Ajker Patrika

হাসপাতাল থেকে ছাড়া পেলেন তেভেজ 

হাসপাতাল থেকে ছাড়া পেলেন তেভেজ 

বলতে গেলে এক রকম সুখবরই পেয়েছেন কার্লোস তেভেজ। বুকের ব্যথায় হাসপাতালে ভর্তি হলেও বেশিদিন তাঁকে থাকতে হয়নি। আর্জেন্টিনার সাবেক ফরোয়ার্ড ছাড়া পেয়েছেন হাসপাতাল থেকে। 

ইন্দিপেন্দিয়েন্তে ক্লাব গত রাতে এক বিবৃতিতে তেভেজের ছাড়া পাওয়ার কথা নিশ্চিত করেছে। বুয়েনস এইরেস ভিত্তিক দলটিতে আজ তাঁর যোগ দেওয়ার কথা। বর্তমানে তিনি ক্লাবটির কোচের দায়িত্বে আছেন। আর্জেন্টাইন ক্লাবটি তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডলে বলেছে, ‘কার্লোস তেভেজ মেডিকাল পরীক্ষা সম্পন্ন করেছেন। তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। তিনি পরীক্ষা করতে বাড়ি ফিরবেন। আগামীকাল (আজ) অনুশীলনে যোগ দেবেন।’ ক্লাবটিই গত পরশু জানিয়েছিল তেভেজের হাসপাতালে ভর্তি হওয়ার কথা।

২০২২ সালে বুটজোড়া তুলে রাখার পর স্বদেশি ক্লাব রোজারিও সেন্ট্রালের হয়ে প্রথম কোচিং শুরু করেন তেভেজ। রোজারিওর হয়ে সময়টা ভালো না কাটায় পরে কোচিং ক্যারিয়ারে এক বছর বিরতি নেন তিনি। ২০২৩ সালে ইন্দিপেন্দিয়েন্তের সঙ্গে চুক্তি করেন ৪০ বছর বয়সী কোচ। যার মেয়াদ ২০২৬ সাল পর্যন্ত রয়েছে। 

কোচিং ক্যারিয়ার খুব বেশি দিনের না হলেও খেলোয়াড়ি ক্যারিয়ার দীর্ঘ ছিল তেভেজের। ২০ বছরের ক্যারিয়ার ৫১৭ ম্যাচে ২২৭ গোল করেছেন তিনি। আর্জেন্টিনার হয়ে ৭৬ ম্যাচে করেছেন ১৩ গোল। দুই নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টারের হয়ে খেলে ৩টি প্রিমিয়ার লিগ ও একটি চ্যাম্পিয়নস লিগ জিতেছেন তিনি। ক্যারিয়ারের একমাত্র মহাদেশীয় শ্রেষ্ঠত্বের শিরোপাটি জিতেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

সিঙ্গাপুরে স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ৭ হাজার টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত