মাঠে সেই আগের মতোই আক্রমণাত্মক লুইস সুয়ারেস। কখনো দেখা গেল ক্ষোভ ঝাড়তে। আর বিচক্ষণ-বুদ্ধিমত্তার লিওনেল মেসি তো আছেনই। সঙ্গে মাঝমাঠে সের্হিও বুসকেতস ও রক্ষণে জর্দি আলবা—এই চারজনকে দেখে যে কারও হয়তো মনে হতে পারে বার্সেলোনার ম্যাচ চলছে। বছর কয়েক আগেও ক্যাম্প ন্যুয়ে এমন দৃশ্য ছিল খুবই পরিচিত।
তবে এদিক-ওদিক ঘুরে এই চার বন্ধু আবারও একত্রিত হয়েছেন। যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের ক্লাব ইন্টার মায়ামিতে। সেই মায়ামি এখন মধ্যপ্রাচ্য সফরে। প্রথম প্রীতি ম্যাচে গতকাল সৌদি আরবের রিয়াদে মেসি-সুয়ারেসরা মাঠে নেমেছিলেন সৌদি প্রো লিগের আরেক ক্লাব আল হিলালের বিপক্ষে। যে ম্যাচে খেলেন মেসির সাবেক বার্সা ও পিএসজি সতীর্থ নেইমার। তবে চোটের কারণে লম্বা সময় ধরে মাঠের বাইরে থাকা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ছিলেন না এই ম্যাচেও।
প্রীতি হলেও সেই ম্যাচে ছড়াল রোমাঞ্চ। শেষ পর্যন্ত ৭ গোলের ম্যাচটিতে ৪-৩ গোলে হারল মায়ামি। রিয়াদের কিংডম অ্যারেনায় প্রথমার্ধেই ব্যবধানটা ৩-১ করে নেয় আল হিলাল। ১০ মিনিটে আলেক্সান্দর মিত্রোভিচের গোলে লিড নেয় তারা। ৩ মিনিট পর ব্যবধানটা বাড়ান আবদুল্লাহ আল-হামদান। ৩৪ মিনিটে ব্যবধানটা কমান সুয়ারেস। রেফারি ভিএআর দেখে গোল দেন মায়ামিকে।
তবে প্রথমার্ধ শেষ হওয়ার এক মিনিট আগে আবারও গোল হজম করে বসেন মেসিরা। এবার আল হিলালের ব্যবধানটা বাড়ান মাইকেল। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে সেই ২ গোল শোধ দেয় মায়ামি। ৫২ মিনিটে ভিএআর দেখে তাদের পেনাল্টি উপহার দেন রেফারি। দুই মিনিট পর স্পটকিকে জাল খুঁজে নেন মেসি। পরের মিনিটে আবারও গোল উদ্যাপনে মেতে ওঠে জেরার্ডো মার্টিনোর দল। মেসির পাস থেকে দলকে সমতায় ফেরান ডেভিড রুইজ। তবে সেই হাসি মায়ামির মিইয়ে যায় শেষ মুহূর্তে। ৮৮ মিনিটে আল হিলালকে জয়সূচক গোল এনে দেন ম্যালকম। এ নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে গত ১১ ম্যাচে জয় নেই মায়ামির, যার মধ্যে হেরেছে ৭ ম্যাচ।
মাঠে সেই আগের মতোই আক্রমণাত্মক লুইস সুয়ারেস। কখনো দেখা গেল ক্ষোভ ঝাড়তে। আর বিচক্ষণ-বুদ্ধিমত্তার লিওনেল মেসি তো আছেনই। সঙ্গে মাঝমাঠে সের্হিও বুসকেতস ও রক্ষণে জর্দি আলবা—এই চারজনকে দেখে যে কারও হয়তো মনে হতে পারে বার্সেলোনার ম্যাচ চলছে। বছর কয়েক আগেও ক্যাম্প ন্যুয়ে এমন দৃশ্য ছিল খুবই পরিচিত।
তবে এদিক-ওদিক ঘুরে এই চার বন্ধু আবারও একত্রিত হয়েছেন। যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের ক্লাব ইন্টার মায়ামিতে। সেই মায়ামি এখন মধ্যপ্রাচ্য সফরে। প্রথম প্রীতি ম্যাচে গতকাল সৌদি আরবের রিয়াদে মেসি-সুয়ারেসরা মাঠে নেমেছিলেন সৌদি প্রো লিগের আরেক ক্লাব আল হিলালের বিপক্ষে। যে ম্যাচে খেলেন মেসির সাবেক বার্সা ও পিএসজি সতীর্থ নেইমার। তবে চোটের কারণে লম্বা সময় ধরে মাঠের বাইরে থাকা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ছিলেন না এই ম্যাচেও।
প্রীতি হলেও সেই ম্যাচে ছড়াল রোমাঞ্চ। শেষ পর্যন্ত ৭ গোলের ম্যাচটিতে ৪-৩ গোলে হারল মায়ামি। রিয়াদের কিংডম অ্যারেনায় প্রথমার্ধেই ব্যবধানটা ৩-১ করে নেয় আল হিলাল। ১০ মিনিটে আলেক্সান্দর মিত্রোভিচের গোলে লিড নেয় তারা। ৩ মিনিট পর ব্যবধানটা বাড়ান আবদুল্লাহ আল-হামদান। ৩৪ মিনিটে ব্যবধানটা কমান সুয়ারেস। রেফারি ভিএআর দেখে গোল দেন মায়ামিকে।
তবে প্রথমার্ধ শেষ হওয়ার এক মিনিট আগে আবারও গোল হজম করে বসেন মেসিরা। এবার আল হিলালের ব্যবধানটা বাড়ান মাইকেল। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে সেই ২ গোল শোধ দেয় মায়ামি। ৫২ মিনিটে ভিএআর দেখে তাদের পেনাল্টি উপহার দেন রেফারি। দুই মিনিট পর স্পটকিকে জাল খুঁজে নেন মেসি। পরের মিনিটে আবারও গোল উদ্যাপনে মেতে ওঠে জেরার্ডো মার্টিনোর দল। মেসির পাস থেকে দলকে সমতায় ফেরান ডেভিড রুইজ। তবে সেই হাসি মায়ামির মিইয়ে যায় শেষ মুহূর্তে। ৮৮ মিনিটে আল হিলালকে জয়সূচক গোল এনে দেন ম্যালকম। এ নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে গত ১১ ম্যাচে জয় নেই মায়ামির, যার মধ্যে হেরেছে ৭ ম্যাচ।
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৯ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৯ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
১১ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
১১ ঘণ্টা আগে