২০২১-২২ মৌসুমে চার শিরোপা জয়ের খুব সামনে ছিল লিভারপুল। তবে ম্যানচেস্টার সিটির চেয়ে মাত্র ১ পয়েন্ট কম থাকায় প্রিমিয়ার লিগ জেতা হয়নি তাদের। আর রিয়াল মাদ্রিদের কাছে হেরে যায় চ্যাম্পিয়নস লিগ ফাইনালে। তবে ঘরোয়া দুই টুর্নামেন্ট—লিগ কাপ ও এফএ কাপ জিতে সেই ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দেয় অলরেডরা। এই দুই ফাইনালেই তারা জিতেছিল চেলসির বিপক্ষে।
এ মৌসুমেও ইয়ুর্গেন ক্লপের শিষ্যদের সামনে চার শিরোপা জয়ের সুযোগ আছে। চলতি প্রিমিয়ার লিগে ২০ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। দুই থাকা অ্যাস্টন ভিলার চেয়ে এগিয়ে ৩ পয়েন্ট। ইউরোপা লিগে খেলবে শেষ ষোলোয়। ১০ জানুয়ারি লিগ কাপের সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ফুলহাম। তার আগে আজ রাতে আর্সেনালের মাঠ এমিরেটসে এফএ কাপের তৃতীয় রাউন্ড খেলতে নামবে লিভারপুল।
গানারদের বিপক্ষে ‘হাইভোল্টেজ’ ম্যাচটির আগে ক্লপ জানালেন, এবারও তাদের চোখ চার টুর্নামেন্টের শিরোপার দিকে। ২০২১-২১ মৌসুমের স্মৃতি টেনে এনে অ্যানফিল্ডের কোচ বলেছেন, ‘তিনটা ফাইনাল ও তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রিমিয়ার লিগ—এই চার প্রতিযোগিতার শিরোপা লড়াইয়ে যখন ছিলাম, তখন সূচিটা বেশ ঠাসা ছিল। কিন্তু তা দারুণ মজারও ছিল।’
ব্যস্ত সূচির পরও এমন রোমাঞ্চকর লড়াই নিয়ে ক্লপ আরও বলেছেন, ‘ওয়েম্বলিতে খেলা মানে সেরা অভিজ্ঞতা। কোনো কিছুর বিনিময়ে সেটা বদলাতে চাই না। পরের বছর সমস্যায় পড়তে পারি—এমন ভাবনা নিয়ে টুর্নামেন্ট খেলা যায় না। এটা সমস্যা বটে, তবে সমাধানও আমাদের বের করতে হবে।’
২০২১-২২ মৌসুমে চার শিরোপা জয়ের খুব সামনে ছিল লিভারপুল। তবে ম্যানচেস্টার সিটির চেয়ে মাত্র ১ পয়েন্ট কম থাকায় প্রিমিয়ার লিগ জেতা হয়নি তাদের। আর রিয়াল মাদ্রিদের কাছে হেরে যায় চ্যাম্পিয়নস লিগ ফাইনালে। তবে ঘরোয়া দুই টুর্নামেন্ট—লিগ কাপ ও এফএ কাপ জিতে সেই ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দেয় অলরেডরা। এই দুই ফাইনালেই তারা জিতেছিল চেলসির বিপক্ষে।
এ মৌসুমেও ইয়ুর্গেন ক্লপের শিষ্যদের সামনে চার শিরোপা জয়ের সুযোগ আছে। চলতি প্রিমিয়ার লিগে ২০ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। দুই থাকা অ্যাস্টন ভিলার চেয়ে এগিয়ে ৩ পয়েন্ট। ইউরোপা লিগে খেলবে শেষ ষোলোয়। ১০ জানুয়ারি লিগ কাপের সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ফুলহাম। তার আগে আজ রাতে আর্সেনালের মাঠ এমিরেটসে এফএ কাপের তৃতীয় রাউন্ড খেলতে নামবে লিভারপুল।
গানারদের বিপক্ষে ‘হাইভোল্টেজ’ ম্যাচটির আগে ক্লপ জানালেন, এবারও তাদের চোখ চার টুর্নামেন্টের শিরোপার দিকে। ২০২১-২১ মৌসুমের স্মৃতি টেনে এনে অ্যানফিল্ডের কোচ বলেছেন, ‘তিনটা ফাইনাল ও তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রিমিয়ার লিগ—এই চার প্রতিযোগিতার শিরোপা লড়াইয়ে যখন ছিলাম, তখন সূচিটা বেশ ঠাসা ছিল। কিন্তু তা দারুণ মজারও ছিল।’
ব্যস্ত সূচির পরও এমন রোমাঞ্চকর লড়াই নিয়ে ক্লপ আরও বলেছেন, ‘ওয়েম্বলিতে খেলা মানে সেরা অভিজ্ঞতা। কোনো কিছুর বিনিময়ে সেটা বদলাতে চাই না। পরের বছর সমস্যায় পড়তে পারি—এমন ভাবনা নিয়ে টুর্নামেন্ট খেলা যায় না। এটা সমস্যা বটে, তবে সমাধানও আমাদের বের করতে হবে।’
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৭ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৮ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
৯ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
১০ ঘণ্টা আগে