ক্রীড়া ডেস্ক
টানা বাজে পারফরম্যান্সের খেসারত দিয়ে আবারও ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে ছিটকে পড়েছে লেস্টার সিটি। গত মৌসুমে টেবিলের তলানিতে থেকে অবনমন নিশ্চিত হওয়ার পর দলটির সামনে এখন বড় চ্যালেঞ্জ—দ্বিতীয় স্তরের চ্যাম্পিয়নশিপ থেকে আবার প্রিমিয়ার লিগে ফেরা। সেই লক্ষ্যেই কোচিংয়ে পরিবর্তন এনেছে ক্লাবটি। রুদ ফন নিস্টলরয়ের বিদায়ের পর লেস্টারের ডাগআউটে বসছেন স্প্যানিশ কোচ মার্তি সিফুয়েন্তেস।
সাবেক কুইন্স পার্ক রেঞ্জার্স কোচ সিফুয়েন্তেসের সঙ্গে তিন বছরের চুক্তি করেছে ক্লাবটি। বারবার কোচ বদলের মধ্যেও এই স্প্যানিশ কোচের ওপর আস্থা রেখেছেন ক্লাবের চেয়ারম্যান আয়াওয়াত শ্রীভাদ্ধানাপ্রভা। তাঁর আশা, লেস্টারে আধুনিক ফুটবলের নতুন ধারা এনে সাফল্যের পথে ফিরিয়ে নেবেন সিফুয়েন্তেস।
তবে প্রশ্ন উঠছে, দুই বছরের মধ্যে টানা ছয়জন কোচ বদলের পর সিফুয়েন্তেস কত দিন টিকতে পারবেন! এক বছরের মধ্যে আবার অবনমনের স্বাদ পাওয়া লেস্টারের সামনে এখন ধৈর্য ও পরিকল্পনার পরীক্ষাও বটে।
দলের বর্তমান স্কোয়াডেও আছে অনিশ্চয়তা। বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার হামজা চৌধুরী ধারে কাটিয়েছেন গত মৌসুমের শেষার্ধ—শেফিল্ড ইউনাইটেডে খেলেছেন ১৬টি ম্যাচ। ধারের মেয়াদ শেষে ২৯ জুন তিনি ফিরেছেন লেস্টারে। তবে তাঁর ভবিষ্যৎ এখনো অনিশ্চিত।
গুঞ্জন উঠেছে, চ্যাম্পিয়নস লিগে খেলা গ্রিক ক্লাব অলিম্পিয়াকোস হামজাকে দলে নিতে চায়। এখন দেখার বিষয়, তিনি লেস্টারের হয়েই প্রিমিয়ার লিগে ফেরার মিশনে যুক্ত থাকবেন, নাকি ইউরোপের মঞ্চে পা রাখার সুযোগ বেছে নেবেন।
সামনে কঠিন পথ, নতুন কোচ ও অভিজ্ঞ মিডফিল্ডারদের নিয়ে লেস্টার সিটি আবার ঘুরে দাঁড়াতে পারে কি না, সেটিই এখন সময়ের প্রশ্ন।
টানা বাজে পারফরম্যান্সের খেসারত দিয়ে আবারও ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে ছিটকে পড়েছে লেস্টার সিটি। গত মৌসুমে টেবিলের তলানিতে থেকে অবনমন নিশ্চিত হওয়ার পর দলটির সামনে এখন বড় চ্যালেঞ্জ—দ্বিতীয় স্তরের চ্যাম্পিয়নশিপ থেকে আবার প্রিমিয়ার লিগে ফেরা। সেই লক্ষ্যেই কোচিংয়ে পরিবর্তন এনেছে ক্লাবটি। রুদ ফন নিস্টলরয়ের বিদায়ের পর লেস্টারের ডাগআউটে বসছেন স্প্যানিশ কোচ মার্তি সিফুয়েন্তেস।
সাবেক কুইন্স পার্ক রেঞ্জার্স কোচ সিফুয়েন্তেসের সঙ্গে তিন বছরের চুক্তি করেছে ক্লাবটি। বারবার কোচ বদলের মধ্যেও এই স্প্যানিশ কোচের ওপর আস্থা রেখেছেন ক্লাবের চেয়ারম্যান আয়াওয়াত শ্রীভাদ্ধানাপ্রভা। তাঁর আশা, লেস্টারে আধুনিক ফুটবলের নতুন ধারা এনে সাফল্যের পথে ফিরিয়ে নেবেন সিফুয়েন্তেস।
তবে প্রশ্ন উঠছে, দুই বছরের মধ্যে টানা ছয়জন কোচ বদলের পর সিফুয়েন্তেস কত দিন টিকতে পারবেন! এক বছরের মধ্যে আবার অবনমনের স্বাদ পাওয়া লেস্টারের সামনে এখন ধৈর্য ও পরিকল্পনার পরীক্ষাও বটে।
দলের বর্তমান স্কোয়াডেও আছে অনিশ্চয়তা। বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার হামজা চৌধুরী ধারে কাটিয়েছেন গত মৌসুমের শেষার্ধ—শেফিল্ড ইউনাইটেডে খেলেছেন ১৬টি ম্যাচ। ধারের মেয়াদ শেষে ২৯ জুন তিনি ফিরেছেন লেস্টারে। তবে তাঁর ভবিষ্যৎ এখনো অনিশ্চিত।
গুঞ্জন উঠেছে, চ্যাম্পিয়নস লিগে খেলা গ্রিক ক্লাব অলিম্পিয়াকোস হামজাকে দলে নিতে চায়। এখন দেখার বিষয়, তিনি লেস্টারের হয়েই প্রিমিয়ার লিগে ফেরার মিশনে যুক্ত থাকবেন, নাকি ইউরোপের মঞ্চে পা রাখার সুযোগ বেছে নেবেন।
সামনে কঠিন পথ, নতুন কোচ ও অভিজ্ঞ মিডফিল্ডারদের নিয়ে লেস্টার সিটি আবার ঘুরে দাঁড়াতে পারে কি না, সেটিই এখন সময়ের প্রশ্ন।
ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টে আজ পুরুষ, নারী দুই দলেরই খেলা রয়েছে। দুই ম্যাচেই মুখোমুখি হবে লন্ডন স্পিরিট-ম্যানচেস্টার অরিজিনালস। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৯ মিনিট আগেপুরো টুর্নামেন্টে ৭ ম্যাচের কেবল ১ ম্যাচে হার। বলা হচ্ছে এখানে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কথা। জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশকে নিয়ে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শেষ হয়েছে গতকাল। হারারের ফাইনালে প্রোটিয়াদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজে শিরোপা উঁচিয়ে ধরল...
৩১ মিনিট আগেওয়েম্বলিতে গত রাতে ফাইনাল হয়েছে ফাইনালের মতোই। কমিউনিটি শিল্ড ফাইনালে প্রাণপণে লড়েছে ক্রিস্টাল প্যালেস-লিভারপুল। এমনকি পেনাল্টি শুটআউটেও কেউ কাউকে ছেড়ে কথা বলেনি। রুদ্ধশ্বাস লড়াইয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে প্যালেস।
১ ঘণ্টা আগেঘরোয়া ফুটবল শুরু হতে দেরি আরও এক মাস। আবাহনী লিমিটেডকে প্রস্তুতিতে নামতে হয়েছে অনেকটা আগে। কাল জাতীয় স্টেডিয়ামে এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে-অফ ম্যাচে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেডের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে