Ajker Patrika

লিগ জয়ের আশা ছেড়ে দিয়েছেন গার্দিওলা

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৩, ১৫: ৫৯
লিগ জয়ের আশা ছেড়ে দিয়েছেন গার্দিওলা

চলতি মৌসুমেই ম্যানচেস্টার ইউনাইটেডকে ৬-৩ গোলে হারিয়েছিল ম্যানচেস্টার সিটি। কিন্তু সেই সুখস্মৃতি অতীত করে এবার ঘরের মাঠে জয় তুলে নিয়েছে ইউনাইটেড। কয়েক দিন আগে সাউদাম্পটনের কাছে হেরে কারাবাও কাপ থেকেও বিদায় নিয়েছে সিটি। অর্ধেক মৌসুমেই এক টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পর সিটি কোচ যেন লিগ শিরোপার আশাও ছেড়েই দিচ্ছেন।

গতকাল ওল্ড ট্রাফোর্ডে পরাজয়ের পর সংবাদমাধ্যমকে হতাশার কথাই বলেছেন সিটি কোচ। বলেছেন, ‘প্রিমিয়ার লিগ ও কারাবাও কাপে (লিগ কাপ) কী হলো, তা আমি গুরুত্ব দিচ্ছি না। আমরা এই শিরোপা অনেক জিতেছি। না জিততে পারাটা তেমন কোনো সমস্যা নয়। সমস্যা হলো, মাঠে কেমন খেললাম। আমার মনোযোগ সব সময়ই মাঠের পারফরম্যান্সে। লিগ কাপ থেকে বিদায় নিয়েছি ঠিক আছে। আমরা যেমন চেয়েছিলাম, সেভাবে খেলতে পারিনি। আজ (গতকাল) আমরা ভালো খেলেছি।’

তবে কাগজে-কলমে অবশ্য এখনো সিটির লিগ জয়ের আশা রয়েই যায়। তার জন্য অবশ্য সবার আগে তাকিয়ে থাকতে হবে আর্সেনালের পয়েন্ট খোয়ানোর দিকে। আজ রাতে আর্সেনাল টটেনহাম হটস্পারের বিপক্ষে মাঠে নামবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত