ক্রীড়া ডেস্ক
চলতি মৌসুমে রক্ষণ বেশ ধুঁকেছে রিয়াল মাদ্রিদ। ট্রফিশূন্য থেকেই শেষ করতে হচ্ছে মৌসুম। তবে আগামী মৌসুমে নিজেদের শক্তিশালী করে গড়ে তুলতে চায় স্প্যানিশ জায়ান্টরা। মৌসুম শেষের আগেই তোড়জোড় চলছে নতুন খেলোয়াড় ভেড়ানোর দৌড়ে। এরই মধ্যে কয়েকটি সাইনও করিয়েছে তারা। আলেকজান্ডার অর্নল্ডের পর নতুন একজন সেন্টার ব্যাক নিয়েছে রিয়াল। ২০৩০ সাল পর্যন্ত বোর্নমাউথের ডিফেন্ডার ডিন হুইসেনকে দলে ভিড়িয়েছে তারা।
স্বনামধন্য ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো এক ফেসবুক পোস্টে হুইসেনকে রিয়ালের দলে ভেড়ানোর বিষয়টি জানিয়েছেন। ৫০ মিলিয়ন ইউরো রিলিজ ক্লজ পরিশোধ মাধ্যমে দলে ভেড়ানো হয়েছে হুইসেনকে। কিছুদিন পর রিয়ালের হয়ে ক্লাব বিশ্বকাপে খেলতে পারবেন স্প্যানিশ এই তরুণ ফুটবলার। গতকাল রাতে লন্ডনে তাঁর মেডিকেল পরীক্ষাও হয়ে গেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম জানায়, ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি, লিভারপুল, আর্সেনাল ও নিউক্যাসলসহ প্রায় ৭টি ক্লাব হুইসেনকে পাওয়ার জন্য ওত পেতে ছিল। তবে সবাইকে পেছনে ফেলে রিয়ালই বক শিকার করল। এর মাধ্যমে ঘরেও ফেরা হলো হুইসেনের। নেদারল্যান্ডসের হয়ে বয়সভিত্তিক দলে খেললেও জাতীয় দল হিসেবে বেছে নিয়েছেন স্পেনকে।
নেদারল্যান্ডসে জন্ম হলেও স্পেনে বেড়ে উঠেছেন হুইসেন। মারবেলার কোস্তা ইউনিদা সিএফ ও মালাগার যুব দলে খেলেছেন ২০ বছরের এই তরুণ। গত গ্রীষ্মের দলবদলে ১২ দশমিক ৬ মিলিয়ন ইউরোতে জুভেন্টাস থেকে বোর্নমাউথে যোগ দিয়েছিলেন তিনি। চলতি মৌসুমে ক্লাবটির হয়ে ৩৪ ম্যাচ খেলে ৩ গোল করেছেন।
হুইসেনকে জাতীয় দলে খেলানোর জন্য টানাটানি লেগেছিল নেদারল্যান্ডস ও স্পেনের মধ্যেও। তবে বেড়ে ওঠার দেশ স্পেনকেই বেছে নিয়েছেন হুইসেন। ২০২৫ সালের মার্চে নেদারল্যান্ডসের বিপক্ষেই অভিষেক হয় তার।
চলতি মৌসুমে রক্ষণ বেশ ধুঁকেছে রিয়াল মাদ্রিদ। ট্রফিশূন্য থেকেই শেষ করতে হচ্ছে মৌসুম। তবে আগামী মৌসুমে নিজেদের শক্তিশালী করে গড়ে তুলতে চায় স্প্যানিশ জায়ান্টরা। মৌসুম শেষের আগেই তোড়জোড় চলছে নতুন খেলোয়াড় ভেড়ানোর দৌড়ে। এরই মধ্যে কয়েকটি সাইনও করিয়েছে তারা। আলেকজান্ডার অর্নল্ডের পর নতুন একজন সেন্টার ব্যাক নিয়েছে রিয়াল। ২০৩০ সাল পর্যন্ত বোর্নমাউথের ডিফেন্ডার ডিন হুইসেনকে দলে ভিড়িয়েছে তারা।
স্বনামধন্য ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো এক ফেসবুক পোস্টে হুইসেনকে রিয়ালের দলে ভেড়ানোর বিষয়টি জানিয়েছেন। ৫০ মিলিয়ন ইউরো রিলিজ ক্লজ পরিশোধ মাধ্যমে দলে ভেড়ানো হয়েছে হুইসেনকে। কিছুদিন পর রিয়ালের হয়ে ক্লাব বিশ্বকাপে খেলতে পারবেন স্প্যানিশ এই তরুণ ফুটবলার। গতকাল রাতে লন্ডনে তাঁর মেডিকেল পরীক্ষাও হয়ে গেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম জানায়, ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি, লিভারপুল, আর্সেনাল ও নিউক্যাসলসহ প্রায় ৭টি ক্লাব হুইসেনকে পাওয়ার জন্য ওত পেতে ছিল। তবে সবাইকে পেছনে ফেলে রিয়ালই বক শিকার করল। এর মাধ্যমে ঘরেও ফেরা হলো হুইসেনের। নেদারল্যান্ডসের হয়ে বয়সভিত্তিক দলে খেললেও জাতীয় দল হিসেবে বেছে নিয়েছেন স্পেনকে।
নেদারল্যান্ডসে জন্ম হলেও স্পেনে বেড়ে উঠেছেন হুইসেন। মারবেলার কোস্তা ইউনিদা সিএফ ও মালাগার যুব দলে খেলেছেন ২০ বছরের এই তরুণ। গত গ্রীষ্মের দলবদলে ১২ দশমিক ৬ মিলিয়ন ইউরোতে জুভেন্টাস থেকে বোর্নমাউথে যোগ দিয়েছিলেন তিনি। চলতি মৌসুমে ক্লাবটির হয়ে ৩৪ ম্যাচ খেলে ৩ গোল করেছেন।
হুইসেনকে জাতীয় দলে খেলানোর জন্য টানাটানি লেগেছিল নেদারল্যান্ডস ও স্পেনের মধ্যেও। তবে বেড়ে ওঠার দেশ স্পেনকেই বেছে নিয়েছেন হুইসেন। ২০২৫ সালের মার্চে নেদারল্যান্ডসের বিপক্ষেই অভিষেক হয় তার।
চীনের চেংদুতে চলছে ওয়ার্ল্ড গেমস। এই প্রতিযোগিতায় অংশ নিয়ে অসুস্থ হয়ে না ফেরার দেশে চলে গেছেন ইতালির ওরিয়েন্টিয়ারিং অ্যাথলেট মাত্তিয়া দেবের্তোলিস। গত ৮ আগস্ট প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময় অজ্ঞান হয়ে পড়ে যান দেবোর্তোলিস। এর চার দিন পর গতকাল মারা যান ২৯ বছর বয়সী এই অ্যাথলেট।
৯ মিনিট আগেএশিয়া কাপের আগে বাংলাদেশের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলার কথা ছিল ভারতের। কিন্তু সেই সিরিজ পিছিয়ে নেওয়া হয়েছে আগামী বছরে। এশিয়া কাপের আগে তাই আর কোনো সিরিজ নেই তাদের।
৩ ঘণ্টা আগেএশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজ সামনে রেখে ভোর থেকেই ব্যস্ততা বাড়ে মিরপুরের হোম অব ক্রিকেটের জিমে। বিসিবির স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ নাথান কেলি জিম থেকে মূল মাঠ, আবার সেখান থেকে পল্টনের জাতীয় স্টেডিয়াম পর্যন্ত ছুটছেন একঝাঁক ক্রিকেটার নিয়ে। উদ্দেশ্য তাঁর একটাই ক্রিকেটারদের ফিটনেসকে পোক্ত করে তোলা। ভাল
৪ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
৫ ঘণ্টা আগে