ক্রীড়া ডেস্ক
চ্যাম্পিয়নস লিগ জিতে ক্লাব বিশ্বকাপে এসে কী দাপটই না দেখাচ্ছিল পিএসজি। বিশ্বসেরার তকমা পাওয়াটা তখন সময়ের ব্যাপার বলে মনে হচ্ছিল। সেই উড়ন্ত পিএসজিকে মাটিতে নামাল ইউরোপের তৃতীয় সারির টুর্নামেন্ট কনফারেন্স লিগ জেতা চেলসি। মেটলাইফ স্টেডিয়ামে ৩-০ গোলের দাপুটে জয়ে বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট পেল ব্লুজরা। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে শেষ হলো বিশ্বকাপের ‘পোশাকি মহড়া’।
ক্লাব বিশ্বকাপ এর আগে কখনো এত বড় কলেবরে হয়নি। ৩২ দল নিয়ে এই আয়োজনকে মূলত আগামী বছর বিশ্বকাপের ‘টেস্ট-রান’ হিসেবে দেখা হচ্ছে। ঠিক একই সময়ে মেক্সিকো-কানাডাকে সঙ্গে নিয়ে বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র। ক্লাব বিশ্বকাপের ফাইনালে মাঠের চারপাশে বিজ্ঞাপন বোর্ডে বারবার প্রচার করা হচ্ছিল ২০২৬ বিশ্বকাপের আগাম বার্তা, ‘নেক্সট জুন-জুলাই...।’ মূল বিশ্বকাপের আগে ক্লাব বিশ্বকাপ দিয়ে যুক্তরাষ্ট্র ‘ট্রেলার’ দেখাল। তো ক্লাব বিশ্বকাপ দিয়ে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা কতটা সফল?
ইউরোপের তুলনায় যুক্তরাষ্ট্রে ফুটবল অতটা জনপ্রিয় ছিল না কখনো। এর প্রমাণ যেন মিলল সদ্য সমাপ্ত ক্লাব বিশ্বকাপেও। অনেক স্টেডিয়ামের গ্যালারি ছিল ফাঁকা। ফাইনালে অবশ্য উপস্থিত ছিলেন প্রায় ৮২ হাজার দর্শক। ফাইনালের আগে ম্যাচপ্রতি গড়ে ৩৮ হাজার ৩৬৯ দর্শকের দেখা মিলেছে; ফিফার ছেলেদের সর্বোচ্চ কোনো প্রতিযোগিতার ক্ষেত্রে যা কিছুটা বেমানান। ১৯৬২ সালের পর কোনো বিশ্বকাপেই গড়ে এত কম দর্শকের দেখা মেলেনি।
বিশ্বকাপ মানেই আলাদা উন্মাদনা। তবে দর্শকের আগ্রহের মাত্রা জুগিয়েছে ভাবনার খোরাক। ক্লাব বিশ্বকাপের ৬৩ ম্যাচের মধ্যে ৩৫টি হয়েছে স্থানীয় সময় বিকেল ৫টার আগে। ৩০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে তপ্ত গরমে খেলাটা ফুটবলারদের জন্য ছিল এক দুঃসহ অভিজ্ঞতা। চেলসি মিডফিল্ডার এনজো ফার্নান্দেসের কাছে, ‘এই তাপমাত্রায় খেলা খুবই বিপজ্জনক।’
বরাবরের মতো আগামী বিশ্বকাপেও ইউরোপের দল সংখ্যাই থাকবে বেশি। ৪৮ দলের মধ্যে এই মহাদেশ থেকে অংশ নিচ্ছে ১৬টি দল। সেখানকার বেশির ভাগ ফুটবলারের এমন তপ্ত তাপমাত্রায় খেলার অভিজ্ঞতা নেই। সমালোচনার ভিড়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বিষয়টি এড়িয়ে যাচ্ছেন না। তিনি বলেন, ‘প্রতিটি সমালোচনাই আমাদের শেখার সুযোগ করে দেয়। কীভাবে আরও ভালো করা যায়, সেই পথ বের করার উৎস হিসেবে কাজ করে। অবশ্যই গরম একটি বড় সমস্যা। এ ধরনের কন্ডিশনের জন্য কুলিং ব্রেক, মাঠে পানি দেওয়া এবং আরও ভালোভাবে কীভাবে কিছু করা যায়, তা দেখা দরকার।’
বিশ্বকাপের সময়ও দিনের আলোয় ম্যাচ হবে। সেই ম্যাচগুলোর ক্ষেত্রে ছাদঢাকা স্টেডিয়াম ব্যবহার করা হবে বলে জানিয়েছেন ফিফা সভাপতি। বিশ্বকাপের ভেন্যু লস অ্যাঞ্জেলেস, ডালাস, আটলান্টা, হিউস্টন ও কানাডার ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে রয়েছে ছাদ ঢাকার ব্যবস্থা। এর মধ্যে শুধু আটলান্টায় হয়েছে ক্লাব বিশ্বকাপের খেলা। প্রশ্ন উঠেছে স্টেডিয়ামের ঘাস নিয়েও। বিশ্বকাপের ভেন্যু ম্যানেজার ব্লেয়ার ক্রিস্টেনসেন বলেন, ‘২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে এখান থেকে পাওয়া শিক্ষাগুলো কাজে লাগাব। আমার সঙ্গে মাঠ নিয়ে যারা কাজ করেছে এই টুর্নামেন্টে, তারা ৩৫ দিন আগের তুলনায় অনেক বেশি দক্ষ ও অভিজ্ঞ হয়ে উঠেছে। সেই অভিজ্ঞতা আমরা আগামী বছরের জন্য সঙ্গে নিয়ে যাব।’
২০২৫ ক্লাব বিশ্বকাপ আয়োজনকে সফল মনে করছেন ফিফা সভাপতি। ফাইনালের দিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর হাস্যোজ্জ্বল ছবি সেই বার্তা। ট্রাম্প যেখানে থাকবেন, আর বিতর্ক সৃষ্টি হবে না, তা কী করে হয়! চেলসির হাতে শিরোপা তুলে দেওয়ার মঞ্চ না ছেড়ে উল্টো দাঁড়িয়ে থাকেন তিনি। জোড়া গোল করা ফাইনালের নায়ক কোল পালমারও তাতে দ্বিধায় পড়ে যান, ‘জানতাম তিনি থাকবেন। তবে এটা জানতাম না, শিরোপা উঁচিয়ে ধরার সময়ও মঞ্চে দাঁড়িয়ে থাকবেন। হ্যাঁ, কিছুটা বিভ্রান্ত ছিলাম আমি।’
চ্যাম্পিয়নস লিগ জিতে ক্লাব বিশ্বকাপে এসে কী দাপটই না দেখাচ্ছিল পিএসজি। বিশ্বসেরার তকমা পাওয়াটা তখন সময়ের ব্যাপার বলে মনে হচ্ছিল। সেই উড়ন্ত পিএসজিকে মাটিতে নামাল ইউরোপের তৃতীয় সারির টুর্নামেন্ট কনফারেন্স লিগ জেতা চেলসি। মেটলাইফ স্টেডিয়ামে ৩-০ গোলের দাপুটে জয়ে বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট পেল ব্লুজরা। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে শেষ হলো বিশ্বকাপের ‘পোশাকি মহড়া’।
ক্লাব বিশ্বকাপ এর আগে কখনো এত বড় কলেবরে হয়নি। ৩২ দল নিয়ে এই আয়োজনকে মূলত আগামী বছর বিশ্বকাপের ‘টেস্ট-রান’ হিসেবে দেখা হচ্ছে। ঠিক একই সময়ে মেক্সিকো-কানাডাকে সঙ্গে নিয়ে বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র। ক্লাব বিশ্বকাপের ফাইনালে মাঠের চারপাশে বিজ্ঞাপন বোর্ডে বারবার প্রচার করা হচ্ছিল ২০২৬ বিশ্বকাপের আগাম বার্তা, ‘নেক্সট জুন-জুলাই...।’ মূল বিশ্বকাপের আগে ক্লাব বিশ্বকাপ দিয়ে যুক্তরাষ্ট্র ‘ট্রেলার’ দেখাল। তো ক্লাব বিশ্বকাপ দিয়ে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা কতটা সফল?
ইউরোপের তুলনায় যুক্তরাষ্ট্রে ফুটবল অতটা জনপ্রিয় ছিল না কখনো। এর প্রমাণ যেন মিলল সদ্য সমাপ্ত ক্লাব বিশ্বকাপেও। অনেক স্টেডিয়ামের গ্যালারি ছিল ফাঁকা। ফাইনালে অবশ্য উপস্থিত ছিলেন প্রায় ৮২ হাজার দর্শক। ফাইনালের আগে ম্যাচপ্রতি গড়ে ৩৮ হাজার ৩৬৯ দর্শকের দেখা মিলেছে; ফিফার ছেলেদের সর্বোচ্চ কোনো প্রতিযোগিতার ক্ষেত্রে যা কিছুটা বেমানান। ১৯৬২ সালের পর কোনো বিশ্বকাপেই গড়ে এত কম দর্শকের দেখা মেলেনি।
বিশ্বকাপ মানেই আলাদা উন্মাদনা। তবে দর্শকের আগ্রহের মাত্রা জুগিয়েছে ভাবনার খোরাক। ক্লাব বিশ্বকাপের ৬৩ ম্যাচের মধ্যে ৩৫টি হয়েছে স্থানীয় সময় বিকেল ৫টার আগে। ৩০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে তপ্ত গরমে খেলাটা ফুটবলারদের জন্য ছিল এক দুঃসহ অভিজ্ঞতা। চেলসি মিডফিল্ডার এনজো ফার্নান্দেসের কাছে, ‘এই তাপমাত্রায় খেলা খুবই বিপজ্জনক।’
বরাবরের মতো আগামী বিশ্বকাপেও ইউরোপের দল সংখ্যাই থাকবে বেশি। ৪৮ দলের মধ্যে এই মহাদেশ থেকে অংশ নিচ্ছে ১৬টি দল। সেখানকার বেশির ভাগ ফুটবলারের এমন তপ্ত তাপমাত্রায় খেলার অভিজ্ঞতা নেই। সমালোচনার ভিড়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বিষয়টি এড়িয়ে যাচ্ছেন না। তিনি বলেন, ‘প্রতিটি সমালোচনাই আমাদের শেখার সুযোগ করে দেয়। কীভাবে আরও ভালো করা যায়, সেই পথ বের করার উৎস হিসেবে কাজ করে। অবশ্যই গরম একটি বড় সমস্যা। এ ধরনের কন্ডিশনের জন্য কুলিং ব্রেক, মাঠে পানি দেওয়া এবং আরও ভালোভাবে কীভাবে কিছু করা যায়, তা দেখা দরকার।’
বিশ্বকাপের সময়ও দিনের আলোয় ম্যাচ হবে। সেই ম্যাচগুলোর ক্ষেত্রে ছাদঢাকা স্টেডিয়াম ব্যবহার করা হবে বলে জানিয়েছেন ফিফা সভাপতি। বিশ্বকাপের ভেন্যু লস অ্যাঞ্জেলেস, ডালাস, আটলান্টা, হিউস্টন ও কানাডার ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে রয়েছে ছাদ ঢাকার ব্যবস্থা। এর মধ্যে শুধু আটলান্টায় হয়েছে ক্লাব বিশ্বকাপের খেলা। প্রশ্ন উঠেছে স্টেডিয়ামের ঘাস নিয়েও। বিশ্বকাপের ভেন্যু ম্যানেজার ব্লেয়ার ক্রিস্টেনসেন বলেন, ‘২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে এখান থেকে পাওয়া শিক্ষাগুলো কাজে লাগাব। আমার সঙ্গে মাঠ নিয়ে যারা কাজ করেছে এই টুর্নামেন্টে, তারা ৩৫ দিন আগের তুলনায় অনেক বেশি দক্ষ ও অভিজ্ঞ হয়ে উঠেছে। সেই অভিজ্ঞতা আমরা আগামী বছরের জন্য সঙ্গে নিয়ে যাব।’
২০২৫ ক্লাব বিশ্বকাপ আয়োজনকে সফল মনে করছেন ফিফা সভাপতি। ফাইনালের দিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর হাস্যোজ্জ্বল ছবি সেই বার্তা। ট্রাম্প যেখানে থাকবেন, আর বিতর্ক সৃষ্টি হবে না, তা কী করে হয়! চেলসির হাতে শিরোপা তুলে দেওয়ার মঞ্চ না ছেড়ে উল্টো দাঁড়িয়ে থাকেন তিনি। জোড়া গোল করা ফাইনালের নায়ক কোল পালমারও তাতে দ্বিধায় পড়ে যান, ‘জানতাম তিনি থাকবেন। তবে এটা জানতাম না, শিরোপা উঁচিয়ে ধরার সময়ও মঞ্চে দাঁড়িয়ে থাকবেন। হ্যাঁ, কিছুটা বিভ্রান্ত ছিলাম আমি।’
আবুধাবিতে বাংলাদেশ সময় আজ রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে শ্রীলঙ্কা-পাকিস্তান ম্যাচ। দুই দলের জন্যই ম্যাচটি বাঁচা-মরার ম্যাচ। কারণ, যে দল হারবে, তাদের একরকম বিদায়ঘণ্টা বেজে যাবে। এদিকে ফুটবলে ফেডারেশন কাপের ম্যাচ রয়েছে। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
১ ঘণ্টা আগেভারত-পাকিস্তান ম্যাচ এখন হয় বড্ড একপেশে। অনুমিতভাবেই বেশির ভাগ ম্যাচ জেতে ভারত। কিন্তু তাদের ম্যাচের আগে যে জুড়ে গেছে ‘হাইভোল্টেজ ম্যাচে’র তকমা। মাঠের পারফরম্যান্সে যখন লড়াই দেখাই যায় না, তখন অন্যান্য ঘটনায় দুই দলের ম্যাচ উত্তপ্ত হয়ে ওঠে।
২ ঘণ্টা আগেঅর্থের ঝনঝনানি, জাঁকজমকপূর্ণ আয়োজন—সব মিলিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিয়ে ক্রিকেটারদের আগ্রহ থাকে অনেক বেশি। চার-ছক্কার ফুলঝুরি, রেকর্ড ভাঙা গড়ার খেলা চলছে ১৭ বছর ধরে। তবে ২০০৮ সালের পর আইপিএলে সুযোগ না পাওয়ায় পাকিস্তানি ক্রিকেটাররা আইপিএলকে নিয়ে প্রায়ই করেন নেতিবাচক মন্তব্য।
২ ঘণ্টা আগেবিশ্বকাপ ও এশিয়া কাপ বাদে সীমিত ওভারের ক্রিকেটে যেন সাক্ষাৎই হয় না পাকিস্তান-শ্রীলঙ্কার। ওয়ানডেতে সর্বশেষ সিরিজ খেলেছে ৬ বছর আগে। টি-টোয়েন্টিতেও তা-ই। ৩ বছর আগে এশিয়া কাপের ফাইনালের পর আবারও সেই এশিয়া কাপে মুখোমুখি হচ্ছে তারা।
৩ ঘণ্টা আগে