নতুন ক্লাবে মনে রাখার মতো এক শুরু করলেন মরিসিও পচেত্তিনো। কোচ পচেত্তিনোর অধীনে প্রিমিয়ার লিগ সামার সিরিজ জিতল চেলসি।
চেলসি, অ্যাস্টন ভিলা, নিউক্যাসল, ব্রাইটন, ফুলহাম, ব্রেন্টফোর্ড-ইংল্যান্ডের এই ৬ ক্লাব নিয়ে এবারই প্রথম শুরু প্রিমিয়ার লিগ সামার সিরিজ। টুর্নামেন্টের শেষ দিন ছিল গতকাল। মেরিল্যান্ডের ফেডএক্স ফিল্ডে চেলসির প্রতিপক্ষ ছিল ফুলহাম। ফুলহামকে ২-০ গোলে হারিয়েছে চেলসি। ২০ মিনিটে এগিয়ে যায় পচেত্তিনোর দল। বেন চিলওয়েলের অ্যাসিস্টে গোল করেন থিয়াগো সিলভা। এরপর ৪১ মিনিটে চেলসির দ্বিতীয় গোল করেন ক্রিস্টোফার এনকুঙ্কু। এই ম্যাচে দাপট দেখিয়ে খেলেছে চেলসি। ৫৭ শতাংশ বল দখলে রেখেছিল ব্লুজরা। আর ফুলহামের লক্ষ্য বরাবর ৬ শট করে চেলসি। আর ৪৩ শতাংশ বল দখলে নিয়ে ফুলহাম প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ১টি শট করেছে। ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে টুর্নামেন্ট শেষ করে চেলসি।
অপরাজিত থেকে প্রিমিয়ার লিগের সামার সিরিজের প্রথম মৌসুম শেষ করে চেলসি। লিংকন ফিন্যান্সিয়াল ফিল্ডে টুর্নামেন্টের প্রথম ম্যাচে ব্রাইটনকে ৪-৩ গোলে হারায় চেলসি। এনকুঙ্কু, মিখাইলো মুদ্রিক, কনর গ্যালাঘার, নিকোলাস জ্যাকসন-ব্লুজদের হয়ে প্রত্যেকেই ১টি করে গোল করেন। এরপর নিউক্যাসলের বিপক্ষে ১-১ গোলে ড্র করে চেলসি। টুর্নামেন্টে দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা অ্যাস্টন ভিলা, নিউক্যাসল দুই দলেরই সমান ৫ পয়েন্ট।
নতুন ক্লাবে মনে রাখার মতো এক শুরু করলেন মরিসিও পচেত্তিনো। কোচ পচেত্তিনোর অধীনে প্রিমিয়ার লিগ সামার সিরিজ জিতল চেলসি।
চেলসি, অ্যাস্টন ভিলা, নিউক্যাসল, ব্রাইটন, ফুলহাম, ব্রেন্টফোর্ড-ইংল্যান্ডের এই ৬ ক্লাব নিয়ে এবারই প্রথম শুরু প্রিমিয়ার লিগ সামার সিরিজ। টুর্নামেন্টের শেষ দিন ছিল গতকাল। মেরিল্যান্ডের ফেডএক্স ফিল্ডে চেলসির প্রতিপক্ষ ছিল ফুলহাম। ফুলহামকে ২-০ গোলে হারিয়েছে চেলসি। ২০ মিনিটে এগিয়ে যায় পচেত্তিনোর দল। বেন চিলওয়েলের অ্যাসিস্টে গোল করেন থিয়াগো সিলভা। এরপর ৪১ মিনিটে চেলসির দ্বিতীয় গোল করেন ক্রিস্টোফার এনকুঙ্কু। এই ম্যাচে দাপট দেখিয়ে খেলেছে চেলসি। ৫৭ শতাংশ বল দখলে রেখেছিল ব্লুজরা। আর ফুলহামের লক্ষ্য বরাবর ৬ শট করে চেলসি। আর ৪৩ শতাংশ বল দখলে নিয়ে ফুলহাম প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ১টি শট করেছে। ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে টুর্নামেন্ট শেষ করে চেলসি।
অপরাজিত থেকে প্রিমিয়ার লিগের সামার সিরিজের প্রথম মৌসুম শেষ করে চেলসি। লিংকন ফিন্যান্সিয়াল ফিল্ডে টুর্নামেন্টের প্রথম ম্যাচে ব্রাইটনকে ৪-৩ গোলে হারায় চেলসি। এনকুঙ্কু, মিখাইলো মুদ্রিক, কনর গ্যালাঘার, নিকোলাস জ্যাকসন-ব্লুজদের হয়ে প্রত্যেকেই ১টি করে গোল করেন। এরপর নিউক্যাসলের বিপক্ষে ১-১ গোলে ড্র করে চেলসি। টুর্নামেন্টে দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা অ্যাস্টন ভিলা, নিউক্যাসল দুই দলেরই সমান ৫ পয়েন্ট।
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৮ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৯ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
১০ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
১১ ঘণ্টা আগে