ডাকাতের হামলার শিকার হয়েছেন ম্যানচেস্টার সিটির তারকা জোয়াও ক্যানসেলো। কাল নিজের বাসায় এই ঘটনার শিকার হয়েছেন তিনি। এ নিয়ে নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন এই পর্তুগিজ ডিফেন্ডার।
ডান চোখের ওপর রক্তাক্ত দাগসহ সেই ছবির ক্যাপশনে ক্যানসেলো লিখেছেন, ‘রুখে দাঁড়াতে গেলে এমনই হয়।’ কীভাবে রুখে দাঁড়ালেন তিনি? গতকাল তাঁর বাড়িতে হামলা করেছিল একদল ডাকাত। ডাকাতের আক্রমণ থেকে পরিবারকে রক্ষা করতে রুখে দাঁড়ান ২৭ বছর বয়সী এই পর্তুগিজ ডিফেন্ডার।
নিজের ইনস্টাগ্রামে এক পোস্টে ব্যাপারটা জানান ক্যানসেলো। বান্ধবী ড্যানিয়েলা মাচাদো এবং দুই বছরের মেয়ে অ্যালিসিয়াকে নিয়ে তিনি ম্যানচেস্টারে থাকেন। সেই বাড়িতেই ডাকাতদের হামলার শিকার হয়েছেন তিনি।
ইনস্টাগ্রাম সেই পোস্টের ক্যাপশনে ক্যানসেলো আরও জানান, ‘দুর্ভাগ্যজনকভাবে আজ (কাল) আমি চার কাপুরুষের হামলার শিকার হই। ওরা আমাকে আঘাত করেছে এবং আমার পরিবারকেও আঘাতের চেষ্টা করেছে। আমার অলংকার নিয়ে গেছে ওরা। চেহারার এই হাল করেছে। জানি না, মানুষ কীভাবে এমন হতে পারে। পরিবারই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তারা ভালো আছে। জীবনে অনেক বাধা পেরিয়ে এসেছি, এটাও পারব।’
ক্যানসেলোর পোস্ট করা ছবিতে দেখা গেছে, তাঁর ডান চোখে গভীর ক্ষত তৈরি হয়েছে। ম্যানসিটি জানিয়েছে, তারা ক্যানসেলোর পাশে আছে। এ ঘটনার তদন্তে মাঠে নেমেছে পুলিশ। এ ব্যাপারে পুলিশকে প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছে সিটি কর্তৃপক্ষ।
ডাকাতের হামলার শিকার হয়েছেন ম্যানচেস্টার সিটির তারকা জোয়াও ক্যানসেলো। কাল নিজের বাসায় এই ঘটনার শিকার হয়েছেন তিনি। এ নিয়ে নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন এই পর্তুগিজ ডিফেন্ডার।
ডান চোখের ওপর রক্তাক্ত দাগসহ সেই ছবির ক্যাপশনে ক্যানসেলো লিখেছেন, ‘রুখে দাঁড়াতে গেলে এমনই হয়।’ কীভাবে রুখে দাঁড়ালেন তিনি? গতকাল তাঁর বাড়িতে হামলা করেছিল একদল ডাকাত। ডাকাতের আক্রমণ থেকে পরিবারকে রক্ষা করতে রুখে দাঁড়ান ২৭ বছর বয়সী এই পর্তুগিজ ডিফেন্ডার।
নিজের ইনস্টাগ্রামে এক পোস্টে ব্যাপারটা জানান ক্যানসেলো। বান্ধবী ড্যানিয়েলা মাচাদো এবং দুই বছরের মেয়ে অ্যালিসিয়াকে নিয়ে তিনি ম্যানচেস্টারে থাকেন। সেই বাড়িতেই ডাকাতদের হামলার শিকার হয়েছেন তিনি।
ইনস্টাগ্রাম সেই পোস্টের ক্যাপশনে ক্যানসেলো আরও জানান, ‘দুর্ভাগ্যজনকভাবে আজ (কাল) আমি চার কাপুরুষের হামলার শিকার হই। ওরা আমাকে আঘাত করেছে এবং আমার পরিবারকেও আঘাতের চেষ্টা করেছে। আমার অলংকার নিয়ে গেছে ওরা। চেহারার এই হাল করেছে। জানি না, মানুষ কীভাবে এমন হতে পারে। পরিবারই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তারা ভালো আছে। জীবনে অনেক বাধা পেরিয়ে এসেছি, এটাও পারব।’
ক্যানসেলোর পোস্ট করা ছবিতে দেখা গেছে, তাঁর ডান চোখে গভীর ক্ষত তৈরি হয়েছে। ম্যানসিটি জানিয়েছে, তারা ক্যানসেলোর পাশে আছে। এ ঘটনার তদন্তে মাঠে নেমেছে পুলিশ। এ ব্যাপারে পুলিশকে প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছে সিটি কর্তৃপক্ষ।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শেষ দিকে মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। আইপিএলের ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লিখিত মোস্তাফিজের পারিশ্রমিক চোখ কপালে তোলার মতো! বিবৃতিতে জানানো হয়েছে, ৬ কোটি রুপিতে রুপি (প্রায় ৮ কোটি টাকা) মোস্তাফিজকে দলে নিয়েছে দিল্লি।
১ ঘণ্টা আগেবাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের ওয়ানডে সিরিজে রোমাঞ্চ ছাড়া যেন চলছেই না। রাজশাহীতে পরশু প্রথম ওয়ানডেতে বাংলাদেশ পেয়েছিল ৩ উইকেটের রুদ্ধশ্বাস জয়। একই মাঠে আজ দ্বিতীয় ওয়ানডেতেও রোমাঞ্চ ছড়িয়েছে শেষ পর্যন্ত। ম্যাচে শেষ হাসি হেসেছে বাংলাদেশ।
২ ঘণ্টা আগেগত বছর নভেম্বরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলামে দল পাননি মোস্তাফিজুর রহমান। নিলামে দল না পেলেও টুর্নামেন্টের মাঝপথে সুখবর পেলেন বাংলাদেশ দলের এ পেসার। এ বাঁহাতি পেসারকে আইপিএলের বাকি অংশের জন্য দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস।
৩ ঘণ্টা আগেটেস্ট থেকে ভারতের দুই তারকা ক্রিকেটার রোহিত শর্মা, বিরাট কোহলি অবসর নিলেন এক সপ্তাহের মধ্যে। দুজনেই সামাজিক মাধ্যমে অবসরের ঘোষণা দিয়েছেন সামাজিক মাধ্যমে। রোহিত-কোহলির অবসরের কথা বলতে গিয়ে রবিচন্দ্রন অশ্বিন উল্লেখ করেছেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরের নাম।
৩ ঘণ্টা আগে