Ajker Patrika

ম্যানচেস্টার ইউনাইটেডের যে দিন গেছে, একেবারেই কি গেছে

ক্রীড়া ডেস্ক    
ব্রুনো ফার্নান্দেসের মুখের হতাশায় যেন এ মৌসুমে ইউনাইটেডের প্রতিচ্ছবি। ছবি: এএফপি
ব্রুনো ফার্নান্দেসের মুখের হতাশায় যেন এ মৌসুমে ইউনাইটেডের প্রতিচ্ছবি। ছবি: এএফপি

বাংলায় এক প্রবাদ আছে, ‘যায় দিন ভালো, আসে দিন খারাপ’। ম্যানচেস্টার ইউনাইটেডের ভালো দিনগুলো যেন চলে গেছে। এখন এমন খারাপ কাটছে, শিরোপা জেতা দূরে থাক ম্যাচ জেতায় কঠিন হয়ে পড়েছে। একেকটি মৌসুম যায়, ইউনাইটেডের দুর্গতি আরও বাড়তে থাকে।

এ মৌসুমে তো আরও বাজে অবস্থা। ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় ৯ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে আছে ১৪তম স্থানে। জয় মাত্র ৩টি, যা রেড ডেভিলদের নামের সঙ্গে পুরোপুরি বেমানান। দলে ব্রুনো ফার্নান্দেস, কাসেমিরো, আলেহান্দ্রো গারনাচোর মতন তারকা। কিন্তু পারফরম্যান্স? সে আর নাই বা বলি।

রীতিমতো নিজেরা হাসির খোরাক হয়েই ছেড়েছেন হ্যারি ম্যাগুয়ার-অ্যান্থনি-আন্দ্রে ওনানা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁদের চেয়ে বেশি আর কোন ফুটবলার এত বেশি ট্রোলের শিকার হয়েছেন? প্রতিপক্ষ সমর্থকেরা তো আছেনই, মাঠে ম্যাগুয়ার-অ্যান্থনিদের নিয়ে হাস্যরস করতে ছাড়েন না স্বয়ং ইউনাইটেড সমর্থকেরাই। নামেই যেন রেড ডেভিল! মাঠে যেন ‘বিড়াল’ হয়ে পড়েছেন ইউনাইটেড খেলোয়াড়েরা।

ইউনাইটেডের নতুন কোচ আমোরিম। ছবি: এএফপি
ইউনাইটেডের নতুন কোচ আমোরিম। ছবি: এএফপি

ট্রোলের শিকার হয়েছেন সদ্য বিদায়ী কোচ এরিক টেন হাগও। ডাচ কোচ অনেক আশা নিয়ে আয়াক্স ছেড়ে এলেও পাল্টাতে পারেননি ইউনাইটেডের ভাগ্য। উল্টো বদলে গেছেন নিজেই। দুই বছর ওল্ড ট্রাফোর্ডে কাটালেও জিততে পারেননি প্রিমিয়ার লিগ। গত বছর নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়ে ইএফএল (লিগ) কাপ এবং গত মে মাসে নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটিকে হারিয়ে এফএ কাপ—এ দুটি শিরোপা ছাড়া ইউনাইটেডকে এনে দিতে পারেননি কিছুই।

টাকার বস্তা নিয়ে খেলোয়াড় অবশ্য ঠিকই কিনেছেন টেন হাগ। রাসমুস হয়লুন্দ-মাথ্যিয়াস ডি লিখটকে এনে স্বপ্নও দেখেছিলেন। কিন্তু সবই যেন বিফলে গেছে। বিফলে গেছে টেন হাগের চাকরি বাঁচানোর যত শত চেষ্টাও। খড়্গটাও ডাচ কোচের ঘাড়ে ঠিকই পড়েছে। দিন চারেক আগে হয়েছেন বরখাস্ত। গতকাল টেন হাগের উত্তরসূরি হিসেবে রুবেন আমোরিমকে নিয়োগ দিয়েছে ইউনাইটেড। আগামী ১১ নভেম্বর লিসবনের স্পোর্টিং ছেড়ে ম্যানচেস্টারে আসবেন তিনি। তাঁর না আসা পর্যন্ত অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে রেড ডেভিলদের সামলাবেন টেন হাগের সাবেক সহকারী রুড ফন নিস্টলরয়।

পর্তুগাল জাতীয় দলে আমোরিম ছিলেন ইউনাইটেড কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদোর সতীর্থ। ৩৯ বছর বয়সী সাবেক মিডফিল্ডার ওল্ড ট্রাফোর্ডে এসে ফেরাতে পারবেন তো রেড ডেভিলদের ভাগ্য? ২০১৩ সালে ইউনাইটেডের কোচের পদ থেকে অবসর নেন স্যার অ্যালেক্স ফার্গুসন। এই কিংবদন্তি কোচের ২৬ বছরের অধ্যায়ে ইউরোপজুড়ে রাজত্ব করেছে ইউনাইটেড। একচ্ছত্র শাসন করেছে ইংলিশ ফুটবলে। কিন্তু স্যার ফার্গুসন অধ্যায়ের পর আর লিগের স্বাদই পায়নি তারা। এখন তো চলছে তাদেরই নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির আধিপত্য।

স্যার ফার্গুসনের বিদায়ের পর এ নিয়ে ষষ্ঠ প্রধান কোচ নিয়োগ দিল ইউনাইটেড। আমোরিমের আগে গত ১১ বছরে এই দায়িত্ব পালন করেছেন ডেভিড ময়েস, লুই ফন গাল, হোসে মরিনহো, ওলে গানার সুলশার ও টেন হাগ। আর অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পেয়েছেন রায়ান গিগস, মাইকেল ক্যারিক, রাল্ফ র‍্যাংনিক ও নিস্টলরয়। তবে এত হেভিওয়েট কোচ এলেও সৌভাগ্য ফেরাতে পারেননি ইউনাইটেডে।

আমোরিম কি পারবেন? ইউনাইটেড সমর্থকেরা কি ওল্ড ট্রাফোর্ডে লাল ঢেউ তুলে গাইতে পারবেন, ‘পুরোনো সেই দিনের কথা’? চ্যালেঞ্জটা কঠিনই আমোরিমের জন্য। নিয়োগ পাওয়ার পর পর্তুগিজ কোচও জানিয়ে দিয়েছেন, এখন না হলে আর কখনো সেটি সম্ভব নয়। ইউর্গেন ক্লপ অ্যানফিল্ড ছাড়ার পর তাঁর লিভারপুলে আসার কথা ছিল। কিন্তু সেই গুঞ্জন সত্যি না হলেও ইউরোপের ফুটবলের মূল্যায়িত এই তরুণ কোচ টেন হাগের উত্তরসূরি হিসেবে আসছেন প্রিমিয়ার লিগে। অবশ্য ইউনাইটের চাকরিটা তিনি এ মৌসুম শেষ নিতে চেয়েছিলেন। কিন্তু মধ্য-মৌসুমেই নিতে হলো ইউনাইটেডের বাজে অবস্থার কারণে।

২০২৭ সালের জুন পর্যন্ত ওল্ড ট্রাফোর্ডে থাকবেন আমোরিম। এই সময় পর্যন্ত চাকরি করতে পারবেন তো তিনি, সেটিই এখন দেখার। এক দশক আগের বিশ্বের সেরা ও অন্যতম জনপ্রিয় ক্লাবটিকে পুরোনো দিনে ফেরানো যে কত কঠিন হবে সেটি নিজেও জানেন আমোরিম। আর জানেন বলেই ভাগ্য ফেরানোর চ্যালেঞ্জ নিয়ে বললেন, ‘এখন না হলে কখনো নয়।’

ইউনাইটেডে সুদিন ফিরুক। মহীনের ঘোড়াগুলি ব্যান্ডের ‘সুদিন কাছে এসো, ভালো বাসি এক সাথে সবকিছুই’-এর গান গেয়ে মাথা দোলাক রেড ডেভিল সমর্থকেরা। এত বড় এক ফুটবল ক্লাবের এভাবে তলানির দিকে যেতে দেখে সমর্থকদের কষ্ট হওয়ারই কথা। আমোরিম আসছেন। ম্যানচেস্টারে পর্তুগিজদের সাফল্য বেশ পুরোনো। সেই ধারাবাহিকতা ধরে রাখতে চাইবেন তিনিও। সেটি না পারলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘হঠাৎ দেখা’ কবিতার পঙকতিই আওড়াতে হবে ইউনাইটেড সমর্থকদের, ‘’আমাদের গেছে যে দিন/একেবারেই কি গেছে/কিছুই কি নেই বাকি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীতে গুলিতে নিহত মামুন শীর্ষ সন্ত্রাসী ইমনের প্রধান সহযোগী

আসিফ ক্ষমা না চাইলে অ্যাকশনে যাওয়ার হুমকি ফুটবলারদের

দিনদুপুরে রাজধানীতে হাসপাতালের সামনে এক ব্যক্তিকে গুলি করে হত্যা

উপদেষ্টা ফরিদা আখতারের ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে ককটেল বিস্ফোরণ

আজকের রাশিফল: প্রপোজের জন্য বিপজ্জনক দিন, গ্রহরা একগুঁয়েমিটা ছাড়তে বলছে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

অধিনায়কত্ব না থাকায় বেশ ‘রিল্যাক্স’ ছিলেন শান্ত

ক্রীড়া ডেস্ক    
অধিনায়কত্ব ছেড়ে আবার বাংলাদেশের টেস্ট অধিনায়ক হয়েছেন শান্ত। ছবি: ফাইল ছবি
অধিনায়কত্ব ছেড়ে আবার বাংলাদেশের টেস্ট অধিনায়ক হয়েছেন শান্ত। ছবি: ফাইল ছবি

কলম্বোতে ২৮ জুন বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট শেষের পরই নাজমুল হোসেন শান্ত সবাইকে চমকে দিয়েছিলেন। তখন তিনি জানিয়েছিলেন, টেস্টে আর তিনি অধিনায়কত্ব করতে চান না। হঠাৎ অধিনায়কত্ব ছেড়ে দেওয়া শান্তকেই আবার দেওয়া হলো নেতৃত্বের গুরুদায়িত্ব। মাঝের এই সাড়ে চার মাস বেশ ‘রিল্যাক্সে’ ছিলেন বলে জানিয়েছেন বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার।

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের পর বাংলাদেশ আর কোনো টেস্টই খেলেনি। শান্তর পরিবর্তে টেস্ট অধিনায়ক কে হতে পারেন, সেই ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিকল্পও ভেবে রেখেছিল। শেষ পর্যন্ত শান্তর কাঁধে টেস্টের নেতৃত্বভার তুলে দেওয়ার কথা গত ১ নভেম্বর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতিতে ঘোষণা করেছে। তাঁর নেতৃত্বে বাংলাদেশ আগামীকাল সিলেটে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে আয়ারল্যান্ডের বিপক্ষে। প্রথম টেস্টের আগে আজ সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে এসে শান্ত বলেন, ‘মাঝে কত দিন অধিনায়ক ছিলাম না। সে সময় রিল্যাক্স ছিলাম। সময়টা উপভোগ করেছি। ভালো সময় কেটেছে।’

শান্তর কাছে নিজের চেয়ে দল বড়। এই ধারণা থেকেই টেস্টে ফের অধিনায়ক হয়েছেন বলে আজ আয়ারল্যান্ড টেস্টের আগের দিন সংবাদ সম্মেলনে জানিয়েছেন তিনি। বিসিবির এমন সিদ্ধান্তকে (টেস্টে অধিনায়কত্ব ফেরানো) সম্মান জানিয়ে বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘বোর্ড যেভাবে আমার সঙ্গে যোগাযোগ করেছে, সবার সঙ্গে সুন্দর আলোচনা হয়েছে। আমি শান্ত ব্যক্তির চেয়ে বাংলাদেশ দল অনেক বড়—একটা সময় এই চিন্তাও হয়েছে। আমার চিন্তার চেয়ে বড় চিন্তা, বাংলাদেশ দলের কী প্রয়োজন। বোর্ডের এত কর্মকর্তা বা সাবেক ক্রিকেটাররা এখন বোর্ডে আছেন। তারা দল ও আমার ভালোর জন্য পরামর্শ দিচ্ছেন। সেই আলাপচারিতাকে শ্রদ্ধা জানিয়েছি। শান্তর চেয়ে দল আগে রাখা উচিত। আমি তাই এমন সিদ্ধান্ত নিয়েছি।’

শান্ত টেস্টে ফেরায় বাংলাদেশ এখন তিন সংস্করণে তিন অধিনায়কের অধীনে খেলছে। সাদা বলের অপর দুই সংস্করণ ওয়ানডে ও টি-টোয়েন্টিতে দলকে নেতৃত্ব দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস। যদিও এক সময় তিন সংস্করণে তিন অধিনায়কের পক্ষে ছিলেন না শান্ত। এই ব্যাখ্যায় বাংলাদেশের বাঁহাতি ব্যাটার বলেন, ‘এটা মনে হওয়ার (তিন সংস্করণে তিন অধিনায়ক না রাখা) যথেষ্ট কারণও ছিল। কিন্তু কী কী সমস্যা হতে পারে, সমস্যা যেন না হয় কিংবা এর সমাধান কী হতে পারে, তা নিয়ে আলাপ-আলোচনা হয়েছে। এসব ব্যাপারে আমি খুবই স্পষ্টবাদী। আশা করি কোনো সমস্যা হবে না। বাকি দুই অধিনায়কের সঙ্গে বোঝাপড়া খুবই ভালো।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীতে গুলিতে নিহত মামুন শীর্ষ সন্ত্রাসী ইমনের প্রধান সহযোগী

আসিফ ক্ষমা না চাইলে অ্যাকশনে যাওয়ার হুমকি ফুটবলারদের

দিনদুপুরে রাজধানীতে হাসপাতালের সামনে এক ব্যক্তিকে গুলি করে হত্যা

উপদেষ্টা ফরিদা আখতারের ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে ককটেল বিস্ফোরণ

আজকের রাশিফল: প্রপোজের জন্য বিপজ্জনক দিন, গ্রহরা একগুঁয়েমিটা ছাড়তে বলছে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

বাংলাদেশকে হুমকি দিয়ে রাখলেন আইরিশ অধিনায়ক

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
স্বাগতিকদের হারাতে চান বলবার্নি। ছবি: সংগৃহীত
স্বাগতিকদের হারাতে চান বলবার্নি। ছবি: সংগৃহীত

সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছিলেন, আয়ারল্যান্ডকে খাটো করে দেখছেন না তিনি। প্রতিপক্ষের ক্রিকেটারদের সক্ষমতা নিয়েও কথা বলেন স্বাগতিক দলপতি। বাংলাদেশকে পাল্টা সম্মান দিতে ভুলেননি আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ডি বলবার্নি। একই সঙ্গে শান্তদের হুমকিও দিয়ে রাখলেন তিনি।

এর আগে বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট খেলেছে আয়ারল্যান্ড। ২০২৩ সালের এপ্রিলে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সে ম্যাচে ৭ উইকেটে হেরেছে সফরকারী দল। এই সংস্করণে দ্বিতীয় দেখায় বাংলাদেশের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে ইউরোপের দলটি। একমাত্র টেস্টে হারের ব্যথা ভুলে জয়ের আগাম বার্তা দিলেন বালবার্নি। বাংলাদেশ হারিয়ে ইতিহাস গড়তে চান তিনি।

সিলেট অনুষ্ঠিতব্য প্রথম টেস্টের আগের দিন বালবার্নি বলেন, ‘বাংলাদেশ দলের টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলার অভিজ্ঞতা আছে। বড় দলের বিপক্ষে তারা টেস্ট খেলেছে। আমরা খেলি আফগানিস্তান, জিম্বাবুয়ের বিপক্ষে। তাই এসব মানসম্পন্ন দলের বিপক্ষে খেলা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। বড় দলের বিপক্ষে আমরা এখনো টেস্ট জিতিনি। এবার জিতে ইতিহাস গড়তে চাই। আগে যে ফলাফল পাওয়া হয়নি এবার তা পেতে চাই। সচরাচর আমরা আমরা এক টেস্টের বেশি খেলার সুযোগ পাই না। এবার দুটি খেলব।’

আয়ারল্যান্ডের বর্তমান দলের বেশকিছু ক্রিকেটার এর আগেও বাংলাদেশে খেলে গেছেন। সে অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভালো ক্রিকেট উপহার দিতে প্রস্তুত অতিথিরা। বলবার্নি বলেন, ‘আমরা আগেও এখানে খেলেছি, এই মাঠেও খেলেছি। বাংলাদেশের বিপক্ষে সাদা বলে অনেক ম্যাচ খেলা হয়েছে। আমাদেরকে আমাদের গেমপ্ল্যান অনুযায়ী খেলতে হবে। কদিন আগে জিম্বাবুয়ের বিপক্ষে খেলে এসেছি। আত্মবিশ্বাস আছে আমাদের। ব্যাটিং হতে হবে সুশৃঙ্খল। সর্বশেষ এখানে খেলেছি ২০২৩ সালে।’

উইকেট নিয়ে না ভেবে নিজেদের কাজটা করে যেতে চান বলবার্নি, ‘উইকেট কেমন হবে সেটা নিয়ে ভাবতে চাই না। ধারনা করছি কিছুটা ঘাস থাকবে। বাইরের দেশে খেলতে গেলে উইকেট বা কন্ডিশন নিয়ন্ত্রণে থাকবে না এটাই স্বাভাবিক। তাই দ্রুত মানিয়ে নিতে হয়। ব্যাট বা বল যাই করি আগে, আমাদের মানিয়ে নেওয়াই লক্ষ্য।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীতে গুলিতে নিহত মামুন শীর্ষ সন্ত্রাসী ইমনের প্রধান সহযোগী

আসিফ ক্ষমা না চাইলে অ্যাকশনে যাওয়ার হুমকি ফুটবলারদের

দিনদুপুরে রাজধানীতে হাসপাতালের সামনে এক ব্যক্তিকে গুলি করে হত্যা

উপদেষ্টা ফরিদা আখতারের ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে ককটেল বিস্ফোরণ

আজকের রাশিফল: প্রপোজের জন্য বিপজ্জনক দিন, গ্রহরা একগুঁয়েমিটা ছাড়তে বলছে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

তিন মিনিটেই শেষ বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিট

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিট শেষ ৩ মিনিটে। ছবি: বাফুফে
বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিট শেষ ৩ মিনিটে। ছবি: বাফুফে

আজ দুপুরটা ২টায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিট বিক্রি। মিনিট পাঁচেকের মধ্যে কুইকেট ডট মি ওয়েবসাইটে ঢুকে দেখা গেল সাধারণ গ্যালারির কোনো টিকিটই আর অবশিষ্ট নেই। বাফুফের কমপিটিশন কমিটির ম্যানেজার গোলাম গাউসের দাবি, ৩ মিনিটের মধ্যে ১৮ হাজার টিকিট বিক্রি হয়েছে।

বাংলাদেশ-হংকং ম্যাচের টিকিট গত অক্টোবরে বিক্রি হয়েছিল ২৪ মিনিটে। ভারত ম্যাচের টিকিট শেষ হয়ে গেল মাত্র ৩ মিনিটেই। অথচ ম্যাচটি নিয়মরক্ষার বলে ধরা হচ্ছে। তবু বাংলাদেশ-ভারত দ্বৈরথের ঝাঁজের কথা মাথায় রেখে সাধারণ গ্যালারির টিকিটের দাম ১০০ টাকা বাড়িয়ে ৫০০ টাকা করেছে বাফুফে।

টিকিট বিক্রির ক্ষেত্রে কেউ কেউ সিন্ডিকেটের দাবি করলেও তা উড়িয়ে দেন গাউস। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘(সিন্ডিকেট) সম্ভব না। এটা কোনোভাবেই সম্ভব না। ৩ মিনিটের মধ্যেই ক্লাব হাউসসহ সাধারণ গ্যালারির সব টিকিট বুক করা হয়েছে। শুধুমাত্র রেড বক্সের কিছু টিকিট বাকি আছে।’

এশিয়ান কাপ বাছাইয়ে ঘরের মাঠে ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে ম্যাচ সামনে রেখে ৩০ অক্টোবর শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। ভারতের মুখোমুখি হওয়ার আগে ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। অথচ সেই ম্যাচের টিকিট এখনো পাওয়া যাচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীতে গুলিতে নিহত মামুন শীর্ষ সন্ত্রাসী ইমনের প্রধান সহযোগী

আসিফ ক্ষমা না চাইলে অ্যাকশনে যাওয়ার হুমকি ফুটবলারদের

দিনদুপুরে রাজধানীতে হাসপাতালের সামনে এক ব্যক্তিকে গুলি করে হত্যা

উপদেষ্টা ফরিদা আখতারের ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে ককটেল বিস্ফোরণ

আজকের রাশিফল: প্রপোজের জন্য বিপজ্জনক দিন, গ্রহরা একগুঁয়েমিটা ছাড়তে বলছে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

ফ্লাইট মিসে ঢাকায় পৌঁছাতে দেরি হামজার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আজ দুপুরে ঢাকায় পৌঁছানোর কতা ছিল হামজার। ছবি: বাফুফে
আজ দুপুরে ঢাকায় পৌঁছানোর কতা ছিল হামজার। ছবি: বাফুফে

ইংল্যান্ড থেকে আজ দুপুরে ঢাকায় পৌঁছাবেন হামজা চৌধুরী, এমন কথাই গতকাল বলেন জাতীয় দলের ম্যানেজার আমের খান। কিন্তু দুপুরে নয়, ফ্লাইট মিস করে বিকালে আসছেন হামজা।

অতিরিক্ত জ্যামের হামজা কারণে বাফুফে থেকে দেওয়া নির্ধারিত ফ্লাইট ধরতে পারেননি। তাই নিজ খরচে ঢাকায় আসতে হচ্ছে তাঁকে। বিকাল ৪টা থেকে ৫টার মধ্যে হজরত শাহজালাল বিমানবন্দরে পা রাখবেন তিনি।

আজ অবশ্য অনুশীলন নেই জাতীয় দলের হামজা তাই এসেই চলে যাবেন হোটেলে। কাল রাত ১২টার দিকে আসার কথা রয়েছে কানাডা প্রবাসী মিডফিল্ডার শমিত শোম। আজ ভোরে কানাডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালে আতলেতিকো ওতাওয়ার কাছে ২-১ গোলে হেরেছে তাঁর দল কাভালরি এফসি।

এশিয়ান কাপ বাছাইয়ে ঘরের মাঠে ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে ম্যাচ সামনে রেখে ৩০ অক্টোবর শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। ভারতের মুখোমুখি হওয়ার আগে ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই ম্যাচে খেলবেন হামজা। তবে শমিতের খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীতে গুলিতে নিহত মামুন শীর্ষ সন্ত্রাসী ইমনের প্রধান সহযোগী

আসিফ ক্ষমা না চাইলে অ্যাকশনে যাওয়ার হুমকি ফুটবলারদের

দিনদুপুরে রাজধানীতে হাসপাতালের সামনে এক ব্যক্তিকে গুলি করে হত্যা

উপদেষ্টা ফরিদা আখতারের ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে ককটেল বিস্ফোরণ

আজকের রাশিফল: প্রপোজের জন্য বিপজ্জনক দিন, গ্রহরা একগুঁয়েমিটা ছাড়তে বলছে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত