Ajker Patrika

ডাকাতের হামলায় রক্তাক্ত ম্যানসিটি তারকা

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, ১৮: ৩৫
ডাকাতের হামলায় রক্তাক্ত ম্যানসিটি তারকা

ডাকাতের হামলার শিকার হয়েছেন ম্যানচেস্টার সিটির তারকা জোয়াও ক্যানসেলো। কাল নিজের বাসায় এই ঘটনার শিকার হয়েছেন তিনি। এ নিয়ে নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন এই পর্তুগিজ ডিফেন্ডার।

ডান চোখের ওপর রক্তাক্ত দাগসহ সেই ছবির ক্যাপশনে ক্যানসেলো লিখেছেন, ‘রুখে দাঁড়াতে গেলে এমনই হয়।’ কীভাবে রুখে দাঁড়ালেন তিনি? গতকাল তাঁর বাড়িতে হামলা করেছিল একদল ডাকাত। ডাকাতের আক্রমণ থেকে পরিবারকে রক্ষা করতে রুখে দাঁড়ান ২৭ বছর বয়সী এই পর্তুগিজ ডিফেন্ডার। 

নিজের ইনস্টাগ্রামে এক পোস্টে ব্যাপারটা জানান ক্যানসেলো। বান্ধবী ড্যানিয়েলা মাচাদো এবং দুই বছরের মেয়ে অ্যালিসিয়াকে নিয়ে তিনি ম্যানচেস্টারে থাকেন। সেই বাড়িতেই ডাকাতদের হামলার শিকার হয়েছেন তিনি। 

ইনস্টাগ্রাম সেই পোস্টের ক্যাপশনে ক্যানসেলো আরও জানান, ‘দুর্ভাগ্যজনকভাবে আজ (কাল) আমি চার কাপুরুষের হামলার শিকার হই। ওরা আমাকে আঘাত করেছে এবং আমার পরিবারকেও আঘাতের চেষ্টা করেছে। আমার অলংকার নিয়ে গেছে ওরা। চেহারার এই হাল করেছে। জানি না, মানুষ কীভাবে এমন হতে পারে। পরিবারই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তারা ভালো আছে। জীবনে অনেক বাধা পেরিয়ে এসেছি, এটাও পারব।’ 

ক্যানসেলোর পোস্ট করা ছবিতে দেখা গেছে, তাঁর ডান চোখে গভীর ক্ষত তৈরি হয়েছে। ম্যানসিটি জানিয়েছে, তারা ক্যানসেলোর পাশে আছে। এ ঘটনার তদন্তে মাঠে নেমেছে পুলিশ। এ ব্যাপারে পুলিশকে প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছে সিটি কর্তৃপক্ষ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত