নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ নিয়ে উন্মাদনা শুরু হয়েছে কদিন আগে থেকেই। ঢাকার জাতীয় স্টেডিয়ামে খেলা দেখতে দেশের বিভিন্ন এলাকা থেকে চলে আসছেন হাজার-হাজার ভক্ত-সমর্থক। কিন্তু চাইলেই তো সবাই স্টেডিয়ামে বসে খেলা দেখতে পারবেন না।
বাংলাদেশ সময় আজ সন্ধ্যা ৭টায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ। তবে এই ম্যাচ মাঠে বসে দেখার সুযোগ না থাকলেও ভক্ত-সমর্থকদের হতাশ হওয়ার সুযোগ নেই। ম্যাচের অফিশিয়াল সম্প্রচারক টি স্পোর্টস জানিয়েছে, দেশের আট জায়গায় জায়ান্ট স্ক্রিনে খেলা দেখানো হবে। সেই আট স্থান হচ্ছে ঢাকার রবীন্দ্র সরোবর, চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম, বরিশালের বেলস পার্ক, ময়মনসিংহের জেলা পরিষদ চত্বর, রংপুরের জেলা পরিষদ চত্বর, সিলেটের জিরো পয়েন্ট, রাজশাহীর নানকিং বাজার ও খুলনার শিববাড়ি মোড়।
ঢাকার রূপনগর-পল্লবী এলাকায় ১২ স্থানে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখার ব্যবস্থা করেছেন বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে তিনি বলেন, ‘ঢাকা-১৬ আসনের (রূপনগর ও পল্লবী থানা) ১২ স্থানে বড় পর্দায় খেলা দেখানো হবে। সেই জায়গাগুলো হচ্ছে: ঘরোয়া মোড়, দুয়ারিপাড়া মোড়, দোরেন মোড়, ট-ব্লক মোড়, পার্ক কলোনি মোড়, মধ্য রাস্তা মোড় (সেকশন-৭, উত্তর সাইড), শহীদ আসিফ চত্বর (ধানসিঁড়ি স্কুল মোড়), মুসলিম বাজার ঈদগাহ মাঠ, শহীদ জিয়া মহিলা কলেজ (ই ব্লক মোড়), লালমাটিয়া স্ট্যান্ড (বাউনিয়াবাদ, মিরপুর-১১ মোড়), আলুবদি পুরাতন স্ট্যান্ড-আমতলা ও বায়তুল আমান জামে মসজিদ মোড় (১১/সি, পল্লবী)।’
সিঙ্গাপুরের বিপক্ষে নামার আগে বাংলাদেশ ফুটবল দল নিজেদের ঝালিয়ে নিয়েছে দারুণভাবে। ৪ জুন জাতীয় স্টেডিয়ামে প্রীতি ম্যাচে ভুটানের বিপক্ষে ২-০ গোলে জেতে বাংলাদেশ। ৬ ও ৪৯ মিনিটে হামজা ও সোহেল রানা গোল করেন। যেখানে জামালের কর্নার থেকে ক্রস রিসিভ করে হেডে লক্ষ্যভেদ করেন হামজা। গোলের পর হামজার উচ্ছ্বাস ছিল দেখার মতো। আর সোহেল দূরপাল্লার শটে চোখধাঁধানো এক গোল করেন।
এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে বাংলাদেশ পড়েছে ‘সি’ গ্রুপে। এই গ্রুপের অপর তিন দল ভারত, সিঙ্গাপুর ও হংকং। প্রত্যেকেরই পয়েন্ট ১। চার দলের কেউই কোনো গোল দিতে পারেনি টুর্নামেন্টে। বাংলাদেশ অবস্থান করছে পয়েন্ট তালিকার শীর্ষে। দুই, তিন ও চারে অবস্থান করছে হংকং, ভারত ও সিঙ্গাপুর। এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের প্রত্যেক গ্রুপ থেকে এক নম্বর দলই উঠবে মূলপর্বে।
বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ নিয়ে উন্মাদনা শুরু হয়েছে কদিন আগে থেকেই। ঢাকার জাতীয় স্টেডিয়ামে খেলা দেখতে দেশের বিভিন্ন এলাকা থেকে চলে আসছেন হাজার-হাজার ভক্ত-সমর্থক। কিন্তু চাইলেই তো সবাই স্টেডিয়ামে বসে খেলা দেখতে পারবেন না।
বাংলাদেশ সময় আজ সন্ধ্যা ৭টায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ। তবে এই ম্যাচ মাঠে বসে দেখার সুযোগ না থাকলেও ভক্ত-সমর্থকদের হতাশ হওয়ার সুযোগ নেই। ম্যাচের অফিশিয়াল সম্প্রচারক টি স্পোর্টস জানিয়েছে, দেশের আট জায়গায় জায়ান্ট স্ক্রিনে খেলা দেখানো হবে। সেই আট স্থান হচ্ছে ঢাকার রবীন্দ্র সরোবর, চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম, বরিশালের বেলস পার্ক, ময়মনসিংহের জেলা পরিষদ চত্বর, রংপুরের জেলা পরিষদ চত্বর, সিলেটের জিরো পয়েন্ট, রাজশাহীর নানকিং বাজার ও খুলনার শিববাড়ি মোড়।
ঢাকার রূপনগর-পল্লবী এলাকায় ১২ স্থানে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখার ব্যবস্থা করেছেন বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে তিনি বলেন, ‘ঢাকা-১৬ আসনের (রূপনগর ও পল্লবী থানা) ১২ স্থানে বড় পর্দায় খেলা দেখানো হবে। সেই জায়গাগুলো হচ্ছে: ঘরোয়া মোড়, দুয়ারিপাড়া মোড়, দোরেন মোড়, ট-ব্লক মোড়, পার্ক কলোনি মোড়, মধ্য রাস্তা মোড় (সেকশন-৭, উত্তর সাইড), শহীদ আসিফ চত্বর (ধানসিঁড়ি স্কুল মোড়), মুসলিম বাজার ঈদগাহ মাঠ, শহীদ জিয়া মহিলা কলেজ (ই ব্লক মোড়), লালমাটিয়া স্ট্যান্ড (বাউনিয়াবাদ, মিরপুর-১১ মোড়), আলুবদি পুরাতন স্ট্যান্ড-আমতলা ও বায়তুল আমান জামে মসজিদ মোড় (১১/সি, পল্লবী)।’
সিঙ্গাপুরের বিপক্ষে নামার আগে বাংলাদেশ ফুটবল দল নিজেদের ঝালিয়ে নিয়েছে দারুণভাবে। ৪ জুন জাতীয় স্টেডিয়ামে প্রীতি ম্যাচে ভুটানের বিপক্ষে ২-০ গোলে জেতে বাংলাদেশ। ৬ ও ৪৯ মিনিটে হামজা ও সোহেল রানা গোল করেন। যেখানে জামালের কর্নার থেকে ক্রস রিসিভ করে হেডে লক্ষ্যভেদ করেন হামজা। গোলের পর হামজার উচ্ছ্বাস ছিল দেখার মতো। আর সোহেল দূরপাল্লার শটে চোখধাঁধানো এক গোল করেন।
এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে বাংলাদেশ পড়েছে ‘সি’ গ্রুপে। এই গ্রুপের অপর তিন দল ভারত, সিঙ্গাপুর ও হংকং। প্রত্যেকেরই পয়েন্ট ১। চার দলের কেউই কোনো গোল দিতে পারেনি টুর্নামেন্টে। বাংলাদেশ অবস্থান করছে পয়েন্ট তালিকার শীর্ষে। দুই, তিন ও চারে অবস্থান করছে হংকং, ভারত ও সিঙ্গাপুর। এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের প্রত্যেক গ্রুপ থেকে এক নম্বর দলই উঠবে মূলপর্বে।
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৬ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৭ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
৯ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
৯ ঘণ্টা আগে