জুভেন্টাসের সঙ্গে চলছে পয়েন্ট কাটাকাটির খেলা। কখনো পয়েন্ট কেটে নিচ্ছে, আবারও পয়েন্ট ফিরিয়ে দিয়ে পুনরায় কেটে নেওয়া হচ্ছে তুরিনের বুড়িদের থেকে। জুভেন্টাসের এমন পয়েন্ট কাটাকাটি হোসে মরিনহোর কাছে হাস্যকর।
এ বছরের জানুয়ারিতে দলবদলের চুক্তি ও টাকা-পয়সা নিয়ে মিথ্যাচার করায় জুভেন্টাসের থেকে ১৫ পয়েন্ট কেটে নেয় ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি)। এরপর ফেডারেল কোর্টের আপিলে ১৫ পয়েন্ট ফিরে পায় তুরিনের বুড়িরা। এরপর গত রাতে এম্পোলির বিপক্ষে সিরি ‘আ’র ম্যাচে আবারও দুঃসংবাদ শোনে জুভেন্টাস। এবার কেটে নেওয়া হয়েছে ১০ পয়েন্ট। জুভেন্টাসের বাকি আছে দুই ম্যাচ। শেষ মুহূর্তে এভাবে পয়েন্ট কেটে নেওয়া মরিনহোর কাছে কৌতুক ছাড়া আর কিছু নয়। রোমার কোচ বলেন, ‘মৌসুমের দুই ম্যাচ বাকি থাকা অবস্থায় এটা হাস্যকর। আমাদের সবার জন্য, এমনকি জুভেন্টাসের জন্যও। অ্যালেগ্রি (ম্যাসেমিয়ানো) এবং তার শিষ্যদের জন্য খারাপ লাগছে। তবে আমার মতে, লিগ পর্যায়ে এগুলো হালকা পার্থক্য করে দেয়। মোঞ্জা ও বোলোনিয়ার বিপক্ষে ম্যাচের আগে এমনটা হলে আমরা অন্য পদক্ষেপ নিতাম।’
পয়েন্ট কাটাকাটির দিন এম্পোলির কাছে ৪-১ গোলে হেরেছে জুভেন্টাস। তাতে তুরিনের বুড়িদের পরের মৌসুমে চ্যাম্পিয়নস লিগ খেলার সম্ভাবনা ফিকে হয়ে গেছে। ৩৬ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে জুভেন্টাস আছে ৭ নম্বরে।
জুভেন্টাসের সঙ্গে চলছে পয়েন্ট কাটাকাটির খেলা। কখনো পয়েন্ট কেটে নিচ্ছে, আবারও পয়েন্ট ফিরিয়ে দিয়ে পুনরায় কেটে নেওয়া হচ্ছে তুরিনের বুড়িদের থেকে। জুভেন্টাসের এমন পয়েন্ট কাটাকাটি হোসে মরিনহোর কাছে হাস্যকর।
এ বছরের জানুয়ারিতে দলবদলের চুক্তি ও টাকা-পয়সা নিয়ে মিথ্যাচার করায় জুভেন্টাসের থেকে ১৫ পয়েন্ট কেটে নেয় ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি)। এরপর ফেডারেল কোর্টের আপিলে ১৫ পয়েন্ট ফিরে পায় তুরিনের বুড়িরা। এরপর গত রাতে এম্পোলির বিপক্ষে সিরি ‘আ’র ম্যাচে আবারও দুঃসংবাদ শোনে জুভেন্টাস। এবার কেটে নেওয়া হয়েছে ১০ পয়েন্ট। জুভেন্টাসের বাকি আছে দুই ম্যাচ। শেষ মুহূর্তে এভাবে পয়েন্ট কেটে নেওয়া মরিনহোর কাছে কৌতুক ছাড়া আর কিছু নয়। রোমার কোচ বলেন, ‘মৌসুমের দুই ম্যাচ বাকি থাকা অবস্থায় এটা হাস্যকর। আমাদের সবার জন্য, এমনকি জুভেন্টাসের জন্যও। অ্যালেগ্রি (ম্যাসেমিয়ানো) এবং তার শিষ্যদের জন্য খারাপ লাগছে। তবে আমার মতে, লিগ পর্যায়ে এগুলো হালকা পার্থক্য করে দেয়। মোঞ্জা ও বোলোনিয়ার বিপক্ষে ম্যাচের আগে এমনটা হলে আমরা অন্য পদক্ষেপ নিতাম।’
পয়েন্ট কাটাকাটির দিন এম্পোলির কাছে ৪-১ গোলে হেরেছে জুভেন্টাস। তাতে তুরিনের বুড়িদের পরের মৌসুমে চ্যাম্পিয়নস লিগ খেলার সম্ভাবনা ফিকে হয়ে গেছে। ৩৬ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে জুভেন্টাস আছে ৭ নম্বরে।
প্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ২ ডিসেম্বর শুরু হতে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের এই টি-টোয়েন্টি লিগে বাংলাদেশের কাটার মাস্টার খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে।
৩ ঘণ্টা আগেহাতের ব্যাটকে তলোয়ার বানালেন ডেওয়াল্ড ব্রেভিস। কচু কাটা করলেন অস্ট্রেলিয়ার বোলারদের। ৪১ বলে সেঞ্চুরি ছুঁয়ে খেললেন রেকর্ড ১২৫ রানের ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টি দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ এই ইনিংসই অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ব্যবধান গড়ে দিয়েছে। ৫৩ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
৪ ঘণ্টা আগেএকেকটা পাসের পর হতাশা ঝাড়ছিলেন সুলেমান দিয়াবাতে। প্রতিপক্ষে দীর্ঘদেহী ফুটবলারদের সামনে কোনোভাবেই পেরে উঠছিলেন না বাকিরা। যা লড়াই করার তা দেখা গেছে শুধু দিয়াবাতের মধ্যে। দিন শেষে বিফলেই যায় তা। আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে নাম লিখিয়েছে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউন
৪ ঘণ্টা আগেবিশ্বকাপ কিংবা অলিম্পিকের মতো বড় প্রতিযোগিতায় সাফল্যের জন্য কমবেশি সব দেশেই পুরস্কৃত করা হয় খেলোয়াড়দের। তবে আফ্রিকান নেশনস চ্যাম্পিয়নশিপকে ঘিরেই নিজ দেশের ফুটবলারদের আর্থিক বোনাসের ঘোষণা দিয়েছেন কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। প্রতিটি ম্যাচ জয়ের জন্য কেনিয়ার খেলোয়াড়েরা পাবেন বাড়তি অর্থ।
৬ ঘণ্টা আগে