টান-টান উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচটির বয়স তখন ৮০ মিনিট। ১-১ গোলে বিরাজ করছে সমতা। এ অবস্থা থেকে শিরোপা জিততে পারে যেকোনো দল। জয়সূচক গোল করে মহানায়ক বনে যেতে পারেন যে কেউ।
মিলানের ঐতিহাসিক সান সিরোতে গত রাতে উয়েফা নেশনস লিগের শ্রেষ্ঠত্বের মঞ্চের সেই মহানায়ক কিলিয়ান এমবাপ্পে। থিও হার্নান্দেজের দারুণ এক পাসে জাল কাঁপান প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) তারকা। স্পেনকে ২-১ গোলে হারিয়ে প্রথমবার নেশনস লিগের শিরোপা জেতে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স।
তবে এমবাপ্পের গোল নিয়ে উঠেছে বিতর্কের ঝড়। স্প্যানিশদের দাবি, অফসাইডে ছিলেন ফরাসি ফরোয়ার্ড। রেফারিকে গোল বাতিলের অনুরোধও জানান সার্জিও বুসকেটস-সিজার আজপিলিকুয়েতারা।
টিভি রিপ্লেতেও দেখা যায়, থিও হার্নান্দেজ এমবাপ্পের উদ্দেশ্যে বল বাড়ানোর সময় অফসাইডে ছিলেন তিনি। তাহলে কেন বাতিল করা হলো না সেই গোল?
ম্যাচ শেষে এর ব্যাখ্যা দিয়েছেন রেফারি অ্যান্থনি টেলর। ৪২ বছর বয়সী ইংলিশ রেফারি স্পেনের অধিনায়ক বুসকেটসকে জানিয়েছেন, এমবাপ্পে বল রিসিভ করার আগে ছোঁয়া লাগিয়েছিলেন স্প্যানিশ ডিফেন্ডার এরিক গার্সিয়া। ফুটবলের নতুন নিয়মে এটা অফসাইড নয়।
রেফারির এ ব্যাখ্যায় দ্বিমত পোষণ করেছেন বুসকেটস। আরটিভিইকে তিনি বলেছেন, ‘এমবাপ্পে সামনে থাকায় সে (এরিক গার্সিয়া) বল থামাতে চেয়েছিল। সব ডিফেন্ডার সচরাচর যা করে, সেও তাই করেছে। কিন্তু বলটা এমবাপ্পের পায়ে যেতেই অনসাইড হয়ে গেল। এটা অজ্ঞের মতো সিদ্ধান্ত।’
সামাজিক যোগাযোগমাধ্যম রেফারি টেলরকে ধুয়ে দিয়েছেন স্প্যানিশ সমর্থকেরাও। একজন লিখেছেন, ‘অন্ধ রেফারি। এমবাপ্পে যদি অনসাইডে থাকেন, তাহলে কুন্দের (ফরাসি ডিফেন্ডার জুলস কুন্দে) হ্যান্ডবলে কেন স্পেনকে পেনাল্টি দেওয়া হলো না? তাঁর চোখে কি কিছুই পড়েনি?’
টান-টান উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচটির বয়স তখন ৮০ মিনিট। ১-১ গোলে বিরাজ করছে সমতা। এ অবস্থা থেকে শিরোপা জিততে পারে যেকোনো দল। জয়সূচক গোল করে মহানায়ক বনে যেতে পারেন যে কেউ।
মিলানের ঐতিহাসিক সান সিরোতে গত রাতে উয়েফা নেশনস লিগের শ্রেষ্ঠত্বের মঞ্চের সেই মহানায়ক কিলিয়ান এমবাপ্পে। থিও হার্নান্দেজের দারুণ এক পাসে জাল কাঁপান প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) তারকা। স্পেনকে ২-১ গোলে হারিয়ে প্রথমবার নেশনস লিগের শিরোপা জেতে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স।
তবে এমবাপ্পের গোল নিয়ে উঠেছে বিতর্কের ঝড়। স্প্যানিশদের দাবি, অফসাইডে ছিলেন ফরাসি ফরোয়ার্ড। রেফারিকে গোল বাতিলের অনুরোধও জানান সার্জিও বুসকেটস-সিজার আজপিলিকুয়েতারা।
টিভি রিপ্লেতেও দেখা যায়, থিও হার্নান্দেজ এমবাপ্পের উদ্দেশ্যে বল বাড়ানোর সময় অফসাইডে ছিলেন তিনি। তাহলে কেন বাতিল করা হলো না সেই গোল?
ম্যাচ শেষে এর ব্যাখ্যা দিয়েছেন রেফারি অ্যান্থনি টেলর। ৪২ বছর বয়সী ইংলিশ রেফারি স্পেনের অধিনায়ক বুসকেটসকে জানিয়েছেন, এমবাপ্পে বল রিসিভ করার আগে ছোঁয়া লাগিয়েছিলেন স্প্যানিশ ডিফেন্ডার এরিক গার্সিয়া। ফুটবলের নতুন নিয়মে এটা অফসাইড নয়।
রেফারির এ ব্যাখ্যায় দ্বিমত পোষণ করেছেন বুসকেটস। আরটিভিইকে তিনি বলেছেন, ‘এমবাপ্পে সামনে থাকায় সে (এরিক গার্সিয়া) বল থামাতে চেয়েছিল। সব ডিফেন্ডার সচরাচর যা করে, সেও তাই করেছে। কিন্তু বলটা এমবাপ্পের পায়ে যেতেই অনসাইড হয়ে গেল। এটা অজ্ঞের মতো সিদ্ধান্ত।’
সামাজিক যোগাযোগমাধ্যম রেফারি টেলরকে ধুয়ে দিয়েছেন স্প্যানিশ সমর্থকেরাও। একজন লিখেছেন, ‘অন্ধ রেফারি। এমবাপ্পে যদি অনসাইডে থাকেন, তাহলে কুন্দের (ফরাসি ডিফেন্ডার জুলস কুন্দে) হ্যান্ডবলে কেন স্পেনকে পেনাল্টি দেওয়া হলো না? তাঁর চোখে কি কিছুই পড়েনি?’
এশিয়া কাপের আগে বাংলাদেশের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলার কথা ছিল ভারতের। কিন্তু সেই সিরিজ পিছিয়ে নেওয়া হয়েছে আগামী বছরে। এশিয়া কাপের আগে তাই আর কোনো সিরিজ নেই তাদের।
৩ ঘণ্টা আগেএশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজ সামনে রেখে ভোর থেকেই ব্যস্ততা বাড়ে মিরপুরের হোম অব ক্রিকেটের জিমে। বিসিবির স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ নাথান কেলি জিম থেকে মূল মাঠ, আবার সেখান থেকে পল্টনের জাতীয় স্টেডিয়াম পর্যন্ত ছুটছেন একঝাঁক ক্রিকেটার নিয়ে। উদ্দেশ্য তাঁর একটাই ক্রিকেটারদের ফিটনেসকে পোক্ত করে তোলা। ভাল
৩ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
৪ ঘণ্টা আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
৫ ঘণ্টা আগে