ক্রীড়া ডেস্ক
জিততেই যেন ভুলে গিয়েছিল ইন্টার মায়ামি। ম্যাচ হার তো রয়েছেই। এমনকি তারা গোলও হজম করত দেদারসে। অবশেষে লিওনেল মেসির দলকে দেখা পেল ভিন্ন রূপে। টানা চার ম্যাচ জয়হীন থাকার পর দাপুটে জয় পেল মায়ামি।
নিউইয়র্ক রেডবুলসের বিপক্ষে ৪ মে মেজর লিগ সকারে (এমএলএসে) ৪-১ গোলে জিতেছিল ইন্টার মায়ামি। পরের চার ম্যাচে জিততেই পারেনি মেসি-লুইস সুয়ারেজদের দল। দুটিতে হেরেছে ও ড্র করেছে দুই ম্যাচে। এই চার ম্যাচে মায়ামি দিয়েছিল ৭ গোল। বিপরীতে ১৩ গোল হজম করেছিল। অবশেষে গত রাতে ডেডলক ভাঙলেন মেসি-সুয়ারেজরা। চেজ স্টেডিয়ামে এমএলএসে মন্ট্রিয়লকে ৪-২ গোলে হারিয়েছে মায়ামি।
মন্ট্রিয়লের বিপক্ষে ২৭ মিনিটে মায়ামিকে এগিয়ে দেন মেসি। আর্জেন্টিনার ফরোয়ার্ডের বক্সের বাইরে থেকে নেওয়া শট মন্ট্রিয়ল গোলরক্ষক ঝাঁপিয়েও থামাতে পারেননি। মায়ামির প্রথম গোল করতে মেসিকে অ্যাসিস্ট করেন সার্জিও বুসকেতস। মেসির দুর্দান্ত গোলে প্রথমার্ধ ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে মায়ামি।
চেজ স্টেডিয়ামে গোল বন্যা শুরু হয় দ্বিতীয়ার্ধে। ৬৮ মিনিটে গোল হয়েছে মেসি-সুয়ারেজ জুটির জাদুতে। মেসির পাস রিসিভ করে লক্ষ্যভেদ করেন সুয়ারেজ। ৭১ মিনিটে মায়ামি ৩-০ ব্যবধানে এগিয়ে যায়। গোলটি করেন সুয়ারেজ। ম্যাচে এটা তাঁর দ্বিতীয় গোল। ৭৪ মিনিটে ব্যবধান কমায় মন্ট্রিয়ল। গোলটি করেন তাদের মিডফিল্ডার দান্তে সিলি।
সুয়ারেজের মতো মেসিও করেন দুই গোল। ৮৭ মিনিটে নিজের দ্বিতীয় গোলের দেখা পান মেসি। ৯০ মিনিটের পর অতিরিক্ত ২ মিনিটে মন্ট্রিয়ল মিডফিল্ডার ভিক্টর লোতুরি গোল করলেও সেটা ব্যবধান কমাতে পেরেছে। শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি।
৪-২ গোলের জয়ে এমএলএস ইস্টার্ন কনফারেন্সে ১৫ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে উঠে এসেছে মায়ামি। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার পয়েন্ট ৩৩। আর মন্ট্রিয়ল ৮ পয়েন্ট নিয়ে ১৫ দলের মধ্যে সবার শেষে। ফিলাডেলফিয়া, মন্ট্রিয়ল দুই দলই ১৬টি করে ম্যাচ খেলেছে।
জিততেই যেন ভুলে গিয়েছিল ইন্টার মায়ামি। ম্যাচ হার তো রয়েছেই। এমনকি তারা গোলও হজম করত দেদারসে। অবশেষে লিওনেল মেসির দলকে দেখা পেল ভিন্ন রূপে। টানা চার ম্যাচ জয়হীন থাকার পর দাপুটে জয় পেল মায়ামি।
নিউইয়র্ক রেডবুলসের বিপক্ষে ৪ মে মেজর লিগ সকারে (এমএলএসে) ৪-১ গোলে জিতেছিল ইন্টার মায়ামি। পরের চার ম্যাচে জিততেই পারেনি মেসি-লুইস সুয়ারেজদের দল। দুটিতে হেরেছে ও ড্র করেছে দুই ম্যাচে। এই চার ম্যাচে মায়ামি দিয়েছিল ৭ গোল। বিপরীতে ১৩ গোল হজম করেছিল। অবশেষে গত রাতে ডেডলক ভাঙলেন মেসি-সুয়ারেজরা। চেজ স্টেডিয়ামে এমএলএসে মন্ট্রিয়লকে ৪-২ গোলে হারিয়েছে মায়ামি।
মন্ট্রিয়লের বিপক্ষে ২৭ মিনিটে মায়ামিকে এগিয়ে দেন মেসি। আর্জেন্টিনার ফরোয়ার্ডের বক্সের বাইরে থেকে নেওয়া শট মন্ট্রিয়ল গোলরক্ষক ঝাঁপিয়েও থামাতে পারেননি। মায়ামির প্রথম গোল করতে মেসিকে অ্যাসিস্ট করেন সার্জিও বুসকেতস। মেসির দুর্দান্ত গোলে প্রথমার্ধ ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে মায়ামি।
চেজ স্টেডিয়ামে গোল বন্যা শুরু হয় দ্বিতীয়ার্ধে। ৬৮ মিনিটে গোল হয়েছে মেসি-সুয়ারেজ জুটির জাদুতে। মেসির পাস রিসিভ করে লক্ষ্যভেদ করেন সুয়ারেজ। ৭১ মিনিটে মায়ামি ৩-০ ব্যবধানে এগিয়ে যায়। গোলটি করেন সুয়ারেজ। ম্যাচে এটা তাঁর দ্বিতীয় গোল। ৭৪ মিনিটে ব্যবধান কমায় মন্ট্রিয়ল। গোলটি করেন তাদের মিডফিল্ডার দান্তে সিলি।
সুয়ারেজের মতো মেসিও করেন দুই গোল। ৮৭ মিনিটে নিজের দ্বিতীয় গোলের দেখা পান মেসি। ৯০ মিনিটের পর অতিরিক্ত ২ মিনিটে মন্ট্রিয়ল মিডফিল্ডার ভিক্টর লোতুরি গোল করলেও সেটা ব্যবধান কমাতে পেরেছে। শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি।
৪-২ গোলের জয়ে এমএলএস ইস্টার্ন কনফারেন্সে ১৫ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে উঠে এসেছে মায়ামি। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার পয়েন্ট ৩৩। আর মন্ট্রিয়ল ৮ পয়েন্ট নিয়ে ১৫ দলের মধ্যে সবার শেষে। ফিলাডেলফিয়া, মন্ট্রিয়ল দুই দলই ১৬টি করে ম্যাচ খেলেছে।
ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টে আজ পুরুষ, নারী দুই দলেরই খেলা রয়েছে। দুই ম্যাচেই মুখোমুখি হবে লন্ডন স্পিরিট-ম্যানচেস্টার অরিজিনালস। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৮ মিনিট আগেপুরো টুর্নামেন্টে ৭ ম্যাচের কেবল ১ ম্যাচে হার। বলা হচ্ছে এখানে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কথা। জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশকে নিয়ে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শেষ হয়েছে গতকাল। হারারের ফাইনালে প্রোটিয়াদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজে শিরোপা উঁচিয়ে ধরল...
৩০ মিনিট আগেওয়েম্বলিতে গত রাতে ফাইনাল হয়েছে ফাইনালের মতোই। কমিউনিটি শিল্ড ফাইনালে প্রাণপণে লড়েছে ক্রিস্টাল প্যালেস-লিভারপুল। এমনকি পেনাল্টি শুটআউটেও কেউ কাউকে ছেড়ে কথা বলেনি। রুদ্ধশ্বাস লড়াইয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে প্যালেস।
১ ঘণ্টা আগেঘরোয়া ফুটবল শুরু হতে দেরি আরও এক মাস। আবাহনী লিমিটেডকে প্রস্তুতিতে নামতে হয়েছে অনেকটা আগে। কাল জাতীয় স্টেডিয়ামে এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে-অফ ম্যাচে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেডের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে