Ajker Patrika

‘আমি কখনোই রোনালদোর ভক্ত ছিলাম না’

‘আমি কখনোই রোনালদোর ভক্ত ছিলাম না’

মাঠের পারফরম্যান্স তো বটেই, মাঠের বাইরের ঘটনাতেও ক্রিস্টিয়ানো রোনালদো থাকেন আলোচনায়। তাঁর যেমন অনেক ভক্তও রয়েছেন, তেমনি অনেকের অপছন্দের তালিকাতেও আছেন রোনালদো। জন ওবি মিকেল হচ্ছেন রোনালদোকে অপছন্দ করা লোকদের একজন। সাবেক নাইজেরিয়ান এই ফুটবলার রোনালদোর অহংকে দায়ী করেছেন। 

রোনালদো মূলত আলোচনায় এসেছেন কদিন আগে ম্যানচেস্টার ইউনাইটেডের ব্যাপারে পিয়ার্স মরগানকে বিশাল সাক্ষাৎকার দিয়ে। ইউনাইটেডের ক্লাব কর্মকর্তা, সাবেক সতীর্থ, মালিকপক্ষ সবাইকে কাঠগড়ায় তুলেছিলেন রোনালদো। যার পরিপ্রেক্ষিতে রোনালদোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ইউনাইটেড। রোনালদো এখন হয়ে যান ফ্রি-এজেন্ট। চেলসিসহ বিভিন্ন ক্লাবে তাঁর যাওয়ার ব্যাপারে গুঞ্জন রয়েছে।

রোনালদোর এমন সাক্ষাৎকার মোটেও পছন্দ হয়নি মিকেলের। এই ব্যাপারে চেলসিকে সতর্ক করে দিয়ে সাবেক নাইজেরিয়ান তারকা বলেন, ‘আমি কখনোই রোনালদোর ভক্ত ছিলাম না। আমার কাছে, যখন একজন খেলোয়াড়ের এত বেশি অহং থাকে, আমি তাকে পছন্দ করি না। সে (রোনালদো) কখনোই আমার প্রিয় খেলোয়াড় ছিল না। আমি বোঝাতে চাচ্ছি, যখন কেউ এমন সাক্ষাৎকার দেয়, তাহলে সে যখন জানুয়ারিতে আপনার ক্লাবে আসবে, সে কি এমন কাজ আবারও করবে না। আমার মতে, প্রত্যেক ক্লাবের এসব ব্যাপারে সচেতন থাকা উচিত।’

মিকেল আরও বলেন, ‘আমার মনে হচ্ছে, সে জানুয়ারিতে আরেকটা ক্লাবে যাচ্ছে এবং ফুটবল ক্যারিয়ার আরও লম্বা করবে। কিন্তু আমার মতে, সে খুবই বাজে একটা কাজ করেছে। আমার মতে, তার সাক্ষাৎকার দেওয়া উচিত হয়নি।’

আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা হচ্ছেন রোনালদো। পর্তুগালের জার্সিতে এখন পর্যন্ত ১৯২ ম্যাচে ১১৮ গোল করেছেন রোনালদো। অ্যাসিস্ট করেছেন ৪৩ গোলে। বিশ্বকাপে ১৮ ম্যাচে করেছেন ৮ গোল, ২ গোলে অ্যাসিস্ট করেছেন। আর ক্লাব ফুটবলে ৯৪৯ ম্যাচ খেলে করেছেন ৭০১ গোল। অ্যাসিস্ট করেছেন ২২৩ গোলে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত