ক্রীড়া ডেস্ক
শৈশবের ক্লাব সান্তোসে ফেরার পরও নিজেকে সেভাবে মেলে ধরতে পারছিলেন না নেইমার। জোড়া গোল তো দূরে থাক, ব্রাজিলের ফরোয়ার্ড গোলই পেতেন কালেভদ্রে। অবশেষে আজ সান্তোসের জার্সিতে করলেন জোড়া গোল। তাঁর এমন পারফরম্যান্সে ভক্ত-সমর্থকেরা স্বাভাবিকভাবেই ব্রাজিলের জার্সিতে দেখতে মুখিয়ে রয়েছেন।
বাংলাদেশ সময় আজ সকালে ব্রাজিলের ঘরোয়া টুর্নামেন্ট সিরি আতে মুখোমুখি হয়েছে সান্তোস-জুভেন্তুদ। সাও পাওলোর মরুম্বিস স্টেডিয়ামে তখন অনুশীলনে ব্যস্ত সান্তোসের ফুটবলাররা। খেলা দেখতে এসেছেন নেইমারের বান্ধবী ব্রুনা বিয়ানকার্দি, কন্যা মাভি, বিয়ানকার্দির বাবা এবং তাঁদের ব্যক্তিগত নিরাপত্তাকর্মী। কন্যার টানে নেইমার ছুটে যান গ্যালারির দিকে। কন্যা মাভির গালে চুমু খেয়ে মাঠে ফিরে এসেই ব্রাজিলের ফরোয়ার্ড দেখিয়েছেন ঝলক। নেইমারের জোড়া গোলে সান্তোস জিতেছে ৩-১ গোলে।
সান্তোসের হয়ে খেললেও ব্রাজিল দলে নেইমার যেন ‘অমাবস্যার চাঁদ’। আন্তর্জাতিক ফুটবলে সবশেষ তিনি খেলেছেন ২০২৩-এর অক্টোবরে। উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের সেই ম্যাচের পর ব্রাজিল গত বছর কোপা আমেরিকা খেলেছে। তবে নেইমার যে নিয়মিতই চোটে আক্রান্ত হয়ে থাকেন। যার ফলে গত বছর কোপা আমেরিকার পাশাপাশি এ বছর কলম্বিয়া, আর্জেন্টিনা, ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে বাছাইপর্বেও খেলতে পারেননি ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। ব্রাজিলের পরের ম্যাচ ৫ সেপ্টেম্বর চিলির বিপক্ষে। আন্তর্জাতিক ফুটবলে ফেরার ইঙ্গিত দিয়ে নেইমার বলেন, ‘আমার খেলার ধরন সবাই জানে। এখন আমাকে পাওয়া যাবে। ভালো বোধ করছি। সিদ্ধান্তটা এখন তাদের।’
সাও পাওলোর মরুম্বিস স্টেডিয়ামে সান্তোস-জুভেন্তুদ ম্যাচ দেখতে এসেছেন প্রায় ৩৮ হাজার দর্শক। ৩৭ মিনিটে জুভেন্তুদের গোলরক্ষক রুয়ান দি সোউসা কার্নেইরো প্রথমে গোল ঠেকিয়েছেন। ফিরতি সুযোগে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন নেইমার। ৪০ মিনিটে সান্তোসের দ্বিতীয় গোল করেন আলভারো ব্যারেয়াল। ৪৫ মিনিটের পর অতিরিক্ত ১ মিনিটে গোল করে ব্যবধান কমান জুভেন্তুদ ডিফেন্ডার উইল্কার অ্যাঞ্জেল। প্রথমার্ধ ২-১ গোলে শেষ করা সান্তোসের তৃতীয় গোলের জন্য একটু বেশিই অপেক্ষা করতে হয়েছে। ৮০ মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করেন নেইমার। এ জয়ে ১৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে সিরি আ পয়েন্ট তালিকায় ১৫ নম্বরে নেইমারের দল। আর এ বছরের ফেব্রুয়ারিতে সান্তোসে ফেরার পর ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৭ ম্যাচে তিনি করলেন ৬ গোল।
৫ সেপ্টেম্বর বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০ মিনিটে রিও ডি জেনিরোয় শুরু হবে ব্রাজিল-চিলি ম্যাচ। এরপর বলিভিয়ার বিপক্ষে ব্রাজিল খেলবে ১০ সেপ্টেম্বর। বাংলাদেশ সময় ভোররাত সাড়ে ৫টায় এল আলতো মিউনিসিপাল স্টেডিয়ামে শুরু হবে ব্রাজিল-বলিভিয়া ম্যাচ। ব্রাজিলের এই দুটি ম্যাচই বিশ্বকাপ বাছাইপর্বের অন্তর্ভুক্ত। আজ সান্তোসের ম্যাচের পর নেইমার সরাসরি না বললেও জাতীয় দলে ফেরার ইঙ্গিত তো দিয়েছেন। ২২ মাস পর আন্তর্জাতিক ফুটবলে ফিরতে পারেন কি না, সেটা সময়ই বলে দেবে।
শৈশবের ক্লাব সান্তোসে ফেরার পরও নিজেকে সেভাবে মেলে ধরতে পারছিলেন না নেইমার। জোড়া গোল তো দূরে থাক, ব্রাজিলের ফরোয়ার্ড গোলই পেতেন কালেভদ্রে। অবশেষে আজ সান্তোসের জার্সিতে করলেন জোড়া গোল। তাঁর এমন পারফরম্যান্সে ভক্ত-সমর্থকেরা স্বাভাবিকভাবেই ব্রাজিলের জার্সিতে দেখতে মুখিয়ে রয়েছেন।
বাংলাদেশ সময় আজ সকালে ব্রাজিলের ঘরোয়া টুর্নামেন্ট সিরি আতে মুখোমুখি হয়েছে সান্তোস-জুভেন্তুদ। সাও পাওলোর মরুম্বিস স্টেডিয়ামে তখন অনুশীলনে ব্যস্ত সান্তোসের ফুটবলাররা। খেলা দেখতে এসেছেন নেইমারের বান্ধবী ব্রুনা বিয়ানকার্দি, কন্যা মাভি, বিয়ানকার্দির বাবা এবং তাঁদের ব্যক্তিগত নিরাপত্তাকর্মী। কন্যার টানে নেইমার ছুটে যান গ্যালারির দিকে। কন্যা মাভির গালে চুমু খেয়ে মাঠে ফিরে এসেই ব্রাজিলের ফরোয়ার্ড দেখিয়েছেন ঝলক। নেইমারের জোড়া গোলে সান্তোস জিতেছে ৩-১ গোলে।
সান্তোসের হয়ে খেললেও ব্রাজিল দলে নেইমার যেন ‘অমাবস্যার চাঁদ’। আন্তর্জাতিক ফুটবলে সবশেষ তিনি খেলেছেন ২০২৩-এর অক্টোবরে। উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের সেই ম্যাচের পর ব্রাজিল গত বছর কোপা আমেরিকা খেলেছে। তবে নেইমার যে নিয়মিতই চোটে আক্রান্ত হয়ে থাকেন। যার ফলে গত বছর কোপা আমেরিকার পাশাপাশি এ বছর কলম্বিয়া, আর্জেন্টিনা, ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে বাছাইপর্বেও খেলতে পারেননি ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। ব্রাজিলের পরের ম্যাচ ৫ সেপ্টেম্বর চিলির বিপক্ষে। আন্তর্জাতিক ফুটবলে ফেরার ইঙ্গিত দিয়ে নেইমার বলেন, ‘আমার খেলার ধরন সবাই জানে। এখন আমাকে পাওয়া যাবে। ভালো বোধ করছি। সিদ্ধান্তটা এখন তাদের।’
সাও পাওলোর মরুম্বিস স্টেডিয়ামে সান্তোস-জুভেন্তুদ ম্যাচ দেখতে এসেছেন প্রায় ৩৮ হাজার দর্শক। ৩৭ মিনিটে জুভেন্তুদের গোলরক্ষক রুয়ান দি সোউসা কার্নেইরো প্রথমে গোল ঠেকিয়েছেন। ফিরতি সুযোগে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন নেইমার। ৪০ মিনিটে সান্তোসের দ্বিতীয় গোল করেন আলভারো ব্যারেয়াল। ৪৫ মিনিটের পর অতিরিক্ত ১ মিনিটে গোল করে ব্যবধান কমান জুভেন্তুদ ডিফেন্ডার উইল্কার অ্যাঞ্জেল। প্রথমার্ধ ২-১ গোলে শেষ করা সান্তোসের তৃতীয় গোলের জন্য একটু বেশিই অপেক্ষা করতে হয়েছে। ৮০ মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করেন নেইমার। এ জয়ে ১৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে সিরি আ পয়েন্ট তালিকায় ১৫ নম্বরে নেইমারের দল। আর এ বছরের ফেব্রুয়ারিতে সান্তোসে ফেরার পর ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৭ ম্যাচে তিনি করলেন ৬ গোল।
৫ সেপ্টেম্বর বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০ মিনিটে রিও ডি জেনিরোয় শুরু হবে ব্রাজিল-চিলি ম্যাচ। এরপর বলিভিয়ার বিপক্ষে ব্রাজিল খেলবে ১০ সেপ্টেম্বর। বাংলাদেশ সময় ভোররাত সাড়ে ৫টায় এল আলতো মিউনিসিপাল স্টেডিয়ামে শুরু হবে ব্রাজিল-বলিভিয়া ম্যাচ। ব্রাজিলের এই দুটি ম্যাচই বিশ্বকাপ বাছাইপর্বের অন্তর্ভুক্ত। আজ সান্তোসের ম্যাচের পর নেইমার সরাসরি না বললেও জাতীয় দলে ফেরার ইঙ্গিত তো দিয়েছেন। ২২ মাস পর আন্তর্জাতিক ফুটবলে ফিরতে পারেন কি না, সেটা সময়ই বলে দেবে।
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৮ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৯ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
১০ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
১১ ঘণ্টা আগে