ক্রীড়া ডেস্ক
গত বছর নভেম্বরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলামে দল পাননি মোস্তাফিজুর রহমান। নিলামে দল না পেলেও টুর্নামেন্টের মাঝপথে সুখবর পেলেন বাংলাদেশ দলের এ বাঁহাতি পেসার। তাঁকে আইপিএলের বাকি অংশের জন্য দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস।
আইপিএলের নিলামে ২৯ বছর বয়সী মোস্তাফিজের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। জানা গেছে, মাঝপথে ডাক পেলেও ৬ কোটি রুপিতে তাঁকে দলে নিয়েছে দিল্লি। এর আগে ২০২২ ও ২০২৩ আইপিএলেও দলটির হয়ে খেলেছেন মোস্তাফিজ। আবারও ফিরলেন নিজের সাবেক দলে।
ভারত-পাকিস্তান সংঘাতের মধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এক সপ্তাহ স্থগিত রাখে আইপিএল। বিদেশি ক্রিকেটাররা প্রায় এরই মধ্যে ভারত ছেড়ে গেছেন। জাতীয় দলের ডিউটিতে ব্যস্ত হবেন তাঁরা। দিল্লি ক্যাপিটালস জানিয়েছে, অস্ট্রেলিয়ান ব্যাটার জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের জায়গায় মোস্তাফিজকে নেওয়া হয়েছে।
আগামী শনিবার থেকে আবারও শুরু হচ্ছে আইপিএলের বাকি অংশ। এখন পর্যন্ত দিল্লির অর্জন ১১ ম্যাচে ১৩ পয়েন্ট। টেবিলের ৫ নম্বরে আছে অক্ষর প্যাটেলের দল। সুযোগ আছে শেষ চারে জায়গা করে নেওয়ার।
২০১৬ থেকে শুরু করে গত ৮ বছরে আইপিএলে খেলেছেন মোস্তাফিজ। সব মিলিয়ে ৫৭ ম্যাচে নিয়েছেন ৬১ উইকেট। ইকোনমি ৮.১৪। সর্বশেষ ২০২৪ আইপিএলে চেন্নাইয়ের হয়ে ৯ ম্যাচে শিকার করেছিলেন ১৪ উইকেট। চেন্নাই ও দিল্লি ছাড়াও মুম্বাই ইন্ডিয়ানস, সানরাইজার্স হায়দরাবাদ, রাজস্থান রয়্যালসের হয়েও খেলেছেন তিনি।
গত বছর নভেম্বরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলামে দল পাননি মোস্তাফিজুর রহমান। নিলামে দল না পেলেও টুর্নামেন্টের মাঝপথে সুখবর পেলেন বাংলাদেশ দলের এ বাঁহাতি পেসার। তাঁকে আইপিএলের বাকি অংশের জন্য দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস।
আইপিএলের নিলামে ২৯ বছর বয়সী মোস্তাফিজের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। জানা গেছে, মাঝপথে ডাক পেলেও ৬ কোটি রুপিতে তাঁকে দলে নিয়েছে দিল্লি। এর আগে ২০২২ ও ২০২৩ আইপিএলেও দলটির হয়ে খেলেছেন মোস্তাফিজ। আবারও ফিরলেন নিজের সাবেক দলে।
ভারত-পাকিস্তান সংঘাতের মধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এক সপ্তাহ স্থগিত রাখে আইপিএল। বিদেশি ক্রিকেটাররা প্রায় এরই মধ্যে ভারত ছেড়ে গেছেন। জাতীয় দলের ডিউটিতে ব্যস্ত হবেন তাঁরা। দিল্লি ক্যাপিটালস জানিয়েছে, অস্ট্রেলিয়ান ব্যাটার জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের জায়গায় মোস্তাফিজকে নেওয়া হয়েছে।
আগামী শনিবার থেকে আবারও শুরু হচ্ছে আইপিএলের বাকি অংশ। এখন পর্যন্ত দিল্লির অর্জন ১১ ম্যাচে ১৩ পয়েন্ট। টেবিলের ৫ নম্বরে আছে অক্ষর প্যাটেলের দল। সুযোগ আছে শেষ চারে জায়গা করে নেওয়ার।
২০১৬ থেকে শুরু করে গত ৮ বছরে আইপিএলে খেলেছেন মোস্তাফিজ। সব মিলিয়ে ৫৭ ম্যাচে নিয়েছেন ৬১ উইকেট। ইকোনমি ৮.১৪। সর্বশেষ ২০২৪ আইপিএলে চেন্নাইয়ের হয়ে ৯ ম্যাচে শিকার করেছিলেন ১৪ উইকেট। চেন্নাই ও দিল্লি ছাড়াও মুম্বাই ইন্ডিয়ানস, সানরাইজার্স হায়দরাবাদ, রাজস্থান রয়্যালসের হয়েও খেলেছেন তিনি।
পেশাদার কারিয়ারে সবচেয়ে বেশি ফুটবল ম্যাচ খেলার রেকর্ড কার? এই প্রশ্নে এখন নাম নিতে হবে ব্রাজিলের অভিজ্ঞ গোলরক্ষক ফ্যাবিওর। ৪৪ বছর বয়সী এই খেলোয়াড় সবচেয়ে বেশি ১ হাজার ৩৯১টি ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন। এই রেকর্ডে তিনি পেছনে ফেলেছেন ইংল্যান্ডের কিংবদন্তি গোলকিপার পিটার শিলটনকে।
৪ ঘণ্টা আগেএপ্রিলে এএইচএফ কাপে ছিলেন দলের অধিনায়ক। অথচ হকি এশিয়া কাপের দলে সুযোগ পাননি পুষ্কর খীসা মিমো। শুধু তা-ই নয়, বাদ পড়েছেন মঈনুল ইসলাম কৌশিক ও নাঈম উদ্দিন। মিমোর দাবি, সিনিয়রদের পূর্বপরিকল্পিতভাবে বাদ দেওয়া হয়েছে। দল নির্বাচনে হকি ফেডারেশনে গতকাল বাগ্বিতণ্ডাও হয়েছে খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে।
৪ ঘণ্টা আগেদারুণ জয়ে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ শুরু করেছে বাংলাদেশ। স্বাগতিক ভুটানকে আজ ৩-১ গোলে হারিয়েছে অর্পিতা বিশ্বাসের দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন আলপি আক্তার।
৬ ঘণ্টা আগেবিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেওয়া ‘শেয়ার অ্যান্ড কেয়ার’ উদ্যোগের প্রশংসায় করছেন মুশফিকুর রহিম। কিন্তু এই উদ্যোগের ভালো দিকগুলো যত দিন না বাস্তবায়ন করা হবে, তত দিন কোনো ফল আসবে না বলে মনে করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক।
৬ ঘণ্টা আগে