Ajker Patrika

এবারও চার শিরোপার জন্য লড়ার কথা ভাবছেন ক্লপ

এবারও চার শিরোপার জন্য লড়ার কথা ভাবছেন ক্লপ

২০২১-২২ মৌসুমে চার শিরোপা জয়ের খুব সামনে ছিল লিভারপুল। তবে ম্যানচেস্টার সিটির চেয়ে মাত্র ১ পয়েন্ট কম থাকায় প্রিমিয়ার লিগ জেতা হয়নি তাদের। আর রিয়াল মাদ্রিদের কাছে হেরে যায় চ্যাম্পিয়নস লিগ ফাইনালে। তবে ঘরোয়া দুই টুর্নামেন্ট—লিগ কাপ ও এফএ কাপ জিতে সেই ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দেয় অলরেডরা। এই দুই ফাইনালেই তারা জিতেছিল চেলসির বিপক্ষে। 

এ মৌসুমেও ইয়ুর্গেন ক্লপের শিষ্যদের সামনে চার শিরোপা জয়ের সুযোগ আছে। চলতি প্রিমিয়ার লিগে ২০ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। দুই থাকা অ্যাস্টন ভিলার চেয়ে এগিয়ে ৩ পয়েন্ট। ইউরোপা লিগে খেলবে শেষ ষোলোয়। ১০ জানুয়ারি লিগ কাপের সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ফুলহাম। তার আগে আজ রাতে আর্সেনালের মাঠ এমিরেটসে এফএ কাপের তৃতীয় রাউন্ড খেলতে নামবে লিভারপুল। 

গানারদের বিপক্ষে ‘হাইভোল্টেজ’ ম্যাচটির আগে ক্লপ জানালেন, এবারও তাদের চোখ চার টুর্নামেন্টের শিরোপার দিকে। ২০২১-২১ মৌসুমের স্মৃতি টেনে এনে অ্যানফিল্ডের কোচ বলেছেন, ‘তিনটা ফাইনাল ও তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রিমিয়ার লিগ—এই চার প্রতিযোগিতার শিরোপা লড়াইয়ে যখন ছিলাম, তখন সূচিটা বেশ ঠাসা ছিল। কিন্তু তা দারুণ মজারও ছিল।’ 

ব্যস্ত সূচির পরও এমন রোমাঞ্চকর লড়াই নিয়ে ক্লপ আরও বলেছেন, ‘ওয়েম্বলিতে খেলা মানে সেরা অভিজ্ঞতা। কোনো কিছুর বিনিময়ে সেটা বদলাতে চাই না। পরের বছর সমস্যায় পড়তে পারি—এমন ভাবনা নিয়ে টুর্নামেন্ট খেলা যায় না। এটা সমস্যা বটে, তবে সমাধানও আমাদের বের করতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

উত্তরায় জুলাই রেভেলসের দুই সদস্যকে কুপিয়ে জখম

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: তিন দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

এলাকার খবর
Loading...