Ajker Patrika

গোল করেও মায়ামিকে জেতাতে পারলেন না মেসি-সুয়ারেস

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ১২: ০৬
গোল করেও মায়ামিকে জেতাতে পারলেন না মেসি-সুয়ারেস

মাঠে সেই আগের মতোই আক্রমণাত্মক লুইস সুয়ারেস। কখনো দেখা গেল ক্ষোভ ঝাড়তে। আর বিচক্ষণ-বুদ্ধিমত্তার লিওনেল মেসি তো আছেনই। সঙ্গে মাঝমাঠে সের্হিও বুসকেতস ও রক্ষণে জর্দি আলবা—এই চারজনকে দেখে যে কারও হয়তো মনে হতে পারে বার্সেলোনার ম্যাচ চলছে। বছর কয়েক আগেও ক্যাম্প ন্যুয়ে এমন দৃশ্য ছিল খুবই পরিচিত। 

তবে এদিক-ওদিক ঘুরে এই চার বন্ধু আবারও একত্রিত হয়েছেন। যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের ক্লাব ইন্টার মায়ামিতে। সেই মায়ামি এখন মধ্যপ্রাচ্য সফরে। প্রথম প্রীতি ম্যাচে গতকাল সৌদি আরবের রিয়াদে মেসি-সুয়ারেসরা মাঠে নেমেছিলেন সৌদি প্রো লিগের আরেক ক্লাব আল হিলালের বিপক্ষে। যে ম্যাচে খেলেন মেসির সাবেক বার্সা ও পিএসজি সতীর্থ নেইমার। তবে চোটের কারণে লম্বা সময় ধরে মাঠের বাইরে থাকা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ছিলেন না এই ম্যাচেও। 

প্রীতি হলেও সেই ম্যাচে ছড়াল রোমাঞ্চ। শেষ পর্যন্ত ৭ গোলের ম্যাচটিতে ৪-৩ গোলে হারল মায়ামি। রিয়াদের কিংডম অ্যারেনায় প্রথমার্ধেই ব্যবধানটা ৩-১ করে নেয় আল হিলাল। ১০ মিনিটে আলেক্সান্দর মিত্রোভিচের গোলে লিড নেয় তারা। ৩ মিনিট পর ব্যবধানটা বাড়ান আবদুল্লাহ আল-হামদান। ৩৪ মিনিটে ব্যবধানটা কমান সুয়ারেস। রেফারি ভিএআর দেখে গোল দেন মায়ামিকে। 

তবে প্রথমার্ধ শেষ হওয়ার এক মিনিট আগে আবারও গোল হজম করে বসেন মেসিরা। এবার আল হিলালের ব্যবধানটা বাড়ান মাইকেল। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে সেই ২ গোল শোধ দেয় মায়ামি। ৫২ মিনিটে ভিএআর দেখে তাদের পেনাল্টি উপহার দেন রেফারি। দুই মিনিট পর স্পটকিকে জাল খুঁজে নেন মেসি। পরের মিনিটে আবারও গোল উদ্‌যাপনে মেতে ওঠে জেরার্ডো মার্টিনোর দল। মেসির পাস থেকে দলকে সমতায় ফেরান ডেভিড রুইজ। তবে সেই হাসি মায়ামির মিইয়ে যায় শেষ মুহূর্তে। ৮৮ মিনিটে আল হিলালকে জয়সূচক গোল এনে দেন ম্যালকম। এ নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে গত ১১ ম্যাচে জয় নেই মায়ামির, যার মধ্যে হেরেছে ৭ ম্যাচ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বঙ্গবন্ধু ও মুজিবনগর সরকারের সদস্যদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বহাল থাকছে

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত