মাঠের পারফরম্যান্স তো বটেই, মাঠের বাইরের ঘটনাতেও ক্রিস্টিয়ানো রোনালদো থাকেন আলোচনায়। তাঁর যেমন অনেক ভক্তও রয়েছেন, তেমনি অনেকের অপছন্দের তালিকাতেও আছেন রোনালদো। জন ওবি মিকেল হচ্ছেন রোনালদোকে অপছন্দ করা লোকদের একজন। সাবেক নাইজেরিয়ান এই ফুটবলার রোনালদোর অহংকে দায়ী করেছেন।
রোনালদো মূলত আলোচনায় এসেছেন কদিন আগে ম্যানচেস্টার ইউনাইটেডের ব্যাপারে পিয়ার্স মরগানকে বিশাল সাক্ষাৎকার দিয়ে। ইউনাইটেডের ক্লাব কর্মকর্তা, সাবেক সতীর্থ, মালিকপক্ষ সবাইকে কাঠগড়ায় তুলেছিলেন রোনালদো। যার পরিপ্রেক্ষিতে রোনালদোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ইউনাইটেড। রোনালদো এখন হয়ে যান ফ্রি-এজেন্ট। চেলসিসহ বিভিন্ন ক্লাবে তাঁর যাওয়ার ব্যাপারে গুঞ্জন রয়েছে।
রোনালদোর এমন সাক্ষাৎকার মোটেও পছন্দ হয়নি মিকেলের। এই ব্যাপারে চেলসিকে সতর্ক করে দিয়ে সাবেক নাইজেরিয়ান তারকা বলেন, ‘আমি কখনোই রোনালদোর ভক্ত ছিলাম না। আমার কাছে, যখন একজন খেলোয়াড়ের এত বেশি অহং থাকে, আমি তাকে পছন্দ করি না। সে (রোনালদো) কখনোই আমার প্রিয় খেলোয়াড় ছিল না। আমি বোঝাতে চাচ্ছি, যখন কেউ এমন সাক্ষাৎকার দেয়, তাহলে সে যখন জানুয়ারিতে আপনার ক্লাবে আসবে, সে কি এমন কাজ আবারও করবে না। আমার মতে, প্রত্যেক ক্লাবের এসব ব্যাপারে সচেতন থাকা উচিত।’
মিকেল আরও বলেন, ‘আমার মনে হচ্ছে, সে জানুয়ারিতে আরেকটা ক্লাবে যাচ্ছে এবং ফুটবল ক্যারিয়ার আরও লম্বা করবে। কিন্তু আমার মতে, সে খুবই বাজে একটা কাজ করেছে। আমার মতে, তার সাক্ষাৎকার দেওয়া উচিত হয়নি।’
আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা হচ্ছেন রোনালদো। পর্তুগালের জার্সিতে এখন পর্যন্ত ১৯২ ম্যাচে ১১৮ গোল করেছেন রোনালদো। অ্যাসিস্ট করেছেন ৪৩ গোলে। বিশ্বকাপে ১৮ ম্যাচে করেছেন ৮ গোল, ২ গোলে অ্যাসিস্ট করেছেন। আর ক্লাব ফুটবলে ৯৪৯ ম্যাচ খেলে করেছেন ৭০১ গোল। অ্যাসিস্ট করেছেন ২২৩ গোলে।
মাঠের পারফরম্যান্স তো বটেই, মাঠের বাইরের ঘটনাতেও ক্রিস্টিয়ানো রোনালদো থাকেন আলোচনায়। তাঁর যেমন অনেক ভক্তও রয়েছেন, তেমনি অনেকের অপছন্দের তালিকাতেও আছেন রোনালদো। জন ওবি মিকেল হচ্ছেন রোনালদোকে অপছন্দ করা লোকদের একজন। সাবেক নাইজেরিয়ান এই ফুটবলার রোনালদোর অহংকে দায়ী করেছেন।
রোনালদো মূলত আলোচনায় এসেছেন কদিন আগে ম্যানচেস্টার ইউনাইটেডের ব্যাপারে পিয়ার্স মরগানকে বিশাল সাক্ষাৎকার দিয়ে। ইউনাইটেডের ক্লাব কর্মকর্তা, সাবেক সতীর্থ, মালিকপক্ষ সবাইকে কাঠগড়ায় তুলেছিলেন রোনালদো। যার পরিপ্রেক্ষিতে রোনালদোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ইউনাইটেড। রোনালদো এখন হয়ে যান ফ্রি-এজেন্ট। চেলসিসহ বিভিন্ন ক্লাবে তাঁর যাওয়ার ব্যাপারে গুঞ্জন রয়েছে।
রোনালদোর এমন সাক্ষাৎকার মোটেও পছন্দ হয়নি মিকেলের। এই ব্যাপারে চেলসিকে সতর্ক করে দিয়ে সাবেক নাইজেরিয়ান তারকা বলেন, ‘আমি কখনোই রোনালদোর ভক্ত ছিলাম না। আমার কাছে, যখন একজন খেলোয়াড়ের এত বেশি অহং থাকে, আমি তাকে পছন্দ করি না। সে (রোনালদো) কখনোই আমার প্রিয় খেলোয়াড় ছিল না। আমি বোঝাতে চাচ্ছি, যখন কেউ এমন সাক্ষাৎকার দেয়, তাহলে সে যখন জানুয়ারিতে আপনার ক্লাবে আসবে, সে কি এমন কাজ আবারও করবে না। আমার মতে, প্রত্যেক ক্লাবের এসব ব্যাপারে সচেতন থাকা উচিত।’
মিকেল আরও বলেন, ‘আমার মনে হচ্ছে, সে জানুয়ারিতে আরেকটা ক্লাবে যাচ্ছে এবং ফুটবল ক্যারিয়ার আরও লম্বা করবে। কিন্তু আমার মতে, সে খুবই বাজে একটা কাজ করেছে। আমার মতে, তার সাক্ষাৎকার দেওয়া উচিত হয়নি।’
আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা হচ্ছেন রোনালদো। পর্তুগালের জার্সিতে এখন পর্যন্ত ১৯২ ম্যাচে ১১৮ গোল করেছেন রোনালদো। অ্যাসিস্ট করেছেন ৪৩ গোলে। বিশ্বকাপে ১৮ ম্যাচে করেছেন ৮ গোল, ২ গোলে অ্যাসিস্ট করেছেন। আর ক্লাব ফুটবলে ৯৪৯ ম্যাচ খেলে করেছেন ৭০১ গোল। অ্যাসিস্ট করেছেন ২২৩ গোলে।
চীনের চেংদুতে চলছে ওয়ার্ল্ড গেমস। এই প্রতিযোগিতায় অংশ নিয়ে অসুস্থ হয়ে না ফেরার দেশে চলে গেছেন ইতালির ওরিয়েন্টিয়ারিং অ্যাথলেট মাত্তিয়া দেবের্তোলিস। গত ৮ আগস্ট প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময় অজ্ঞান হয়ে পড়ে যান দেবোর্তোলিস। এর চার দিন পর গতকাল মারা যান ২৯ বছর বয়সী এই অ্যাথলেট।
২৬ মিনিট আগেএশিয়া কাপের আগে বাংলাদেশের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলার কথা ছিল ভারতের। কিন্তু সেই সিরিজ পিছিয়ে নেওয়া হয়েছে আগামী বছরে। এশিয়া কাপের আগে তাই আর কোনো সিরিজ নেই তাদের।
৩ ঘণ্টা আগেএশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজ সামনে রেখে ভোর থেকেই ব্যস্ততা বাড়ে মিরপুরের হোম অব ক্রিকেটের জিমে। বিসিবির স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ নাথান কেলি জিম থেকে মূল মাঠ, আবার সেখান থেকে পল্টনের জাতীয় স্টেডিয়াম পর্যন্ত ছুটছেন একঝাঁক ক্রিকেটার নিয়ে। উদ্দেশ্য তাঁর একটাই ক্রিকেটারদের ফিটনেসকে পোক্ত করে তোলা। ভাল
৪ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
৫ ঘণ্টা আগে