Ajker Patrika

রোহিত-কোহলির দ্রুত অবসরে ভারতের কোচের ‘হাত’ দেখছেন অশ্বিন

ক্রীড়া ডেস্ক    
রোহিত-কোহলি দ্রুত অবসর নেওয়ায় অবাক অশ্বিন। ছবি: সংগৃহীত
রোহিত-কোহলি দ্রুত অবসর নেওয়ায় অবাক অশ্বিন। ছবি: সংগৃহীত

টেস্ট থেকে ভারতের দুই তারকা ক্রিকেটার রোহিত শর্মা, বিরাট কোহলি অবসর নিলেন এক সপ্তাহের মধ্যে। দুজনেই সামাজিক মাধ্যমে অবসরের ঘোষণা দিয়েছেন সামাজিক মাধ্যমে। রোহিত-কোহলির অবসরের কথা বলতে গিয়ে রবিচন্দ্রন অশ্বিন উল্লেখ করেছেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরের নাম।

রোহিত যে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ভবিষ্যৎ পরিকল্পনায় নেই, সেটা আগেভাগেই জানানো হয়েছিল বলে ভারতের গণমাধ্যমে সংবাদ এসেছে। তাছাড়া টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের ফাইনাল খেলার সম্ভাবনা থাকলেও সেটা সম্ভব হয়নি। অধিনায়ক রোহিত তো বটেই, ব্যাটার রোহিতও ছিলেন ফ্লপ। ৭ মে ইনস্টাগ্রামে এক পোস্টে টেস্টকে বিদায় বললেন ভারতের এই ব্যাটার। রোহিতের অবসর নেওয়ার কারণ না হয় বোঝা গেল। কিন্তু তুলনামূলক ভালো খেলতে থাকা কোহলি ক্রিকেটের রাজকীয় সংস্করণকে বিদায় বলেছেন ১২ মে।

রোহিত-কোহলির এত দ্রুত টেস্ট থেকে অবসর নেওয়ার ব্যাপারটি কখনোই বুঝতে পারেননি অশ্বিন। ‘অ্যাশ কি বাত’ নামে নিজের এক ইউটিউব অনুষ্ঠানে অশ্বিন বলেছেন, ‘দুজনেই (রোহিত-কোহলি) যে একসঙ্গে অবসর নেবে, সে ব্যাপারে আমার কোনো ধারণা ছিল না। ভারতের ক্রিকেটকে এখন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। আমি বলতে পারি এখন গৌতম গম্ভীর যুগের শুরু হয়েছে।’

স্থগিত হওয়া আইপিএল ১৭ মে পুনরায় শুরু হয়ে ফাইনাল হবে ৩ জুন। এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শেষে শুরু হবে ভারতের আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা। জুন-আগস্টে ইংল্যান্ডের মাঠে ভারত পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। ক্রিকেটের রাজকীয় সংস্করণে অধিনায়ক কে হবেন, সেটা বিসিসিআই এখনো ঠিক করেনি। ভারতীয় গণমাধ্যমে এখানে শুবমান গিল-জসপ্রীত বুমরার নাম শোনা যাচ্ছে বারবার। অশ্বিন বলেন, ‘ইংল্যান্ডে যে দল সফর করবে, সেটা পুরো নতুন একটা দল হবে। বুমরা সেখানে সবচেয়ে সিনিয়র ক্রিকেটার হবে। সে অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে আছে। অধিনায়কত্ব তার প্রাপ্য। তবে নির্বাচকেরা তার শারীরিক অবস্থা বিবেচনা করবে।’

১২৩ টেস্টে কোহলি করেছেন ৯২৫০ রান। ৩০ সেঞ্চুরি ও ৩১ ফিফটি করেন। আর রোহিতের টেস্ট অভিষেকে সেঞ্চুরির কীর্তি রয়েছে। ক্রিকেটের রাজকীয় সংস্করণে তিনি খেলেন ৬৭ ম্যাচ। এসব পরিসংখ্যানের বাইরেও মাঠে প্রতিপক্ষের উইকেট নেওয়ার পর কোহলির যে বাধভাঙা উদযাপন এত দিন দেখা যেত, সেটা এখন শুধুই ওয়ানডেতে দেখা যাবে।

অশ্বিনের মতে রোহিত-কোহলির মতো অভিজ্ঞ ক্রিকেটারের অবসর টেস্টে ভারতকে বেশ পরীক্ষায় ফেলবে। নিজের ইউটিউব অনুষ্ঠানে অশ্বিন বলেন,

‘তাদের (রোহিত-কোহলি) অবসর অবশ্যই নেতৃত্বে একটা শূন্যস্থান তৈরি করবে। এমন সফরে অভিজ্ঞতা তো আপনি কিনতে পারবেন না। বিরাটের শক্তির সঙ্গে রোহিতের সমন্বয়ের যে ব্যাপার, সেটার অভাব ভারত বোধ করবে।’

কোহলির টেস্ট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্তে অবাক হয়েছেন অনেকেই। কেভিন পিটারসেন, হরভজন সিংরা সামাজিক মাধ্যমে পোস্টে সেটা বুঝিয়েছেন। এরই মধ্যে ভারতের ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ সংবাদমাধ্যম পরশু অবাক করা এক প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে জানা গেছে, কোহলি টেস্টকে ৭ মে বিদায় বলতে চেয়েছিলেন। এর আগে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে জানা যায়, টেস্টে অধিনায়কত্ব দিতে বিসিসিআইকে কোহলি অনুরোধ করলেও বোর্ড তাতে সাড়া দেয়নি।

রোহিত-কোহলিকে ওয়ানডেতে দেখা গেলেও অশ্বিনকে ভারতের জার্সিতে আর কখনোই দেখা যাবে না। ২০২৪-এর ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন অশ্বিন। আন্তর্জাতিক ক্রিকেটে ২৮৭ ম্যাচে ৭৬৫ উইকেট নিয়েছেন। যার মধ্যে টেস্টে নিয়েছেন ৫৩৭ উইকেট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত