Ajker Patrika

ড্রতে শেষ লিভারপুল-সিটির ধ্রুপদী লড়াই

ড্রতে শেষ লিভারপুল-সিটির ধ্রুপদী লড়াই

ইংলিশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত এক ম্যাচে জেতেনি লিভারপুল-ম্যানচেস্টার সিটির কেউই। লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে আজ রাতে ফুটবল সৌন্দর্যের পসরা নিয়ে হাজির হয়েছিল দুই ইংলিশ পরাশক্তি। তবে দিন শেষে কেউ কাউকে জিততে দেয়নি। রুদ্ধশ্বাস লড়াইয়ের ম্যাচটি ড্র হয়েছে ২-২ গোলে। 

ঘরের মাঠে এদিন শুরু থেকেই পিছিয়ে ছিল লিভারপুল। এমনকি প্রথমার্ধে কোনো শটই তারা লক্ষ্যে রাখতে পারেনি। উল্টো দারুণ সব আক্রমণে একাধিক সুযোগ তৈরি করে সিটি। কিন্তু কাঙ্ক্ষিত গোলটি আসেনি। 

বিরতির পর দারুণভাবে লড়াইয়ে ফিরে আসে লিভারপুল। সিটির আক্রমণের জবাবে লিভারপুলও এ সময় আগ্রাসী ফুটবল উপহার দেয়। আক্রমণাত্মক ফুটবলের একপর্যায়ে ঘরের দর্শকদের উল্লাসে মাতিয়ে গোলও আদায় করে ফেলে অলরেডরা। সালাহর সহায়তায় দারুণ ফিনিশিংয়ে লিভারপুলকে এগিয়ে দেন সাদিও মানে। এরপর ম্যাচে ফিরতে আক্রমণের ধার বাড়ায় সিটি। ৬৯ মিনিটে সিটিকে সমতায় ফেরান ফিল ফোডেন। জমে ওঠা ম্যাচে অসাধারণ এক গোলে লিভারপুলকে আবার এগিয়ে দেন সালাহ। ডি-বক্সের ভেতরে একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে লক্ষ্যভেদ করেন মিসরিয় তারকা। তবে এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি লিভারপুল। কেভিন ডি ব্রুইনের শট লিভারপুল খেলোয়াড়ের গায়ে লেগে দিক বদলে জালে জড়ালে সমতায় ফেরে পেপ গার্দিওলার দল। 

এরপর দুই দলই এগিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু আর কোনো গোল না হলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনীকে আরেকটি প্রক্সি ওয়ারে জড়াতে চায়: ফরহাদ মজহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত