ক্রীড়া ডেস্ক
কথায় আছে, ‘ওয়াইন যত পুরোনো হয়, তার স্বাদ তত ভালো হয়’। ক্রিস্টিয়ানো রোনালদো যেন সেই পুরোনো ওয়াইন। যতই বয়স হচ্ছে, বাড়ছে স্বাদ। এ মৌসুমেই দেখুন না হলে! সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ১৮ গোল ও ৪ অ্যাসিস্ট।
গত রাতে তো গড়েছেন আরেক রেকর্ড। ফুটবল ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ‘চ্যাম্পিয়নস লিগে’ করেছেন ১৫০ গোল। তার ১৪০ গোল উয়েফা চ্যাম্পিয়নস লিগে আর বাকি ১০টি এএফসি চ্যাম্পিয়নস লিগে। এ নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে রোনালদোর গোলসংখ্যা দাঁড়াল ৯১৩। প্রথম ফুটবলার হিসেবে ১ হাজার গোলের মাইলফলক ছুঁতে ৩৯ বছর বয়সেও ক্লান্তিহীনভাবে ছুটছেন পর্তুগিজ তারকা। তার মধ্যে বয়স ৩০ হওয়ার পর রোনালদো করেছেন ৪৫০ গোল।
তার দুটি গত রাতে, কাতার সফরে। এএফসি চ্যাম্পিয়নস লিগের ‘বি’ গ্রুপে কাতারিয়ান ক্লাব আল গারাফার বিপক্ষে ৩-১ গোলে জিতেছে আল নাসর। ৪৬ ও ৬৪ মিনিটে জোড়া গোল করে সৌদি ক্লাবটিকে এগিয়ে দেন রোনালদো। এই জয়ে ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে এ প্রতিযোগিতার তালিকায় দুইয়ে উঠে এসেছে আল নাসর।
রোনালদোর কীর্তি এখানেই শেষ নয়। এ নিয়ে ক্যারিয়ারের ২৩ মৌসুম কাটাচ্ছেন তিনি। ম্যাচ প্রতি তাঁর গোলের গড়—০.৮৪। তার মধ্যে গত রাতে জোড়া গোলে টপকে গেলেন চির প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির এক রেকর্ডও। ফুটবল ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ভিন্ন ১৩ বছরে ৪০-এর বেশি গোল করেছেন সিআর সেভেন, এক পঞ্জিকাবর্ষে যা সর্বোচ্চ। এক পঞ্জিকাবর্ষে মেসি ৪০-এর বেশিবার গোল করেছেন ১২ বছর। এতদিন এই রেকর্ডে একই চেয়ার ভাগাভাগি করছিলেন রোনালদো ও মেসি।
আল নাসরকে দাপুটে জয় এনে দেওয়ার সঙ্গে দুর্দান্ত রেকর্ড—উড়ন্ত রোনালদো সেটি উদ্যাপনও করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এক্স অ্যাকাউন্টে ম্যাচে নিজের বেশ কয়েকটি ছবি পোস্ট করে ক্যাপশন দিয়েছেন, ‘আজ (গত) রাতে বড় জয়।’
কথায় আছে, ‘ওয়াইন যত পুরোনো হয়, তার স্বাদ তত ভালো হয়’। ক্রিস্টিয়ানো রোনালদো যেন সেই পুরোনো ওয়াইন। যতই বয়স হচ্ছে, বাড়ছে স্বাদ। এ মৌসুমেই দেখুন না হলে! সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ১৮ গোল ও ৪ অ্যাসিস্ট।
গত রাতে তো গড়েছেন আরেক রেকর্ড। ফুটবল ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ‘চ্যাম্পিয়নস লিগে’ করেছেন ১৫০ গোল। তার ১৪০ গোল উয়েফা চ্যাম্পিয়নস লিগে আর বাকি ১০টি এএফসি চ্যাম্পিয়নস লিগে। এ নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে রোনালদোর গোলসংখ্যা দাঁড়াল ৯১৩। প্রথম ফুটবলার হিসেবে ১ হাজার গোলের মাইলফলক ছুঁতে ৩৯ বছর বয়সেও ক্লান্তিহীনভাবে ছুটছেন পর্তুগিজ তারকা। তার মধ্যে বয়স ৩০ হওয়ার পর রোনালদো করেছেন ৪৫০ গোল।
তার দুটি গত রাতে, কাতার সফরে। এএফসি চ্যাম্পিয়নস লিগের ‘বি’ গ্রুপে কাতারিয়ান ক্লাব আল গারাফার বিপক্ষে ৩-১ গোলে জিতেছে আল নাসর। ৪৬ ও ৬৪ মিনিটে জোড়া গোল করে সৌদি ক্লাবটিকে এগিয়ে দেন রোনালদো। এই জয়ে ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে এ প্রতিযোগিতার তালিকায় দুইয়ে উঠে এসেছে আল নাসর।
রোনালদোর কীর্তি এখানেই শেষ নয়। এ নিয়ে ক্যারিয়ারের ২৩ মৌসুম কাটাচ্ছেন তিনি। ম্যাচ প্রতি তাঁর গোলের গড়—০.৮৪। তার মধ্যে গত রাতে জোড়া গোলে টপকে গেলেন চির প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির এক রেকর্ডও। ফুটবল ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ভিন্ন ১৩ বছরে ৪০-এর বেশি গোল করেছেন সিআর সেভেন, এক পঞ্জিকাবর্ষে যা সর্বোচ্চ। এক পঞ্জিকাবর্ষে মেসি ৪০-এর বেশিবার গোল করেছেন ১২ বছর। এতদিন এই রেকর্ডে একই চেয়ার ভাগাভাগি করছিলেন রোনালদো ও মেসি।
আল নাসরকে দাপুটে জয় এনে দেওয়ার সঙ্গে দুর্দান্ত রেকর্ড—উড়ন্ত রোনালদো সেটি উদ্যাপনও করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এক্স অ্যাকাউন্টে ম্যাচে নিজের বেশ কয়েকটি ছবি পোস্ট করে ক্যাপশন দিয়েছেন, ‘আজ (গত) রাতে বড় জয়।’
ভারত-পাকিস্তান সামরিক সংঘাত ক্রিকেটকে বাজেভাবে প্রভাবিত করেছে। আইপিএল, পিএসএল শেষভাগে এসে স্থগিত করা হয়েছে। সংঘাতপূর্ণ পরিস্থিতিতে ভারত-পাকিস্তানে অবস্থানরত বিদেশি ক্রিকেটারদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। সেই পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে একটু অতিরঞ্জিত উপস্থাপন হয়েছে বলে জানিয়েছেন রিশাদ হোসেন।
১৪ মিনিট আগে১৮ বছর পূর্ণ হতে এখনো বাকি দুই মাসের বেশি সময়। তবে লামিনে ইয়ামালকে দেখে কি তা বোঝার উপায় আছে? প্রতিপক্ষকে যেভাবে বোকা বানিয়ে গোল করছেন, তাতে প্রশংসা কুড়োচ্ছেন অসংখ্য ফুটবলপ্রেমীর। বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক রীতিমতো মুগ্ধ ইয়ামালের পারফরম্যান্স দেখে।
১ ঘণ্টা আগেগ্রীষ্মের প্রখর রোদে পূর্ণ উদ্যমে অনুশীলন করে যাচ্ছেন লিটন-মেহেদীরা। দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীনের ভাষায়, ‘সত্যিই অমানুষের মতো পরিশ্রম’। আগামী সপ্তাহে জাতীয় দল যাবে আরব আমিরাতে, সেখানে খেলবে স্বাগতিকদের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ। সিরিজটা খেলতে বাংলাদেশ দল দুবাইয়ে যাবে ১৪ মে...
১ ঘণ্টা আগেএবারের এল ক্লাসিকোই কি তবে কার্লো আনচেলত্তির জীবনের শেষ এল ক্লাসিকো—এমন আলোচনা চলছে অনেক ধরেই। এস্তাদি অলিম্পিক কোম্পানিজ লুইজ স্টেডিয়ামে গত রাতে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ ম্যাচ শেষে আবার এল এই প্রশ্ন। আনচেলত্তি একটু কৌশলেই উত্তর দিয়েছেন।
২ ঘণ্টা আগে