Ajker Patrika

মালদ্বীপকে হারিয়ে জামালদের বোনাস ৬০ লাখ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মালদ্বীপকে হারিয়ে জামালদের বোনাস ৬০ লাখ 

মালদ্বীপকে হারিয়ে বিশ্বকাপ বাছাই নিশ্চিত করতে পারলে বোনাসের ঘোষণা দিয়েছিলেন কাজী সালাউদ্দিন। তবে অঙ্কটা ছিল অপ্রকাশিত। আজ সেই অঙ্কের পরিমাণ জানালেন বাফুফে সভাপতি। দিলেন মোটা অঙ্কের বোনাসের ঘোষণা। 

গতকাল জরুরি ভিত্তিতে নির্বাহী কমিটির সভা ডেকেছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। আজ সেই নির্বাহী কমিটির সভায় প্রাক বাছাইপর্বে জয়ী বাংলাদেশ ফুটবল দলকে ৬০ লাখ টাকা বোনাসের ঘোষণা দিয়েছেন বাফুফে সভাপতি। 

প্রাক বাছাইয়ে মালদ্বীপ পর্বে ১-১ গোলে করেছিল বাংলাদেশ। দ্বিতীয় পর্বে গত মঙ্গলবার কিংস অ্যারেনায় ২-১ গোলে জয় পায় হাভিয়ের কাবরেরার দল। এই জয়ে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্ব নিশ্চিত করার পাশাপাশি আগামী এক বছরে বড় সব দলের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচ খেলাও নিশ্চিত করেছে বাংলাদেশ। 

নির্বাহী কমিটির সভা শেষে সালাউদ্দিন বলেছেন, ‘আমি বলেছিলাম বোনাস দেব। সে অনুযায়ী দলকে ৬০ লাখ টাকা বোনাসের সিদ্ধান্ত নিয়েছি। এটা বিশ্ব ফুটবলের সংস্কৃতি। সেটাই অনুসরণ করার চেষ্টা করছি।’ 

 ৬০ লাখ টাকা পুরো দলকে ভাগ করে দেওয়া হলে গড়ে ২ লাখ টাকার মতো করে পাবেন প্রতি ফুটবলার। টাকার অঙ্ক খুব বেশি বড় না হলেও এই টাকা ফুটবলারদের ভালো খেলার উৎসাহ দেবে বলে মনে করেন সালাউদ্দিন, ‘যদি আপনি ফুটবলারদের বোনাস না দেন তাহলে তো এদের জাতীয় খেলার কোনো কারণ নেই। আমি কিছুই করছি না। আমরা শুধু সেটাই অনুসরণ করেছি।’ এর আগে জুলাইয়ে সাফে সেমিফাইনাল খেলায় ফুটবলারদের বাফুফের ফান্ড থেকে ৫০ লাখ টাকা বোনাস দিয়েছিলেন সালাউদ্দিন। 

বিশ্বকাপ বাছাইয়ে অস্ট্রেলিয়া, ফিলিস্তিন ও লেবাননের সঙ্গে খেলবে বাংলাদেশ। ১৬ নভেম্বরে মেলবোর্নে অস্ট্রেলিয়ার সঙ্গে প্রথম ম্যাচ জামালদের। স্বাভাবিকভাবে বাফুফের খরচও প্রচুর। সেই খরচের জন্য পৃষ্ঠপোষকও চেয়েছেন সালাউদ্দিন, ‘যেকোনো করপোরেট হাউস, যেকোনো ব্যক্তি কিংবা ব্যাংক যদি বাংলাদেশ দলকে পৃষ্ঠপোষক করতে চায় তাহলে সবাইকে আমন্ত্রণ। এটা বাংলাদেশ দলকে সামনে এগিয়ে নিতে সাহায্য করবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত