দুর্দান্ত ছন্দটা ধরে রেখেছেন ভিনিসিয়ুস জুনিয়র। টানা তৃতীয় ম্যাচে গোল পেয়েছেন তিনি। তাঁকে রুখতে তাই বেশ হিমশিম খেতে হচ্ছে প্রতিপক্ষের ডিফেন্ডারদের। গতকালকেই যেমন ব্রাজিলিয়ান ডিফেন্ডারের গতি আটকাতে বেশ বেগ পেতে হয়েছে সেল্তা ভিগোর ডিফেন্ডার অস্কার মিনগুয়েজাকে।
খেলায় না পেরে একটা পর্যায়ে তো ভিনিসিয়ুসের গতি আটকাতে তাঁর জার্সি টেনে ধরেন মিনগুয়েজা। তবে জার্সি টেনে ধরলেও ভিনির গতিরোধ করতে পারছিলেন না তিনি। বেশ কয়েক সেকেন্ড তাঁকেসহ সামনে নিয়ে যান রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড। তাই বাধ্য হয়ে একটা টান দিয়ে ফেলে দেন মিনগুয়েজা। এতে বিরক্ত হয়ে তাঁকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার। শাস্তি হিসেবে সঙ্গে সঙ্গে হলুদ কার্ড দেখেন ভিনি। তবে ফাউল করেও কোনো শাস্তি পাননি মিনগুয়েজা। তাই শিষ্যের এই হলুদ কার্ড নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন কোচ কার্লো আনচেলত্তি।
আনচেলত্তির মতে, শাস্তিটা উভয়েরই পাওয়া উচিত ছিল। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘এটি খুবই বাজে ঘটনা ছিল। আমি মনে করি উভয়কেই কার্ড দেখানো হলে ঠিক ছিল। ভিনির সঙ্গে যা ঘটেছে তা কিছুটা হতাশার। অবশ্য এটি স্বাভাবিক ব্যাপারও।’
হলুড কার্ড দেখার আগে অবশ্য নিজের কাজই ঠিক করে রেখেছিলেন ভিনি। রিয়ালকে ৪-০ গোলের জয় এনে দেওয়ার ম্যাচে প্রথম গোলটি তিনিই করেছিলেন। তাঁর মতো এক গোল করেছেন বদলি নামা আর্দা গুলের। আর বাকি দুটি গোল নিজেদের জালেই জড়িয়ে দিয়েছেন সেল্তার গোলরক্ষক ভিনসেন্ট গুয়েইতা এবং ডিফেন্ডার কার্লোস ডমিঙ্গুয়েজ। এ জয়ে পয়েন্ট তালিকার দুইয়ে থাকা জিরোনার সঙ্গে পয়েন্টের ব্যবধান ৭ করেছে রিয়াল। ২৮ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে শীর্ষে লস ব্ল্যাঙ্কোসরা। অন্যদিকে সমান ম্যাচে ৬২ পয়েন্টে জিরোনার।
রিয়ালের বড় জয়ে গতকাল একটা রেকর্ড গড়েছেন গুলের। দলের হয়ে গতকাল অভিষেক গোল পেয়েছেন তুরস্কের মিডফিল্ডার। আর প্রথম গোলেই রেকর্ড গড়েছেন ‘তুর্কির মেসি’ নামে পরিচিত এই বিস্ময়বালক। তুরস্কের সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে লা লিগায় গোল করেছেন তরুণ এই মিডফিল্ডার। ইতিহাস গড়ার দিন তাঁর বয়স ছিল ১৯ বছর ১৪ দিন। অন্যদিকে একুশ শতকে রিয়ালের হয়ে গোল করা ষষ্ঠ কনিষ্ঠতম ফুটবলার তিনি।
দুর্দান্ত ছন্দটা ধরে রেখেছেন ভিনিসিয়ুস জুনিয়র। টানা তৃতীয় ম্যাচে গোল পেয়েছেন তিনি। তাঁকে রুখতে তাই বেশ হিমশিম খেতে হচ্ছে প্রতিপক্ষের ডিফেন্ডারদের। গতকালকেই যেমন ব্রাজিলিয়ান ডিফেন্ডারের গতি আটকাতে বেশ বেগ পেতে হয়েছে সেল্তা ভিগোর ডিফেন্ডার অস্কার মিনগুয়েজাকে।
খেলায় না পেরে একটা পর্যায়ে তো ভিনিসিয়ুসের গতি আটকাতে তাঁর জার্সি টেনে ধরেন মিনগুয়েজা। তবে জার্সি টেনে ধরলেও ভিনির গতিরোধ করতে পারছিলেন না তিনি। বেশ কয়েক সেকেন্ড তাঁকেসহ সামনে নিয়ে যান রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড। তাই বাধ্য হয়ে একটা টান দিয়ে ফেলে দেন মিনগুয়েজা। এতে বিরক্ত হয়ে তাঁকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার। শাস্তি হিসেবে সঙ্গে সঙ্গে হলুদ কার্ড দেখেন ভিনি। তবে ফাউল করেও কোনো শাস্তি পাননি মিনগুয়েজা। তাই শিষ্যের এই হলুদ কার্ড নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন কোচ কার্লো আনচেলত্তি।
আনচেলত্তির মতে, শাস্তিটা উভয়েরই পাওয়া উচিত ছিল। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘এটি খুবই বাজে ঘটনা ছিল। আমি মনে করি উভয়কেই কার্ড দেখানো হলে ঠিক ছিল। ভিনির সঙ্গে যা ঘটেছে তা কিছুটা হতাশার। অবশ্য এটি স্বাভাবিক ব্যাপারও।’
হলুড কার্ড দেখার আগে অবশ্য নিজের কাজই ঠিক করে রেখেছিলেন ভিনি। রিয়ালকে ৪-০ গোলের জয় এনে দেওয়ার ম্যাচে প্রথম গোলটি তিনিই করেছিলেন। তাঁর মতো এক গোল করেছেন বদলি নামা আর্দা গুলের। আর বাকি দুটি গোল নিজেদের জালেই জড়িয়ে দিয়েছেন সেল্তার গোলরক্ষক ভিনসেন্ট গুয়েইতা এবং ডিফেন্ডার কার্লোস ডমিঙ্গুয়েজ। এ জয়ে পয়েন্ট তালিকার দুইয়ে থাকা জিরোনার সঙ্গে পয়েন্টের ব্যবধান ৭ করেছে রিয়াল। ২৮ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে শীর্ষে লস ব্ল্যাঙ্কোসরা। অন্যদিকে সমান ম্যাচে ৬২ পয়েন্টে জিরোনার।
রিয়ালের বড় জয়ে গতকাল একটা রেকর্ড গড়েছেন গুলের। দলের হয়ে গতকাল অভিষেক গোল পেয়েছেন তুরস্কের মিডফিল্ডার। আর প্রথম গোলেই রেকর্ড গড়েছেন ‘তুর্কির মেসি’ নামে পরিচিত এই বিস্ময়বালক। তুরস্কের সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে লা লিগায় গোল করেছেন তরুণ এই মিডফিল্ডার। ইতিহাস গড়ার দিন তাঁর বয়স ছিল ১৯ বছর ১৪ দিন। অন্যদিকে একুশ শতকে রিয়ালের হয়ে গোল করা ষষ্ঠ কনিষ্ঠতম ফুটবলার তিনি।
চীনের চেংদুতে চলছে ওয়ার্ল্ড গেমস। এই প্রতিযোগিতায় অংশ নিয়ে অসুস্থ হয়ে না ফেরার দেশে চলে গেছেন ইতালির ওরিয়েন্টিয়ারিং অ্যাথলেট মাত্তিয়া দেবের্তোলিস। গত ৮ আগস্ট প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময় অজ্ঞান হয়ে পড়ে যান দেবোর্তোলিস। এর চার দিন পর গতকাল মারা যান ২৯ বছর বয়সী এই অ্যাথলেট।
২ মিনিট আগেএশিয়া কাপের আগে বাংলাদেশের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলার কথা ছিল ভারতের। কিন্তু সেই সিরিজ পিছিয়ে নেওয়া হয়েছে আগামী বছরে। এশিয়া কাপের আগে তাই আর কোনো সিরিজ নেই তাদের।
৩ ঘণ্টা আগেএশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজ সামনে রেখে ভোর থেকেই ব্যস্ততা বাড়ে মিরপুরের হোম অব ক্রিকেটের জিমে। বিসিবির স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ নাথান কেলি জিম থেকে মূল মাঠ, আবার সেখান থেকে পল্টনের জাতীয় স্টেডিয়াম পর্যন্ত ছুটছেন একঝাঁক ক্রিকেটার নিয়ে। উদ্দেশ্য তাঁর একটাই ক্রিকেটারদের ফিটনেসকে পোক্ত করে তোলা। ভাল
৩ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
৫ ঘণ্টা আগে