Ajker Patrika

পেনাল্টির নিয়ম বদলানোয় ফরাসি গোলরক্ষকের খোঁচা

আপডেট : ২৬ মার্চ ২০২৩, ১৯: ০৫
পেনাল্টির নিয়ম বদলানোয় ফরাসি গোলরক্ষকের খোঁচা

২০২২ ফুটবল বিশ্বকাপ থেকেই মূলত পেনাল্টির সময় গোলরক্ষকদের গতিবিধি আলোচনায় আসে। ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) তাই পেনাল্টির নিয়ম বদলেছে। তবে পেনাল্টির নতুন নিয়ম নিয়ে খোঁচা দিয়েছেন ফ্রান্সের গোলরক্ষক মাইক মেইগনান। 

কাতার বিশ্বকাপের সময় গোলরক্ষকদের কারণে পেনাল্টি নিতে আসা ফুটবলাররা বেশ ঝামেলায় পড়েছিলেন। এ কারণে তাই পেনাল্টি গোলরক্ষকদের আচরণের ব্যাপারে নড়েচড়ে বসে আইএফবিএ। আইএফবিএ’র নতুন নিয়ম অনুযায়ী: গোলরক্ষককে অবশ্যই লাইনে থাকতে হবে। ফুটবলারের মনোযোগ নষ্ট করতে পারবেন না গোলরক্ষক। গোলরক্ষক সময় নষ্ট করতে পারবেন না। আইএফএবির নতুন নিয়ম তাই কার্যকর হবে ১ জুলাই থেকে। পেনাল্টির নিয়ম বদলানোর ব্যাপারটি পছন্দ হয়নি মাইগনানের। ফ্রান্সের গোলরক্ষক টুইট করেছেন, ‘আইএফএবির ২০২৬ এর পেনাল্টি নিয়ম অনুযায়ী গোলরক্ষকদের অবশ্যই পিঠ দিয়ে শট ঠেকাতে হবে। পেনাল্টি বাঁচানো হলে প্রতিপক্ষ পরোক্ষভাবে ফ্রিকিক পাবে।’ 

আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ কাতার বিশ্বকাপের সময় ছিলেন অন্যতম ‘হট টপিক’। ফ্রান্সের বিপক্ষে ফাইনালে যেন সবকিছুকে ছাড়িয়ে গিয়েছিলেন মার্তিনেজ। পেনাল্টি নেওয়ার সময় উত্ত্যক্ত করে ফ্রান্সের ফুটবলারদের মনোযোগ নষ্ট করেছিলেন তিনি। মার্তিনেজের নৈপুণ্যেই ৩৬ বছর পর বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। এরপর গোল্ডেন গ্লাভের পুরস্কার হাতে অশ্লীল অঙ্গভঙ্গি করাসহ নানা কারণে সমালোচিত হয়েছেন আর্জেন্টাইন এই গোলরক্ষক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জুলাই-আগস্টে ‘ম্যাস কিলিং’ হয়েছে, ‘জেনোসাইড’ নয়: চিফ প্রসিকিউটর

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

মধ্যরাতে বিলুপ্ত এনবিআর, জন্ম নিল দুই বিভাগ

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন যেসব ক্ষেত্রে প্রযোজ্য হবে না, জানাল অন্তর্বর্তী সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত