Ajker Patrika

যে শর্তে ম্যানইউতে থাকতে চান রোনালদো

আপডেট : ১০ মার্চ ২০২২, ১০: ৪৭
যে শর্তে ম্যানইউতে থাকতে চান রোনালদো

অনেক স্বপ্ন ও আশা নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পুরোনো ঘরে নতুন শুরুটা ভালোই হয়েছিল। সেই শুরুটা অবশ্য খুব বেশি দিন ধরে রাখতে পারেননি তিনি। ব্যক্তিগত ও দলীয় ছন্দহীনতায় এখন কঠিন সময়ই পার করছেন এই পর্তুগিজ মহাতারকা। কঠিন এই সময়ে বাতাসে ভাসছে নানা গুঞ্জনও। একাধিক ইউরোপীয় সংবাদমাধ্যম বলছে, এই মৌসুম শেষে কঠিন এক শর্তে ম্যানইউতে থাকার বিষয়টি বিবেচনা করবেন রোনালদো। আর সেই শর্ত হলো, পরের মৌসুমে ম্যানইউর চ্যাম্পিয়নস লিগে খেলা নিশ্চিত হওয়া। 

প্রিমিয়ার লিগে সেরা চারের লড়াইয়ে বর্তমানে পাঁচ নম্বরে আছে ম্যানইউ। সেরা চারে থাকাটা অসম্ভব না হলেও বেশ কঠিন। পাঁচে থাকা ম্যানইউর পয়েন্ট ২৮ ম্যাচে ৪৭। তাদের চেয়ে তিন ম্যাচ কম খেলা আর্সেনালের পয়েন্ট ৪৮। দারুণ ছন্দে ফেরা আর্সেনালকে টপকে চারে উঠতে হলে দারুণ কিছুই করে দেখাতে হবে রোনালদোদের। এ ছাড়া আরেকটি বিকল্প হচ্ছে চ্যাম্পিয়নস লিগ জিতেই পরবর্তী আসর নিশ্চিত করা। বলা বাহুল্য, ম্যানইউ শেষ পর্যন্ত চ্যাম্পিয়নস লিগ জিততে পারলে নিশ্চিতভাবেই বদলে যাবে পরিস্থিতি। 

এদিকে আরেকটি সূত্র বলছে, শেষ পর্যন্ত মৌসুম শেষে ম্যানইউ ছাড়তে হলে রোনালদো যেতে চান প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি)। সেটি হলে অন্যরকম চূড়া স্পর্শ করবে ফুটবলীয় রোমাঞ্চ। তবে অনেকে আবার মনে করছেন, সেরা সময় ইতিমধ্যে পেছনে ফেলে এসেছেন রোনালদো। সেই দলে আছে সাবেক ম্যানইউ তারকা গ্যারি নেভিল। তিনি মনে করেন, নিজেদের সেরা সময় পেছনে ফেলে এসেছেন মেসি-রোনালদো। 

মেসি-রোনালদোকে নিয়ে নেভিল বলেন, ‘আমরা হয়তো এদিক-সেদিক মাঝেমধ্যে কিছু ঝলক দেখছি। কিন্তু সত্যি কথা হচ্ছে, মেসি-রোনালদো দুজনেই নিজেদের ক্যারিয়ারের শেষ প্রান্তে চলে এসেছেন। তারা এখন আর বিশ্বসেরা খেলোয়াড়ও নন।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত