অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টারকে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছুই নেই। গত ডিসেম্বরে কাতারে লিওনেল মেসি-আনহেল দি মারিয়াদের সঙ্গে সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বিশ্বকাপে শিরোপা উদ্যাপন করেছেন তিনি। ২০২২ বিশ্বকাপে লা আলিবেসেলেস্তেদের মাঝমাঠ সামলানোর কাজটা দুর্দান্তভাবে করেছিলেন ২৪ বছর বয়সী মিডফিল্ডার।
বিশ্ব ফুটবলে অবশ্য তার আগ পর্যন্ত ম্যাক-অ্যালিস্টার খুব পরিচিত মুখ ছিলেন না। রাতারাতি তারকাখ্যাতি পেয়ে যান কাতার বিশ্বকাপে পোল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার গ্রুপ পর্বের শেষ ম্যাচে। দ্বিতীয় রাউন্ডে যেতে হলে জিততেই হতো মেসিদের। কিন্তু আর্জেন্টিনার প্রথমার্ধ শেষ করে গোলশূন্যভাবে। তবে দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটে লা আলবিসেলেস্তেদের বুক থেকে পাথরভার নামিয়ে দেন ম্যাক-অ্যালিস্টার। তাঁর দুর্দান্ত গোলের পর ৬৭ মিনিটে হুলিয়ান আলভারেজের গোলে স্বস্তির জয় পায় লিওনেল স্কালোনির দল।
সেই ম্যাক-অ্যালিস্টারের ওপর চোখ পড়েছে লিভারপুলের। মেসির এই সতীর্থ খেলেন প্রিমিয়ার লিগের আরেক ক্লাব ব্রাইটনে। চলতি মৌসুমে ভালো সময় পার করলেও নিজেদের ছায়া হয়ে আছে অলরেডরা। ৩৫ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে তালিকার পাঁচে ইউর্গেন ক্লপের দল। আর দুই ম্যাচ কম খেলে ৫৫ পয়েন্ট নিয়ে আটে ব্রাইটন।
২০১৯ সাল থেকে ব্রাইটনে আছেন ম্যাক-অ্যালিস্টার। সিগালদের হয়ে চলতি মৌসুমে মাঝমাঠের দায়িত্ব প্রায় একাই সামলেছেন এই বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন। কোচ ক্লপও ২৪ বছর বয়সী তারকার খেলায় মুগ্ধ। ইংলিশ গণমাধ্যম দ্য মিরর জানিয়েছে, আগামী মৌসুম ম্যাক-অ্যালিস্টারকে অ্যানফিল্ডে আনতে ৭০ মিলিয়ন পাউন্ড প্রস্তাব দিতেও প্রস্তুত লিভারপুল।
ক্লপ কেবল ম্যাক-অ্যালিস্টারকে নন, মাঝমাঠে ভুগতে থাকা লিভারপুলকে আবারও চাঙা করতে চেলসি থেকে মিডফিল্ডার ম্যাসন মাউন্টকেও মার্সিসাইডে আনতে চান তিনি। ২৪ বছর বয়সী ইংলিশ তারকার জন্য ৫০ মিলিয়ন পাউন্ড খরচ করতেও রাজি অলরেডরা। হয়তো আগামী বছরের জুনে এই দুই মিডফিল্ডারের সঙ্গে চুক্তি সেরে ফেলতে পারে লিভারপুল।
এ দুজন এলেও আগামী গ্রীষ্মে অ্যানফিল্ড থাকতে চান পাঁচ ফুটবলার। তাঁদের একজন জুভেন্টাস থেকে গত বছর ধারে আসা আর্তুর মেলো। লিভারপুলে চলতি মৌসুমটা এই ব্রাজিলিয়ান মিডফিল্ডারের কেটেছে বেঞ্চ গরম করে। খেলা হয়নি একটি ম্যাচও। এমনকি লিভারপুল ছাড়তে পারেন নাবি কেইতাও। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবার্তো ফিরমিনো আগেই জানিয়ে দিয়েছিলেন অ্যানফিল্ড ছাড়ার কথা। চলে যেতে পারেন আরেক মিডফিল্ডার অ্যালেক্স অক্সলাড-চেম্বারলেইনও।
যার কারণে মাঝমাঠ নতুন করে বাধার দরকার পড়ছে ক্লপের। আপাতত জার্মান কোচের রাডারে ম্যাক-অ্যালিস্টার ও মাউন্ট। এই দুজন এলে কেমন হবে লিভারপুলের লাইন-আপ? আগামী মৌসুমে বেশির ভাগ সময় ৪-৩-৩ ফরমেশনে প্রথম একাদশ সাজাতে পারেন ক্লপ।
সে ক্ষেত্রে গোলপোস্টের নিচে অ্যালিসন বেকার তো থাকছেনই। কোনাটে ও ফন ডাইককে রক্ষণভাগে রেখে তাদের সামান ওপরে দেখা যেতে পারে ট্রেন্ট আলেক্সান্দর-আর্নল্ড ও রবার্টসনকে। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে ফাবিনহো থাকছেন আগের মতোই তাঁর দুই পাশে ম্যাক-অ্যালিস্টার (বাম) ও মাউন্ট (ডান)। মৌসুম শুরুর আগে সাদিও মানে চলে যাওয়ায় ভেঙে যায় লিভারপুলের আক্রমণভাগের ত্রয়ী সালাহ-মানে-ফিরমিনো জুটি। এবার তো যাচ্ছেন ফিরমিনোই। সালাহ এবার জুটিটা বাঁধবেন দিয়েগো জোতা ও লুইস দিয়াজকে নিয়ে।
অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টারকে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছুই নেই। গত ডিসেম্বরে কাতারে লিওনেল মেসি-আনহেল দি মারিয়াদের সঙ্গে সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বিশ্বকাপে শিরোপা উদ্যাপন করেছেন তিনি। ২০২২ বিশ্বকাপে লা আলিবেসেলেস্তেদের মাঝমাঠ সামলানোর কাজটা দুর্দান্তভাবে করেছিলেন ২৪ বছর বয়সী মিডফিল্ডার।
বিশ্ব ফুটবলে অবশ্য তার আগ পর্যন্ত ম্যাক-অ্যালিস্টার খুব পরিচিত মুখ ছিলেন না। রাতারাতি তারকাখ্যাতি পেয়ে যান কাতার বিশ্বকাপে পোল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার গ্রুপ পর্বের শেষ ম্যাচে। দ্বিতীয় রাউন্ডে যেতে হলে জিততেই হতো মেসিদের। কিন্তু আর্জেন্টিনার প্রথমার্ধ শেষ করে গোলশূন্যভাবে। তবে দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটে লা আলবিসেলেস্তেদের বুক থেকে পাথরভার নামিয়ে দেন ম্যাক-অ্যালিস্টার। তাঁর দুর্দান্ত গোলের পর ৬৭ মিনিটে হুলিয়ান আলভারেজের গোলে স্বস্তির জয় পায় লিওনেল স্কালোনির দল।
সেই ম্যাক-অ্যালিস্টারের ওপর চোখ পড়েছে লিভারপুলের। মেসির এই সতীর্থ খেলেন প্রিমিয়ার লিগের আরেক ক্লাব ব্রাইটনে। চলতি মৌসুমে ভালো সময় পার করলেও নিজেদের ছায়া হয়ে আছে অলরেডরা। ৩৫ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে তালিকার পাঁচে ইউর্গেন ক্লপের দল। আর দুই ম্যাচ কম খেলে ৫৫ পয়েন্ট নিয়ে আটে ব্রাইটন।
২০১৯ সাল থেকে ব্রাইটনে আছেন ম্যাক-অ্যালিস্টার। সিগালদের হয়ে চলতি মৌসুমে মাঝমাঠের দায়িত্ব প্রায় একাই সামলেছেন এই বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন। কোচ ক্লপও ২৪ বছর বয়সী তারকার খেলায় মুগ্ধ। ইংলিশ গণমাধ্যম দ্য মিরর জানিয়েছে, আগামী মৌসুম ম্যাক-অ্যালিস্টারকে অ্যানফিল্ডে আনতে ৭০ মিলিয়ন পাউন্ড প্রস্তাব দিতেও প্রস্তুত লিভারপুল।
ক্লপ কেবল ম্যাক-অ্যালিস্টারকে নন, মাঝমাঠে ভুগতে থাকা লিভারপুলকে আবারও চাঙা করতে চেলসি থেকে মিডফিল্ডার ম্যাসন মাউন্টকেও মার্সিসাইডে আনতে চান তিনি। ২৪ বছর বয়সী ইংলিশ তারকার জন্য ৫০ মিলিয়ন পাউন্ড খরচ করতেও রাজি অলরেডরা। হয়তো আগামী বছরের জুনে এই দুই মিডফিল্ডারের সঙ্গে চুক্তি সেরে ফেলতে পারে লিভারপুল।
এ দুজন এলেও আগামী গ্রীষ্মে অ্যানফিল্ড থাকতে চান পাঁচ ফুটবলার। তাঁদের একজন জুভেন্টাস থেকে গত বছর ধারে আসা আর্তুর মেলো। লিভারপুলে চলতি মৌসুমটা এই ব্রাজিলিয়ান মিডফিল্ডারের কেটেছে বেঞ্চ গরম করে। খেলা হয়নি একটি ম্যাচও। এমনকি লিভারপুল ছাড়তে পারেন নাবি কেইতাও। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবার্তো ফিরমিনো আগেই জানিয়ে দিয়েছিলেন অ্যানফিল্ড ছাড়ার কথা। চলে যেতে পারেন আরেক মিডফিল্ডার অ্যালেক্স অক্সলাড-চেম্বারলেইনও।
যার কারণে মাঝমাঠ নতুন করে বাধার দরকার পড়ছে ক্লপের। আপাতত জার্মান কোচের রাডারে ম্যাক-অ্যালিস্টার ও মাউন্ট। এই দুজন এলে কেমন হবে লিভারপুলের লাইন-আপ? আগামী মৌসুমে বেশির ভাগ সময় ৪-৩-৩ ফরমেশনে প্রথম একাদশ সাজাতে পারেন ক্লপ।
সে ক্ষেত্রে গোলপোস্টের নিচে অ্যালিসন বেকার তো থাকছেনই। কোনাটে ও ফন ডাইককে রক্ষণভাগে রেখে তাদের সামান ওপরে দেখা যেতে পারে ট্রেন্ট আলেক্সান্দর-আর্নল্ড ও রবার্টসনকে। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে ফাবিনহো থাকছেন আগের মতোই তাঁর দুই পাশে ম্যাক-অ্যালিস্টার (বাম) ও মাউন্ট (ডান)। মৌসুম শুরুর আগে সাদিও মানে চলে যাওয়ায় ভেঙে যায় লিভারপুলের আক্রমণভাগের ত্রয়ী সালাহ-মানে-ফিরমিনো জুটি। এবার তো যাচ্ছেন ফিরমিনোই। সালাহ এবার জুটিটা বাঁধবেন দিয়েগো জোতা ও লুইস দিয়াজকে নিয়ে।
চীনের চেংদুতে চলছে ওয়ার্ল্ড গেমস। এই প্রতিযোগিতায় অংশ নিয়ে অসুস্থ হয়ে না ফেরার দেশে চলে গেছেন ইতালির ওরিয়েন্টিয়ারিং অ্যাথলেট মাত্তিয়া দেবের্তোলিস। গত ৮ আগস্ট প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময় অজ্ঞান হয়ে পড়ে যান দেবোর্তোলিস। এর চার দিন পর গতকাল মারা যান ২৯ বছর বয়সী এই অ্যাথলেট।
১৯ মিনিট আগেএশিয়া কাপের আগে বাংলাদেশের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলার কথা ছিল ভারতের। কিন্তু সেই সিরিজ পিছিয়ে নেওয়া হয়েছে আগামী বছরে। এশিয়া কাপের আগে তাই আর কোনো সিরিজ নেই তাদের।
৩ ঘণ্টা আগেএশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজ সামনে রেখে ভোর থেকেই ব্যস্ততা বাড়ে মিরপুরের হোম অব ক্রিকেটের জিমে। বিসিবির স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ নাথান কেলি জিম থেকে মূল মাঠ, আবার সেখান থেকে পল্টনের জাতীয় স্টেডিয়াম পর্যন্ত ছুটছেন একঝাঁক ক্রিকেটার নিয়ে। উদ্দেশ্য তাঁর একটাই ক্রিকেটারদের ফিটনেসকে পোক্ত করে তোলা। ভাল
৪ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
৫ ঘণ্টা আগে