Ajker Patrika

মেসিদের ম্যাচের দিনই শুরু ম্যারাডোনা ‘হত্যা’র বিচার

মেসিদের ম্যাচের দিনই শুরু ম্যারাডোনা ‘হত্যা’র বিচার

ঢাকা: ডিয়েগো ম্যারাডোনাকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে ব্যক্তিগত চিকিৎসকসহ সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে গত মাসেই। এবার শুরু হচ্ছে তাঁদের বিচার। কাল আদালতে তোলা হচ্ছে এই সাত অভিযুক্তকে। এদিকে লাতিন আমেরিকা শ্রেষ্ঠত্বের লড়াইয়ে রাতেই মাঠে নামছে আর্জেন্টিনা। মেসিদের প্রতিপক্ষ চিলি।

গত বছর নভেম্বরের শুরুতে মস্তিষ্কে রক্ত জমাট বাঁধায় অস্ত্রোপচার করতে হয়েছিল ম্যারাডোনার। অস্ত্রোপচার করেছিলেন ব্যক্তিগত চিকিৎসক লিওপোলদো লুক। সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসায় ফেরার পর গত বছর ২৫ নভেম্বর নিজ বাড়িতে মারা যান এই ফুটবল কিংবদন্তি।

ম্যারাডোনার মৃত্যুর কদিন পর চিকিৎসকদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ আনা হয়। চিকিৎসক লিওপোলদোকে প্রধান আসামি করে দুই নার্সসহ সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছিল গত মাসে।

গত মাসেই বিচার শুরু হওয়ার কথা থাকলেও হঠাৎ করেই আর্জেন্টিনায় করোনা সংক্রমণ বাড়তে শুরু করায় বিচার কাজ পিছিয়ে যায়। অবশেষে কাল আদালতে তোলা হচ্ছে এই সাত আসামিকে। মামলার শুনানি ২৮ জুন। এই সময়ের মধ্যে অপরাধীদের দেশ ছাড়তে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ম্যারাডোনার মৃত্যুর পর এই চিলির সঙ্গেই প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইপর্বের সেই ম্যাচে মেসিরা অবশ্য জিততে পারেননি। আজও সেই চিলির বিপক্ষে ম্যাচ দিয়ে কোপা অভিযান শুরু করবে আর্জেন্টিনা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত