করেন কেভিন ডি ব্রুইনা। হালান্ডের ফেরা ম্যান সিটির জন্য গুরুত্বপূর্ণ মনে করেন দলটির কোচ পেপ গার্দিওলা। ম্যাচ শেষে বিবিসি ম্যাচ অব দ্য ডেতে সিটি কোচ বলেন, ‘সে (হালান্ড) ফিরেছে এটাই গুরুত্বপূর্ণ ব্যাপার। যা করা দরকার সেটাই সে করেছে। কেভিন তাকে (হালান্ড) খুজে পেয়েছে। ফিনিশিংটা দারুণ ছিল। সে (হালান্ড) পুরো ৯০ মিনিট খেলার জন্য প্রস্তুত ছিল না। তবে তাকে ফিরে পাওয়াটা গুরুত্বপূর্ণ।’
২০২৩-২৪ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের প্রতিযোগিতা বেশ জমে উঠেছে। ৩৫ ম্যাচে ২৫ জয়, ৫ ড্র ও ৫ পরাজয়ে ৮০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আর্সেনাল। দুইয়ে থাকা ম্যান সিটির পয়েন্ট ৭৯। সিটি খেলেছে ৩৪ ম্যাচ। তিন ও চারে থাকা লিভারপুল ও অ্যাস্টন ভিলার পয়েন্ট ৭৫ ও ৬৭। এই দল দুটিও খেলেছে ৩৫টি করে ম্যাচ।
ভারত ফাইনালে উঠেছে আগেই। টুর্নামেন্ট থেকে আগেই বিদায় নিশ্চিত হয়েছে শ্রীলঙ্কার। তাই দুই দলের গতকালের ম্যাচটি ছিল নিয়মরক্ষার। তবে কে জানত, এই ম্যাচে দেখা যাবে এমন রোমাঞ্চ! ভারতের ২০২ রানের জবাবে পাতুম নিশাঙ্কার সেঞ্চুরিতে শ্রীলঙ্কা তোলে ২০২ রান।
২ ঘণ্টা আগেদুর্দান্ত ছন্দে আছেন অভিষেক শর্মা। তাঁর দুর্বলতা খুঁজে পাওয়া বোলারদের বড্ড মুশকিলের কাজ হয়ে দাঁড়িয়েছে। টি-টোয়েন্টিতে কীভাবে ধারাবাহিক থাকতে হয়, সেই পথই যেন বাতলে দিচ্ছেন বাঁহাতি এই ব্যাটার। আজ তাঁর ঝোড়ো ব্যাটিংয়ে এশিয়া কাপের সুপার ফোরে নিয়মরক্ষার ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেট হারিয়ে ২০২ রান করেছ
৫ ঘণ্টা আগেবিসিবি নির্বাচনকে ঘিরে কয়েক দিন ধরে ক্রিকেটাররা সামাজিক যোগাযোগমাধ্যমে একই লেখা শেয়ার করছেন, ‘বিসিবি নির্বাচন ঘিরে যা যা হচ্ছে, এসব কাম্য নয়। এটা বাংলাদেশের ক্রিকেট ও ক্রিকেটারদের ভবিষ্যতের ব্যাপার। আমরা চাই, বিসিবি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হোক।’ এই পোস্ট দিয়েছেন জাতীয় দলের বর্তমান ও সাবেক
৮ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে শুরু থেকেই প্রভাব খাটানোর অভিযোগ তুলে আসছিলেন সভাপতি পদপ্রার্থী তামিম ইকবাল। তাঁর দাবি ছিল, তাঁর পক্ষের অনেক জেলা, বিভাগ ও ক্লাব সংগঠকের কাউন্সিলরশিপ আটকে দেওয়া হয়েছে। সেই অভিযোগ নিয়ে গতকাল তিনি হাজির হয়েছিলেন নির্বাচন কমিশনের শুনানিতে।
৯ ঘণ্টা আগে