Ajker Patrika

জুভেন্টাসের পয়েন্ট কাটা মরিনহোর কাছে হাস্যকর

আপডেট : ২৩ মে ২০২৩, ১৭: ২৫
জুভেন্টাসের পয়েন্ট কাটা মরিনহোর কাছে হাস্যকর

জুভেন্টাসের সঙ্গে চলছে পয়েন্ট কাটাকাটির খেলা। কখনো পয়েন্ট কেটে নিচ্ছে, আবারও পয়েন্ট ফিরিয়ে দিয়ে পুনরায় কেটে নেওয়া হচ্ছে তুরিনের বুড়িদের থেকে। জুভেন্টাসের এমন পয়েন্ট কাটাকাটি হোসে মরিনহোর কাছে হাস্যকর। 

এ বছরের জানুয়ারিতে দলবদলের চুক্তি ও টাকা-পয়সা নিয়ে মিথ্যাচার করায় জুভেন্টাসের থেকে ১৫ পয়েন্ট কেটে নেয় ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি)। এরপর ফেডারেল কোর্টের আপিলে ১৫ পয়েন্ট ফিরে পায় তুরিনের বুড়িরা। এরপর গত রাতে এম্পোলির বিপক্ষে সিরি ‘আ’র ম্যাচে আবারও দুঃসংবাদ শোনে জুভেন্টাস। এবার কেটে নেওয়া হয়েছে ১০ পয়েন্ট। জুভেন্টাসের বাকি আছে দুই ম্যাচ। শেষ মুহূর্তে এভাবে পয়েন্ট কেটে নেওয়া মরিনহোর কাছে কৌতুক ছাড়া আর কিছু নয়। রোমার কোচ বলেন, ‘মৌসুমের দুই ম্যাচ বাকি থাকা অবস্থায় এটা হাস্যকর। আমাদের সবার জন্য, এমনকি জুভেন্টাসের জন্যও। অ্যালেগ্রি (ম্যাসেমিয়ানো) এবং তার শিষ্যদের জন্য খারাপ লাগছে। তবে আমার মতে, লিগ পর্যায়ে এগুলো হালকা পার্থক্য করে দেয়। মোঞ্জা ও বোলোনিয়ার বিপক্ষে ম্যাচের আগে এমনটা হলে আমরা অন্য পদক্ষেপ নিতাম।’ 

পয়েন্ট কাটাকাটির দিন এম্পোলির কাছে ৪-১ গোলে হেরেছে জুভেন্টাস। তাতে তুরিনের বুড়িদের পরের মৌসুমে চ্যাম্পিয়নস লিগ খেলার সম্ভাবনা ফিকে হয়ে গেছে। ৩৬ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে জুভেন্টাস আছে ৭ নম্বরে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত