আর্সেনালের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের শেষ আটের প্রথম লেগ খেলতে হ্যারি কেইন তখন উত্তর লন্ডনে। এ সময় ঘটে যায় সেই ভয়ংকর ঘটনা। সড়ক দুর্ঘটনায় পড়েন তাঁর তিন সন্তান। অবশ্য মারাত্মক কোনো কিছু ঘটেনি। সুস্থ আছেন হ্যারির সন্তানেরা। তবে সতর্কতার জন্য তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।
স্থানীয় সময় গত সোমবার রাতে বায়ার্ন মিউনিখের হয়ে আর্সেনালের মুখোমুখি হতে ইংল্যান্ডে ফেরেন কেইন। সেদিন বিকেল ৫টা ১৫ মিনিটে মিউনিখের কাছাকাছি বাভারিয়ায় একটি সড়ক দুর্ঘটনা ঘটে। হাইওয়ের স্লিপ লেন দিয়ে যাওয়ার চেষ্টার সময় একটি কালো মার্সিডিজ ভিতো ফন এবং রেনাল্টের মধ্যে সংঘর্ষ হয়। জার্মান পত্রিকা বিল্ড জানিয়েছে এমনটাই।
মার্সিডিজে ছিল ইংল্যান্ড অধিনায়ক কেইনের তিন পুত্র ৩ বছর বয়সী লুইস, ৫ বছর বয়সী ভিভিন্নে ও ৭ বছর বয়সী আইভি। আর রেনাল্টে ছিল ২০ বছর বয়সী এক চালক। তবে সৌভাগ্যবশত, সেই দুর্ঘটনায় মারাত্মক কিছু হয়নি। সবাই সুস্থ আছে।
ঘটনাস্থল থেকে কেইনের সন্তানদের দ্রুত পাশের হাসপাতালে নেওয়া হয় অ্যাম্বুলেন্সে করে এবং তাদের কোনো মারাত্মক কিছু ঘটেনি। হয়তো সেই মার্সিডিজে কেইনের স্ত্রী কেট এবং গত আগস্টে জন্ম নেওয়া তাঁদের চতুর্থ সন্তানও ছিল।
এ দুর্ঘটনা নিয়ে মেইল স্পোর্টকে কেইনের মুখপাত্র বলেছেন, ‘একটি দুর্ঘটনা হয়েছে, তবে সন্তানেরা সবাই সুস্থ আছে, কেউ আহত হয়নি। কোনো চোট লাগেনি। রুটিন চেক-আপের জন্য তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।’
এ দুর্ঘটনায় পড়েন ল্যান্ড রোভার চালিয়ে আসা ৬২ বছর বয়সী একজন ভদ্রমহিলাও। দুর্ঘটনায় পড়া ৮ জনকে হাসপাতালে নেওয়া হয়। তবে কারও খুব বেশি চোট লাগেনি।
পরিস্থিতিটা কেইনের জন্য ভীতিজনক হলেও সেই দুর্ঘটনার একদিন পর এমিরেটসে অসাধারণ পারফরম্যান্স করেন কেইন। প্রথম লেগে অবশ্য গানারদের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে বায়ার্ন। পেনাল্টি থেকে একটি গোল করেন কেইন।
আর্সেনালের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের শেষ আটের প্রথম লেগ খেলতে হ্যারি কেইন তখন উত্তর লন্ডনে। এ সময় ঘটে যায় সেই ভয়ংকর ঘটনা। সড়ক দুর্ঘটনায় পড়েন তাঁর তিন সন্তান। অবশ্য মারাত্মক কোনো কিছু ঘটেনি। সুস্থ আছেন হ্যারির সন্তানেরা। তবে সতর্কতার জন্য তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।
স্থানীয় সময় গত সোমবার রাতে বায়ার্ন মিউনিখের হয়ে আর্সেনালের মুখোমুখি হতে ইংল্যান্ডে ফেরেন কেইন। সেদিন বিকেল ৫টা ১৫ মিনিটে মিউনিখের কাছাকাছি বাভারিয়ায় একটি সড়ক দুর্ঘটনা ঘটে। হাইওয়ের স্লিপ লেন দিয়ে যাওয়ার চেষ্টার সময় একটি কালো মার্সিডিজ ভিতো ফন এবং রেনাল্টের মধ্যে সংঘর্ষ হয়। জার্মান পত্রিকা বিল্ড জানিয়েছে এমনটাই।
মার্সিডিজে ছিল ইংল্যান্ড অধিনায়ক কেইনের তিন পুত্র ৩ বছর বয়সী লুইস, ৫ বছর বয়সী ভিভিন্নে ও ৭ বছর বয়সী আইভি। আর রেনাল্টে ছিল ২০ বছর বয়সী এক চালক। তবে সৌভাগ্যবশত, সেই দুর্ঘটনায় মারাত্মক কিছু হয়নি। সবাই সুস্থ আছে।
ঘটনাস্থল থেকে কেইনের সন্তানদের দ্রুত পাশের হাসপাতালে নেওয়া হয় অ্যাম্বুলেন্সে করে এবং তাদের কোনো মারাত্মক কিছু ঘটেনি। হয়তো সেই মার্সিডিজে কেইনের স্ত্রী কেট এবং গত আগস্টে জন্ম নেওয়া তাঁদের চতুর্থ সন্তানও ছিল।
এ দুর্ঘটনা নিয়ে মেইল স্পোর্টকে কেইনের মুখপাত্র বলেছেন, ‘একটি দুর্ঘটনা হয়েছে, তবে সন্তানেরা সবাই সুস্থ আছে, কেউ আহত হয়নি। কোনো চোট লাগেনি। রুটিন চেক-আপের জন্য তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।’
এ দুর্ঘটনায় পড়েন ল্যান্ড রোভার চালিয়ে আসা ৬২ বছর বয়সী একজন ভদ্রমহিলাও। দুর্ঘটনায় পড়া ৮ জনকে হাসপাতালে নেওয়া হয়। তবে কারও খুব বেশি চোট লাগেনি।
পরিস্থিতিটা কেইনের জন্য ভীতিজনক হলেও সেই দুর্ঘটনার একদিন পর এমিরেটসে অসাধারণ পারফরম্যান্স করেন কেইন। প্রথম লেগে অবশ্য গানারদের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে বায়ার্ন। পেনাল্টি থেকে একটি গোল করেন কেইন।
আন্টনিও রুডিগারের নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা গত কদিন ধরেই। ২৬ এপ্রিল বার্সেলোনার বিপক্ষে কোপা দেল রের ফাইনালে তেড়ে গিয়েছিলেন রুডিগার। রিয়াল মাদ্রিদের এই ডিফেন্ডার এবার পেলেন কড়া শাস্তি।
৩ মিনিট আগেআর্সেনালের চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ওঠার ঘটনা মাত্র দুই সপ্তাহ পুরোনো। রিয়াল মাদ্রিদের বিপক্ষে দুই লেগ মিলিয়ে ৫-১ গোলে জিতে গানার্সরা ওঠে শেষ চারে। তবে ১৬ বছর পর সেমিতে উঠে শুরুতেই ধাক্কা খেল আর্সেনাল।
৪০ মিনিট আগেকাশ্মীরের পেহেলগামে নৃশংস হামলায় ২৬ পর্যটক নিহত হয়েছেন। ভারত দাবি করেছে, এর পেছনে পাকিস্তানের সম্পৃক্ততা রয়েছে। এ ইস্যুতে দুই দলের মধ্যে বিরাজ করছে উত্তেজনা। ভারত সরকার তাদের দেশে পাকিস্তানের বিভিন্ন নিউজ সাইট, ইউটিউব চ্যানেল ব্লক কেরে দিয়েছে। ক্রিকেটাররাও জড়িয়ে গেছেন বাগ্যুদ্ধে। শোয়েব আখতারের ইউটি
১৩ ঘণ্টা আগেসাত বছর চলছে সাদমান ইসলামের আন্তর্জাতিক ক্যারিয়ারের। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন দেখা পেয়েছেন নিজের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি, সঙ্গে পূর্ণ করলেন ১০০০ রান। বাংলাদেশের ১৮ তম ক্রিকেটার হিসেবে ১ হাজার রান সাদমানের।
১৪ ঘণ্টা আগে