Ajker Patrika

মেসিকে না খেলানোয় আয়োজকদের ডলার কাটার ইঙ্গিত হংকং সরকারের

মেসিকে না খেলানোয় আয়োজকদের ডলার কাটার ইঙ্গিত হংকং সরকারের

ইন্টার মায়ামির একাদশে এখন লিওনেল মেসির দেখা না পাওয়া যেন এখন চেনাপরিচিত দৃশ্য হয়ে গেছে। কখনো তিনি নামছেন বদলি খেলোয়াড় হিসেবে শেষ মুহূর্তে। কখনোবা তিনি খেলছেনই না। 

হংকং একাদশের বিপক্ষে গতকাল হংকং স্টেডিয়ামে মুখোমুখি হয় ইন্টার মায়ামি। এই ম্যাচের আয়োজক ছিল টেটলার এশিয়া। ম্যাচটি দেখতে স্টেডিয়ামে ছিল উপচে পড়া ভিড়। এত পরিমাণ ভক্ত-সমর্থকের আসার কারণ যে মেসিকে দেখা, সেটা আর না বললেও চলছে। কিন্তু ম্যাচে মেসিকে নামানো হয়নি এক মিনিটও। তাতে আয়োজকদের ওপর অসন্তোষ প্রকাশ করেছে হংকং সরকার। একই সঙ্গে তাদের (আয়োজক) থেকে ডলার কেটে নেওয়ার ইঙ্গিত দিয়েছে দেশটির সরকার। সরকারের পক্ষ থেকে এক বিবৃতি বলা হয়েছে, ‘মেজর স্পোর্টস ইভেন্ট কমিটি (এমএসইসি) ১৯ লাখ ২০ হাজার মার্কিন ডলার অনুদান দিয়েছিল, বাংলাদেশি মুদ্রায় তা ২১ কোটি ২৭ লাখ টাকা। এর মধ্যে ১০ লাখ ডলার (১১ কোটি ৮ লাখ টাকা) ছিল স্টেডিয়ামের জন্য। মেসিকে আজ না খেলানোয় সরকারের পাশাপাশি ফুটবল ভক্তরা আয়োজকদের আয়োজন নিয়ে ভীষণ হতাশ। সব ফুটবল সমর্থকদের কাছে এর ব্যাখ্যা আয়োজকদের দিতে হবে। মেসি না খেলায় তহবিলের পরিমাণ কমে গেছে। শর্তাবলী দেখে আয়োজকদের ওপর ব্যবস্থা নেবে এমএসইসি।’ 

লিওনেল মেসিকে দেখতে এভাবেই ভক্ত-সমর্থকেরা গ্যালারিতে অধীর আগ্রহে অপেক্ষা করেন। ছবি: এএফপি হংকং একাদশের বিপক্ষে গতকাল ৪-১ গোলে জিতেছে ইন্টার মায়ামি। মায়ামির গোল চারটি করেছেন রবার্ট টেলর, লসন কোনারি সান্ডারল্যান্ড, লিওনার্দো কাম্পানো ও রায়ান সেইলর। অন্যদিকে এই ম্যাচে মেসি যেমন খেলেননি, তেমনি ছিলেন না লুইস সুয়ারেজও। দ্বিতীয়ার্ধ থেকেই টিকিটের টাকা ফেরত পাওয়ার দাবি তোলেন গ্যালারিতে উপস্থিত দর্শকেরা। এমনকি ম্যাচ শেষে মেসিকে না খেলানোয় ক্ষমা চেয়েছেন মায়ামির কোচ জেরার্দো টাটা মার্তিনো। আয়োজক টেটলার এশিয়া পরে এক বিবৃতিতে বলেছে, ‘সংবাদমাধ্যমে বেশ কিছু সংবাদ প্রকাশ হওয়ার পরও টেটলার মেসি বা সুয়ারেজের না খেলার ব্যাপারে কোনো কিছুই জানত না টেটলার।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত