‘একবার না পারিলে দেখ শতবার’—কালীপ্রসন্ন ঘোষের জনপ্রিয় এই কবিতার লাইনের বাস্তব প্রমাণের চেষ্টা গতকাল করছিলেন রোমেলু লুকাকু। ইস্তাম্বুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ম্যানচেস্টার সিটির জালে বল জড়ানোর চেষ্টা তিনি করেছেন অনেকবার। তবে একের পর এক সুযোগ হাতছাড়া করেছেন ইন্টার মিলানের এই স্ট্রাইকার।
ম্যান সিটির বিপক্ষে গতকাল ইন্টার সমতায় ফেরার সুযোগ হাতছাড়া করেছে লুকাকুর ভুলেই। ৭০ মিনিটে ফেদেরিকো দিমার্কোর হেড দুর্ভাগ্যজনকভাবে সিটির গোলবারে লেগে ফেরত আসে। ফিরতি চেষ্টায় বল জড়ানোর চেষ্টা করেন দিমার্কো। ইন্টারের এই লেফট ব্যাকের সামনে এসে পড়েন লুকাকু। সমতায় ফেরার অন্যতম সহজ সুযোগ হাতছাড়া হয়েছে এখানেই। ৭৩ মিনিটে সিটির লক্ষ্য বরাবর শট করেন লুকাকু। সিটি গোলরক্ষক এদেরসন তা দারুণভাবে ঠেকিয়ে দিয়েছেন। ৮৮ মিনিটে আরও একবার সুযোগ পেয়েছেন লুকাকু। ইন্টারের এই স্ট্রাইকারকে কাটব্যাক করে পাস দিয়েছিলেন রবিন গোসেনস। লুকাকু হেডে গোল করার চেষ্টা করলেও এদেরসনের দৃঢ়তায় তা আর সম্ভব হয়নি। আর ৯০ মিনিটে পাওয়া শেষ সুযোগটুকুও কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন বেলজিয়ান এই স্ট্রাইকার।
সুযোগ পেয়েও কাজে লাগাতে না পারার ব্যর্থতা লুকাকুর কাছে নতুন কিছু নয়। ২০২২ ফুটবল বিশ্বকাপে তাঁর ভুলে বেলজিয়াম বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকেই। বিশ্বকাপে লুকাকুর অফ ফর্মের কথাই যেন মনে করালেন মাশরাফি বিন মর্তুজা। ফাইনালের পর বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ফেসবুকে লিখেছেন, ‘লুকাকু বিশ্বকাপের ফর্মই ধরে রাখল। যার কারণে বেলজিয়ামকে ভুগতে হয়েছিল। এত সহজ গোল মিস। তারপর গোলে যাওয়া বল নিজের পায়ে লাগিয়ে নিল।’
২০২২-২৩ মৌসুমে লুকাকু সব প্রতিযোগিতা মিলে খেলেছেন ৩৭ ম্যাচ। করেছেন ১৪ গোল ও ৭ গোলে অ্যাসিস্ট করেছেন, যার মধ্যে চ্যাম্পিয়নস লিগে করেছেন ৩ গোল।
‘একবার না পারিলে দেখ শতবার’—কালীপ্রসন্ন ঘোষের জনপ্রিয় এই কবিতার লাইনের বাস্তব প্রমাণের চেষ্টা গতকাল করছিলেন রোমেলু লুকাকু। ইস্তাম্বুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ম্যানচেস্টার সিটির জালে বল জড়ানোর চেষ্টা তিনি করেছেন অনেকবার। তবে একের পর এক সুযোগ হাতছাড়া করেছেন ইন্টার মিলানের এই স্ট্রাইকার।
ম্যান সিটির বিপক্ষে গতকাল ইন্টার সমতায় ফেরার সুযোগ হাতছাড়া করেছে লুকাকুর ভুলেই। ৭০ মিনিটে ফেদেরিকো দিমার্কোর হেড দুর্ভাগ্যজনকভাবে সিটির গোলবারে লেগে ফেরত আসে। ফিরতি চেষ্টায় বল জড়ানোর চেষ্টা করেন দিমার্কো। ইন্টারের এই লেফট ব্যাকের সামনে এসে পড়েন লুকাকু। সমতায় ফেরার অন্যতম সহজ সুযোগ হাতছাড়া হয়েছে এখানেই। ৭৩ মিনিটে সিটির লক্ষ্য বরাবর শট করেন লুকাকু। সিটি গোলরক্ষক এদেরসন তা দারুণভাবে ঠেকিয়ে দিয়েছেন। ৮৮ মিনিটে আরও একবার সুযোগ পেয়েছেন লুকাকু। ইন্টারের এই স্ট্রাইকারকে কাটব্যাক করে পাস দিয়েছিলেন রবিন গোসেনস। লুকাকু হেডে গোল করার চেষ্টা করলেও এদেরসনের দৃঢ়তায় তা আর সম্ভব হয়নি। আর ৯০ মিনিটে পাওয়া শেষ সুযোগটুকুও কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন বেলজিয়ান এই স্ট্রাইকার।
সুযোগ পেয়েও কাজে লাগাতে না পারার ব্যর্থতা লুকাকুর কাছে নতুন কিছু নয়। ২০২২ ফুটবল বিশ্বকাপে তাঁর ভুলে বেলজিয়াম বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকেই। বিশ্বকাপে লুকাকুর অফ ফর্মের কথাই যেন মনে করালেন মাশরাফি বিন মর্তুজা। ফাইনালের পর বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ফেসবুকে লিখেছেন, ‘লুকাকু বিশ্বকাপের ফর্মই ধরে রাখল। যার কারণে বেলজিয়ামকে ভুগতে হয়েছিল। এত সহজ গোল মিস। তারপর গোলে যাওয়া বল নিজের পায়ে লাগিয়ে নিল।’
২০২২-২৩ মৌসুমে লুকাকু সব প্রতিযোগিতা মিলে খেলেছেন ৩৭ ম্যাচ। করেছেন ১৪ গোল ও ৭ গোলে অ্যাসিস্ট করেছেন, যার মধ্যে চ্যাম্পিয়নস লিগে করেছেন ৩ গোল।
এশিয়া কাপের আগে বাংলাদেশের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলার কথা ছিল ভারতের। কিন্তু সেই সিরিজ পিছিয়ে নেওয়া হয়েছে আগামী বছরে। এশিয়া কাপের আগে তাই আর কোনো সিরিজ নেই তাদের।
৩ ঘণ্টা আগেএশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজ সামনে রেখে ভোর থেকেই ব্যস্ততা বাড়ে মিরপুরের হোম অব ক্রিকেটের জিমে। বিসিবির স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ নাথান কেলি জিম থেকে মূল মাঠ, আবার সেখান থেকে পল্টনের জাতীয় স্টেডিয়াম পর্যন্ত ছুটছেন একঝাঁক ক্রিকেটার নিয়ে। উদ্দেশ্য তাঁর একটাই ক্রিকেটারদের ফিটনেসকে পোক্ত করে তোলা। ভাল
৩ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
৪ ঘণ্টা আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
৫ ঘণ্টা আগে