লিওনেল মেসির যেন এখন শনির দশা চলছে। চোটে পড়ায় এমনিই আছেন পেশাদার ফুটবলের বাইরে। আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারের বিরুদ্ধে এখন উঠেছে অসদাচরণের অভিযোগ। যদিও ইন্টার মায়ামির সহকারী কোচ জাভিয়ের মোরালেসের যেন এ ব্যাপারে কোনো হেলদোল নেই।
মেসিকে নিয়ে অভিযোগের ঘটনা ইন্টার মায়ামির সর্বশেষ ম্যাচ ঘিরে। ৪ এপ্রিল কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মুখোমুখি হয় মন্টেরে ও ইন্টার মায়ামি। চেজ স্টেডিয়ামের সেই ম্যাচে ২-১ গোলে হেরে যায় মায়ামি। সেই ম্যাচে গ্যালারিতে বসে খেলা দেখেছেন মেসি। সূত্রের বরাত দিয়ে ইএসপিএন জানিয়েছে, মায়ামির হারের পর মেসি ক্রুব্ধ হয়ে মন্টেরের লকার রুমে গেছেন। প্রতিপক্ষের লকার রুমে গিয়ে চিৎকার করতেও শোনা গেছে। যদিও ঝগড়ার কারণ এখনো স্পষ্ট নয়। তবে মোরালেস ব্যাপারটিকে অতটা পাত্তা দিচ্ছেন না। মায়ামির সহকারী কোচ গতকাল এক সংবাদ সম্মেলনে বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে ঘটনা মাঠেই ঘটেছে। সেটা একটা কাপ ম্যাচ। এমন ম্যাচে কেমন ঘটনা ঘটে, তা আমাদের জানা। অনেক প্রতিদ্বন্দ্বিতা হয় ম্যাচগুলোতে। সত্যি বলতে, মাঠেই ঘটে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা।’
মন্টেরের বিপক্ষে সেই ম্যাচে ১৯ মিনিটে টমাস আভিলেসের গোলে এগিয়ে গিয়েছিল মায়ামি। এগিয়ে থাকা মায়ামি ১০ জনের দলে পরিণত হয় ৬৫ মিনিটে। লাল কার্ড দেখেন দলটির ডিফেন্সিভ মিডফিল্ডার ডেভিড রুইজ। পিছিয়ে থাকা মন্টেরে জোড়া গোলে ম্যাচ জিতে যায়। মোরালেস বলেন, ‘বড় এক প্রতিপক্ষের বিপক্ষে আমরা খেলেছি। দুর্ভাগ্যজনকভাবে ১০ জনের দলে পরিণত হই আমরা। এ কারণে ফল ধরে রাখতে পারিনি। এখন মন্টেরেতে যেতে হবে আমাদের। এগিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে।’
বাংলাদেশ সময় আগামীকাল ভোর সাড়ে পাঁচটায় কলোরাডোর বিপক্ষে এমএলএসে খেলবে মায়ামি। মেসিকে এই ম্যাচটিতে নামানোর পরিকল্পনা মায়ামির রয়েছে বলে জানিয়েছেন মোরালেস। মায়ামির সহকারী কোচ বলেন, ‘আজ আমরা দেখব অনুশীলনে সে কেমন অনুভব করছে। যদি সে ভালো অনুভব করে, তাহলে টাটা (জেরার্দো মার্তিনেজ) নিশ্চিতভাবেই তাকে ১০,১৫ কিংবা ৪৫ মিনিটের জন্য হলেও মাঠে নামাবে। তাকে ফিরে পাওয়াটাই আমাদের জন্য এখন গুরুত্বপূর্ণ।’
আরও পড়ুন:
লিওনেল মেসির যেন এখন শনির দশা চলছে। চোটে পড়ায় এমনিই আছেন পেশাদার ফুটবলের বাইরে। আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারের বিরুদ্ধে এখন উঠেছে অসদাচরণের অভিযোগ। যদিও ইন্টার মায়ামির সহকারী কোচ জাভিয়ের মোরালেসের যেন এ ব্যাপারে কোনো হেলদোল নেই।
মেসিকে নিয়ে অভিযোগের ঘটনা ইন্টার মায়ামির সর্বশেষ ম্যাচ ঘিরে। ৪ এপ্রিল কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মুখোমুখি হয় মন্টেরে ও ইন্টার মায়ামি। চেজ স্টেডিয়ামের সেই ম্যাচে ২-১ গোলে হেরে যায় মায়ামি। সেই ম্যাচে গ্যালারিতে বসে খেলা দেখেছেন মেসি। সূত্রের বরাত দিয়ে ইএসপিএন জানিয়েছে, মায়ামির হারের পর মেসি ক্রুব্ধ হয়ে মন্টেরের লকার রুমে গেছেন। প্রতিপক্ষের লকার রুমে গিয়ে চিৎকার করতেও শোনা গেছে। যদিও ঝগড়ার কারণ এখনো স্পষ্ট নয়। তবে মোরালেস ব্যাপারটিকে অতটা পাত্তা দিচ্ছেন না। মায়ামির সহকারী কোচ গতকাল এক সংবাদ সম্মেলনে বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে ঘটনা মাঠেই ঘটেছে। সেটা একটা কাপ ম্যাচ। এমন ম্যাচে কেমন ঘটনা ঘটে, তা আমাদের জানা। অনেক প্রতিদ্বন্দ্বিতা হয় ম্যাচগুলোতে। সত্যি বলতে, মাঠেই ঘটে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা।’
মন্টেরের বিপক্ষে সেই ম্যাচে ১৯ মিনিটে টমাস আভিলেসের গোলে এগিয়ে গিয়েছিল মায়ামি। এগিয়ে থাকা মায়ামি ১০ জনের দলে পরিণত হয় ৬৫ মিনিটে। লাল কার্ড দেখেন দলটির ডিফেন্সিভ মিডফিল্ডার ডেভিড রুইজ। পিছিয়ে থাকা মন্টেরে জোড়া গোলে ম্যাচ জিতে যায়। মোরালেস বলেন, ‘বড় এক প্রতিপক্ষের বিপক্ষে আমরা খেলেছি। দুর্ভাগ্যজনকভাবে ১০ জনের দলে পরিণত হই আমরা। এ কারণে ফল ধরে রাখতে পারিনি। এখন মন্টেরেতে যেতে হবে আমাদের। এগিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে।’
বাংলাদেশ সময় আগামীকাল ভোর সাড়ে পাঁচটায় কলোরাডোর বিপক্ষে এমএলএসে খেলবে মায়ামি। মেসিকে এই ম্যাচটিতে নামানোর পরিকল্পনা মায়ামির রয়েছে বলে জানিয়েছেন মোরালেস। মায়ামির সহকারী কোচ বলেন, ‘আজ আমরা দেখব অনুশীলনে সে কেমন অনুভব করছে। যদি সে ভালো অনুভব করে, তাহলে টাটা (জেরার্দো মার্তিনেজ) নিশ্চিতভাবেই তাকে ১০,১৫ কিংবা ৪৫ মিনিটের জন্য হলেও মাঠে নামাবে। তাকে ফিরে পাওয়াটাই আমাদের জন্য এখন গুরুত্বপূর্ণ।’
আরও পড়ুন:
রাজনৈতিক দ্বন্দ্বের কারণে লম্বা সময় ধরে দ্বিপাক্ষিক সিরিজ খেলছে না ভারত-পাকিস্তান। সেই দ্বন্দ্বের আঁচ পড়ে ক্রিকেটারদের মধ্যেও। বন্ধুত্বের আড়ালে উঠে আসে উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনা। তেমনই এক ঘটনা শোনালেন ভারতের সাবেক পেসার ইরফান পাঠান। ২০০৬ সালে করাচি থেকে লাহোরে যাওয়ার সময় পাকিস্তানের সাবেক অলরাউন্ডা
১ ঘণ্টা আগেডিসেম্বরে ভারতে আসছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। ভারতে এবারই যে তাঁর প্রথম সফর তা নয়। ২০১১ সালেও পা রাখেন তিনি। তবে সেবার তাঁর সঙ্গী হয়েছিল পুরো আর্জেন্টিনা দল। এবার আসছেন ব্যক্তিগতভাবে। মেসিকে রাজি করানোটা তাই সহজ ছিল না ভারতের ক্রীড়া সংগঠক শতদ্রু দত্তের জন্য।
২ ঘণ্টা আগে‘রুত, দিনিস, দুয়ার্তে, মাতিলদা—অ্যানফিল্ড সবসময় তোমাদের ঘর হয়ে থাকবে। তোমরা কখনো একা হাঁটবে না।’
৩ ঘণ্টা আগেমিরপুরে কোয়াবের গত দুটি সভায় উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বিসিবিতে হওয়া সভায় ক্রিকেটারদের কল্যাণ সমিতি কোয়াবের নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনা করা হয়।
৪ ঘণ্টা আগে