Ajker Patrika

প্লাতিনিকে ছাড়িয়ে রোনালদোই এখন সবার ওপরে

আপডেট : ১৬ জুন ২০২১, ১৩: ২২
প্লাতিনিকে ছাড়িয়ে রোনালদোই এখন সবার ওপরে

ঢাকা : বয়স ৩৬ পেরিয়ে গেছে। দলেও একঝাঁক তরুণ মুখ। ম্যাচের দিন সকাল থেকে অনেক সংবাদমাধ্যম ক্রিস্টিয়ানো রোনালদো ও ব্রুনো ফার্নান্দেজের মাঝে সেরা বাছতেও নেমে গেল। এভাবে রোনালদোর ফুরিয়ে যাওয়ার গল্পটাই যেন শোনানো হচ্ছিল বারবার। সেই জবাব দেওয়ার জন্য অবশ্য খুব বেশি সময় নিলেন না জুভেন্টাস তারকা। হাঙ্গেরির বিপক্ষে ৫ মিনিটে ২ গোল করে ইউরোর সর্বোচ্চ গোলের তালিকায় টপকে গেলেন মিশেল প্লাতিনিকে। বুঝিয়ে দিলেন, কেন তিনি সেরা।

ইউরোতে ৯ গোল করে এত দিন সবার ওপরে ছিলেন ফরাসি কিংবদন্তি প্লাতিনি। তাঁকে ছাড়িয়ে রোনালদোর গোল এখন ১১। বাকি ম্যাচগুলো দিয়ে এখন নিজেকেও ছাড়ানোর অপেক্ষায় 'সিআর সেভেন'।

হাঙ্গেরির বিপক্ষে প্রথম ৮৭ মিনিট পর্যন্ত নিজের ছায়াতেই ছিলেন রোনালদো। এরপর পেনাল্টি গোলে পেরিয়ে গেলেন প্লাতিনিকে। অতিরিক্ত সময়ের দুই মিনিটে আরও এক গোলে নিজেকে আরেকটু ওপরে তুলে নিলেন তিনি। এই ম্যাচ দিয়ে পাঁচ ইউরো খেলা একমাত্র খেলোয়াড়ও এখন রোনালদো।

এর আগেও অবশ্য আলোচনায় ছিলেন রোনালদো। সেটা কোকাকোলা বাদ দিয়ে পানি খেতে বলায়। সেই এক কথাতেই অবশ্য কোকাকোলার দাম কমালেন চার বিলিয়ন পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৪ হাজার কোটি টাকা)। কেবল মাঠে নয়, মাঠের বাইরেও নিজের শক্তি বোঝালেন রোনালদো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত