আন্তোনেলা রোকুজ্জো ৩৬ পেরিয়েছেন ২৬ ফেব্রুয়ারি। লিওনেল মেসি সেদিনই জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন রোকুজ্জোকে। তবে প্রিয়তমা স্ত্রীর জন্মদিন উপলক্ষে মেসির পরিকল্পনা যে ছিল আরও বেশি কিছু। রোকুজ্জোর জন্মদিন উপলক্ষে জাঁকজমকপূর্ণ এক আয়োজন করেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার।
মেজর লিগ সকারের (এমএলএস) মৌসুম চলায় মেসি এখন আছেন মায়ামিতে। মায়ামির জাপানিজ স্টিকহাউজ গেক্কোতে রোকুজ্জোর জন্মদিন উপলক্ষে গত পরশু বিশাল এক পার্টির আয়োজন করেন মেসি। সেই পার্টিতে বিশাল এক কেক তৈরি করা হয় মেসির স্ত্রীর জন্মদিন উপলক্ষে। পাখির পালক ও ফুল দিয়ে পরিপূর্ণ ছিল রোকুজ্জোর জন্মদিনের কেক। জন্মদিনের পার্টিতে ছিল তারার মেলা। মেসির মায়ামি সতীর্থ লুইস সুয়ারেজ, জর্দি আলবা এসেছেন পার্টিতে।
তারকা ফুটবলারদের পাশাপাশি আর্জেন্টাইন ডিজে বাইজারর্যাপ আসেন রোকুজ্জোর জন্মদিনের পার্টিতে। ডিজের তালে তালে রাতব্যাপী নাচ-গান হয়েছে অনুষ্ঠানে। একই সঙ্গে ফটোসেশন তো ছিলই। জন্মদিনের পার্টিতে প্রিয়তমা রোকুজ্জোর সঙ্গে ছবি তুলেছেন। এ ছাড়া সতীর্থ সুয়ারেজ, আলবাদের সঙ্গেও মেসি ছবি তোলেন। এরপর মেসির স্ত্রী তাঁর ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছেন। ক্যাপশন দিয়েছেন, ‘অসাধারণ।’ স্ত্রীর সঙ্গে জোড়া ছবি তো মেসি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেন। আর্জেন্টিনার ফরোয়ার্ডের পোস্টে ছিল সতীর্থদের সঙ্গে ছবি। একই সঙ্গে পার্টির ভিডিও পোস্ট করেছেন। মেসি ক্যাপশন দেন,‘বন্ধুদের সঙ্গে সুন্দর এক রাত। বাইজারর্যাপ আপনি দারুণ।’
ইন্টার মায়ামিতে এবার বসেছে বার্সার পুনর্মিলনী। মেসি, সুয়ারেজ, আলবা, বুসকেতস—সবাই খেলছেন মায়ামিতে। এমএলএসের নতুন মৌসুমে তিন ম্যাচের মধ্যে জিতেছে ২ ম্যাচ ও ১ ম্যাচ ড্র হয়েছে। ৭ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে তাঁরা। চেজ স্টেডিয়ামে গত পরশু রাতে অরল্যান্ডো সিটিকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে মায়ামি। এই ম্যাচে জোড়া গোল করেন মেসি ও সুয়ারেজ।
আন্তোনেলা রোকুজ্জো ৩৬ পেরিয়েছেন ২৬ ফেব্রুয়ারি। লিওনেল মেসি সেদিনই জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন রোকুজ্জোকে। তবে প্রিয়তমা স্ত্রীর জন্মদিন উপলক্ষে মেসির পরিকল্পনা যে ছিল আরও বেশি কিছু। রোকুজ্জোর জন্মদিন উপলক্ষে জাঁকজমকপূর্ণ এক আয়োজন করেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার।
মেজর লিগ সকারের (এমএলএস) মৌসুম চলায় মেসি এখন আছেন মায়ামিতে। মায়ামির জাপানিজ স্টিকহাউজ গেক্কোতে রোকুজ্জোর জন্মদিন উপলক্ষে গত পরশু বিশাল এক পার্টির আয়োজন করেন মেসি। সেই পার্টিতে বিশাল এক কেক তৈরি করা হয় মেসির স্ত্রীর জন্মদিন উপলক্ষে। পাখির পালক ও ফুল দিয়ে পরিপূর্ণ ছিল রোকুজ্জোর জন্মদিনের কেক। জন্মদিনের পার্টিতে ছিল তারার মেলা। মেসির মায়ামি সতীর্থ লুইস সুয়ারেজ, জর্দি আলবা এসেছেন পার্টিতে।
তারকা ফুটবলারদের পাশাপাশি আর্জেন্টাইন ডিজে বাইজারর্যাপ আসেন রোকুজ্জোর জন্মদিনের পার্টিতে। ডিজের তালে তালে রাতব্যাপী নাচ-গান হয়েছে অনুষ্ঠানে। একই সঙ্গে ফটোসেশন তো ছিলই। জন্মদিনের পার্টিতে প্রিয়তমা রোকুজ্জোর সঙ্গে ছবি তুলেছেন। এ ছাড়া সতীর্থ সুয়ারেজ, আলবাদের সঙ্গেও মেসি ছবি তোলেন। এরপর মেসির স্ত্রী তাঁর ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছেন। ক্যাপশন দিয়েছেন, ‘অসাধারণ।’ স্ত্রীর সঙ্গে জোড়া ছবি তো মেসি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেন। আর্জেন্টিনার ফরোয়ার্ডের পোস্টে ছিল সতীর্থদের সঙ্গে ছবি। একই সঙ্গে পার্টির ভিডিও পোস্ট করেছেন। মেসি ক্যাপশন দেন,‘বন্ধুদের সঙ্গে সুন্দর এক রাত। বাইজারর্যাপ আপনি দারুণ।’
ইন্টার মায়ামিতে এবার বসেছে বার্সার পুনর্মিলনী। মেসি, সুয়ারেজ, আলবা, বুসকেতস—সবাই খেলছেন মায়ামিতে। এমএলএসের নতুন মৌসুমে তিন ম্যাচের মধ্যে জিতেছে ২ ম্যাচ ও ১ ম্যাচ ড্র হয়েছে। ৭ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে তাঁরা। চেজ স্টেডিয়ামে গত পরশু রাতে অরল্যান্ডো সিটিকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে মায়ামি। এই ম্যাচে জোড়া গোল করেন মেসি ও সুয়ারেজ।
প্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ২ ডিসেম্বর শুরু হতে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের এই টি-টোয়েন্টি লিগে বাংলাদেশের কাটার মাস্টার খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে।
৩ ঘণ্টা আগেহাতের ব্যাটকে তলোয়ার বানালেন ডেওয়াল্ড ব্রেভিস। কচু কাটা করলেন অস্ট্রেলিয়ার বোলারদের। ৪১ বলে সেঞ্চুরি ছুঁয়ে খেললেন রেকর্ড ১২৫ রানের ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টি দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ এই ইনিংসই অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ব্যবধান গড়ে দিয়েছে। ৫৩ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
৪ ঘণ্টা আগেএকেকটা পাসের পর হতাশা ঝাড়ছিলেন সুলেমান দিয়াবাতে। প্রতিপক্ষে দীর্ঘদেহী ফুটবলারদের সামনে কোনোভাবেই পেরে উঠছিলেন না বাকিরা। যা লড়াই করার তা দেখা গেছে শুধু দিয়াবাতের মধ্যে। দিন শেষে বিফলেই যায় তা। আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে নাম লিখিয়েছে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউন
৪ ঘণ্টা আগেবিশ্বকাপ কিংবা অলিম্পিকের মতো বড় প্রতিযোগিতায় সাফল্যের জন্য কমবেশি সব দেশেই পুরস্কৃত করা হয় খেলোয়াড়দের। তবে আফ্রিকান নেশনস চ্যাম্পিয়নশিপকে ঘিরেই নিজ দেশের ফুটবলারদের আর্থিক বোনাসের ঘোষণা দিয়েছেন কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। প্রতিটি ম্যাচ জয়ের জন্য কেনিয়ার খেলোয়াড়েরা পাবেন বাড়তি অর্থ।
৬ ঘণ্টা আগে