অয়ন রায়
ঢাকা: বিদায়ী ম্যাচ খেলে বিদায় নেওয়ার স্বপ্ন সব খেলোয়াড়েরই থাকে। রিয়াল মাদ্রিদে অবশ্য এই স্বপ্নপূরণ কঠিনই তারকাদের জন্য! গত ১১ বছরে রাউল, গুতি, ক্যাসিয়াস, রোনালদো, রামোস—কিংবদন্তি কিংবা তারকা খেলোয়াড়, যাঁরা রিয়ালের অনেক শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এঁদের কারও সৌভাগ্য হয়নি মাঠ থেকে বিদায় নেওয়ার। কোচ জিনেদিন জিদানকেও বিদায় নিতে হয়েছে হুট করে।
সার্জিও রামোস
২০০৫ সালে সেভিয়া থেকে রিয়াল মাদ্রিদে আসেন সার্জিও রামোস। ১৬ বছরে রিয়ালের হয়ে রামোসের ব্যক্তিগত অর্জনও কম নয়। ৬৭১ ম্যাচ খেলে ১০১ গোল করেছেন এই সেন্টার ব্যাক। রামোসকে এক বছর ১০ শতাংশ কম বেতনে থেকে যাওয়ার প্রস্তাব দিয়েছিল রিয়াল। ১৬ জুন দীর্ঘ ১৬ বছরের সম্পর্ক চুকিয়ে ফেলেন তিনি।
জিনেদিন জিদান
২০১৬ সালে রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব নিয়েছিলেন জিনেদিন জিদান। তাঁর অধীনেই হ্যাটট্রিক চ্যাম্পিয়নস লিগ (২০১৬-১৮) শিরোপা জেতে রিয়াল মাদ্রিদ। তবে এই মৌসুম শিরোপাহীন থাকায় রিয়াল তাঁর ওপর আস্থা রাখতে পারেনি। বাধ্য হয়ে গত ৩০ মে পদত্যাগ করেছেন জিদান।
ক্রিস্টিয়ানো রোনালদো
২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়াল মাদ্রিদে এসে শোরগোল ফেলে দেন রোনালদো। ২০১১ থেকে ২০১৬—টানা ছয় বছরে মৌসুমপ্রতি অর্ধশতাধিক গোল করেছেন পর্তুগিজ উইঙ্গার। ২০১৮ সালে হঠাৎ করেই রোনালদো রিয়াল ছেড়ে দেন। পর্তুগিজ তারকাকেও ঘটা করে বিদায় দেয়নি রিয়াল।
ইকার ক্যাসিয়াস
১৯৯৯ সালে রিয়াল মাদ্রিদ যুব দল থেকে সিনিয়র দলে আসেন ইকার ক্যাসিয়াস। ১৯৯৯ থেকে ২০১৫ পর্যন্ত—টানা ১৬টা বসন্ত তাঁর কেটেছে এই রিয়ালে। খেলেছেন ৭২৫ ম্যাচ, যার ২৬৪টিতেই গোলপোস্ট অক্ষত রেখেছিলেন এই কিংবদন্তি রিয়াল গোলরক্ষক। অথচ তাঁকেই ২০১৫ সালে রিয়াল ছাড়তে হয় চুপি চুপি!
রাউল গঞ্জালেস
রাউলের রিয়াল–পর্ব শুরু ১৯৯৪ সালে। রিয়ালের হয়ে ৬টি লা-লিগা, ৩টি চ্যাম্পিয়নস লিগসহ ১৬টি শিরোপা জিতেছেন এই স্প্যানিশ স্ট্রাইকার। একটা সময় রিয়াল আর রাউল সমার্থক শব্দ হয়ে গিয়েছিল। সেই রাউলকেই ২০১০ সালে রিয়াল ছাড়তে হয় নীরবে। কোনো বিদায়ী ম্যাচ পাননি তিনি।
গুতি
গুতির রিয়ালে খেলা শুরু ১৯৯৫ সালে। রিয়ালের হয়ে ৫টি লা-লিগা, ৩টি চ্যাম্পিয়নস লিগসহ ১৫টি শিরোপা জেতা রিয়াল মিডফিল্ডারও নীরবে বিদায় নেন ২০১০ সালে। রিয়ালের হয়ে ৫৪২ ম্যাচ খেলেছেন, সহ–অধিনায়কও ছিলেন গুতি। তবু তাঁর ভাগ্যেও জোটেনি আনুষ্ঠানিক বিদায়ী ম্যাচ।
ঢাকা: বিদায়ী ম্যাচ খেলে বিদায় নেওয়ার স্বপ্ন সব খেলোয়াড়েরই থাকে। রিয়াল মাদ্রিদে অবশ্য এই স্বপ্নপূরণ কঠিনই তারকাদের জন্য! গত ১১ বছরে রাউল, গুতি, ক্যাসিয়াস, রোনালদো, রামোস—কিংবদন্তি কিংবা তারকা খেলোয়াড়, যাঁরা রিয়ালের অনেক শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এঁদের কারও সৌভাগ্য হয়নি মাঠ থেকে বিদায় নেওয়ার। কোচ জিনেদিন জিদানকেও বিদায় নিতে হয়েছে হুট করে।
সার্জিও রামোস
২০০৫ সালে সেভিয়া থেকে রিয়াল মাদ্রিদে আসেন সার্জিও রামোস। ১৬ বছরে রিয়ালের হয়ে রামোসের ব্যক্তিগত অর্জনও কম নয়। ৬৭১ ম্যাচ খেলে ১০১ গোল করেছেন এই সেন্টার ব্যাক। রামোসকে এক বছর ১০ শতাংশ কম বেতনে থেকে যাওয়ার প্রস্তাব দিয়েছিল রিয়াল। ১৬ জুন দীর্ঘ ১৬ বছরের সম্পর্ক চুকিয়ে ফেলেন তিনি।
জিনেদিন জিদান
২০১৬ সালে রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব নিয়েছিলেন জিনেদিন জিদান। তাঁর অধীনেই হ্যাটট্রিক চ্যাম্পিয়নস লিগ (২০১৬-১৮) শিরোপা জেতে রিয়াল মাদ্রিদ। তবে এই মৌসুম শিরোপাহীন থাকায় রিয়াল তাঁর ওপর আস্থা রাখতে পারেনি। বাধ্য হয়ে গত ৩০ মে পদত্যাগ করেছেন জিদান।
ক্রিস্টিয়ানো রোনালদো
২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়াল মাদ্রিদে এসে শোরগোল ফেলে দেন রোনালদো। ২০১১ থেকে ২০১৬—টানা ছয় বছরে মৌসুমপ্রতি অর্ধশতাধিক গোল করেছেন পর্তুগিজ উইঙ্গার। ২০১৮ সালে হঠাৎ করেই রোনালদো রিয়াল ছেড়ে দেন। পর্তুগিজ তারকাকেও ঘটা করে বিদায় দেয়নি রিয়াল।
ইকার ক্যাসিয়াস
১৯৯৯ সালে রিয়াল মাদ্রিদ যুব দল থেকে সিনিয়র দলে আসেন ইকার ক্যাসিয়াস। ১৯৯৯ থেকে ২০১৫ পর্যন্ত—টানা ১৬টা বসন্ত তাঁর কেটেছে এই রিয়ালে। খেলেছেন ৭২৫ ম্যাচ, যার ২৬৪টিতেই গোলপোস্ট অক্ষত রেখেছিলেন এই কিংবদন্তি রিয়াল গোলরক্ষক। অথচ তাঁকেই ২০১৫ সালে রিয়াল ছাড়তে হয় চুপি চুপি!
রাউল গঞ্জালেস
রাউলের রিয়াল–পর্ব শুরু ১৯৯৪ সালে। রিয়ালের হয়ে ৬টি লা-লিগা, ৩টি চ্যাম্পিয়নস লিগসহ ১৬টি শিরোপা জিতেছেন এই স্প্যানিশ স্ট্রাইকার। একটা সময় রিয়াল আর রাউল সমার্থক শব্দ হয়ে গিয়েছিল। সেই রাউলকেই ২০১০ সালে রিয়াল ছাড়তে হয় নীরবে। কোনো বিদায়ী ম্যাচ পাননি তিনি।
গুতি
গুতির রিয়ালে খেলা শুরু ১৯৯৫ সালে। রিয়ালের হয়ে ৫টি লা-লিগা, ৩টি চ্যাম্পিয়নস লিগসহ ১৫টি শিরোপা জেতা রিয়াল মিডফিল্ডারও নীরবে বিদায় নেন ২০১০ সালে। রিয়ালের হয়ে ৫৪২ ম্যাচ খেলেছেন, সহ–অধিনায়কও ছিলেন গুতি। তবু তাঁর ভাগ্যেও জোটেনি আনুষ্ঠানিক বিদায়ী ম্যাচ।
বসুন্ধরা কিংসের শুরুর একাদশে ছিলেন না কিউবা মিচেল। যা দেখে বিস্মিত হন অনেকেই। শেষ পর্যন্ত ম্যাচের ৬৫ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ইংল্যান্ড প্রবাসী এই মিডফিল্ডার। তাঁর অভিষেক জয়ে রাঙাল বসুন্ধরা কিংস। সিরিয়ার ক্লাব আল কারামাহকে ১-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূলপর্বে জায়গা করে নিয়েছে তারা।
৭ ঘণ্টা আগেপ্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ২ ডিসেম্বর শুরু হতে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের এই টি-টোয়েন্টি লিগে বাংলাদেশের কাটার মাস্টার খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে।
১২ ঘণ্টা আগেহাতের ব্যাটকে তলোয়ার বানালেন ডেওয়াল্ড ব্রেভিস। কচু কাটা করলেন অস্ট্রেলিয়ার বোলারদের। ৪১ বলে সেঞ্চুরি ছুঁয়ে খেললেন রেকর্ড ১২৫ রানের ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টি দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ এই ইনিংসই অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ব্যবধান গড়ে দিয়েছে। ৫৩ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
১৩ ঘণ্টা আগেএকেকটা পাসের পর হতাশা ঝাড়ছিলেন সুলেমান দিয়াবাতে। প্রতিপক্ষে দীর্ঘদেহী ফুটবলারদের সামনে কোনোভাবেই পেরে উঠছিলেন না বাকিরা। যা লড়াই করার তা দেখা গেছে শুধু দিয়াবাতের মধ্যে। দিন শেষে বিফলেই যায় তা। আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে নাম লিখিয়েছে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউন
১৪ ঘণ্টা আগে