Ajker Patrika

বিশৃঙ্খলা সৃষ্টি করছেন ডাচ অধিনায়ক, দাবি ফন বাস্তেনের 

বিশৃঙ্খলা সৃষ্টি করছেন ডাচ অধিনায়ক, দাবি ফন বাস্তেনের 

ভার্জিল ফন ডাইকের সময়টা মোটেও ভালো যাচ্ছে না। চলতি মৌসুমে তার ক্লাব লিভারপুলের পারফরম্যান্স হচ্ছে যাচ্ছেতাই। এবার জাতীয় দলের দায়িত্ব পালন করতে এসেও স্বস্তিতে নেই নেদারল্যান্ডসের এই অধিনায়ক। 

ইউরো-২০২৪ বাছাইপর্বের প্রথম ম্যাচে ফ্রান্সের বিপক্ষে ৪-০ গোলে রীতিমতো বিধ্বস্ত হয়েছে নেদারল্যান্ডস। বিশ্বকাপের পর দ্বিতীয় দফা কোচের দায়িত্ব পাওয়া কোমেনের দল ফ্রেঞ্চদের বিপক্ষে দাঁড়াতেই পারেনি। যদিও বাছাইপর্বের দ্বিতীয় ম্যাচে খর্বশক্তির দল জিব্রালটারের বিপক্ষে ৩-০ গোলের জয় পায় নেদারল্যান্ডস। তবে ফ্রান্সের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচ নিয়ে সমালোচনার মুখে পড়েছে ডাচরা। 

দলের অধিনায়ক এবং রক্ষণভাগ সামলানোর ভারও ফন ডাইকের ওপর। সমালোচনার তীর তাই তাঁর দিকেই ছুটে আসছে। ফ্রান্সের বিপক্ষে ডাচদের অসহায় আত্মসমর্পণ ভুলতে পারছেন না নেদারল্যান্ডসের সাবেক কিংবদন্তি ফুটবলার মার্কো ফন বাস্তেন। জিগো স্পোর্টসকে তিনি বলেছেন, ‘সে শুধু চিৎকার-চেঁচামেচি করে, কিন্তু কিছুই বলে না। একজন ভালো অধিনায়ক উচ্চকন্ঠে কথা বলবে, ম্যাচে কি ঘটছে সেটা স্পষ্ট করবে। সে শুধু বিশৃঙ্খলাই সৃষ্টি করে। এটি কেবল ভুল বোঝাবুঝির সৃষ্টি করবে। অধিনায়ক হিসেবে তোমাকে এসব বিষয় থেকে দূরে থাকতে হবে।’ 

জিব্রাল্টার বিপক্ষে ম্যাচের পর ফন ভাস্তেনের মন্তব্যের জবাবে ফন ডাইক বলেছেন, ‘এটি খুব স্বাভাবিক বিষয় যে মানুষ ভুল করবে এবং এটি ফুটবলেরই অংশ। আপনি কিছু ঠিক নাকি ভুল করছেন সেটা অবশ্যই সবার থেকে ভালো জানেন।’ 

জাতীয় দলের ভগ্নদশা পারফরম্যান্সের পর ক্লাব ফুটবলে ফিরবেন ফন ডাইক। ১ এপ্রিল ইতিহাদে ম্যানচেস্টার সিটির বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে মাঠে নামবে লিভারপুল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত