১৪ দলের কোপা আমেরিকার সূচি আগেই নিশ্চিত হয়েছিল। জুনে যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া লাতিন ফুটবল লড়াইয়ে ৪৮ তম আসরের গ্রুপ পর্বের ড্র হয় গত ডিসেম্বরেই। ‘এ’ গ্রুপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ‘ডি’ গ্রুপে গতবারের রানার্সআপ ব্রাজিলের প্রতিপক্ষ কে হচ্ছে, সেটির অপেক্ষা ছিল এতদিন। অবশেষে সেই অপেক্ষা ফুরোল।
আর্জেন্টিনা প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে কানাডাকে। ‘এ’ গ্রুপে আর্জেন্টিনা, কানাডার সঙ্গী চিলি ও পেরু। অন্যদিকে ব্রাজিল পেল কোস্টারিকাকে। ‘ডি’ গ্রুপে ব্রাজিল, কোস্টারিকার বাকি দুই প্রতিপক্ষ কলম্বিয়া ও প্যারাগুয়ে।
১৬ দল নিয়ে হবে এবারের কোপা আমেরিকা। এর মধ্যে দক্ষিণ আমেরিকার কনমেবল অঞ্চল থেকে আসবে ১০ দল এবং ৬ দল খেলবে উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চল নিয়ে গঠিত ফেডারেশন কনকাকাফ থেকে। যেখানে কানাডা, কোস্টারিকা দুই দলই পেরিয়ে এসেছে কনকাকাফ প্লে অফের সাঁকো। টয়োটা স্টেডিয়ামে আজ কনকাকাফ নেশনস লিগের প্লে অফ ফাইনালে মুখোমুখি হয় কোস্টারিকা-হন্ডুরাস। হন্ডুরাসকে ৩-১ গোলে হারায় কোস্টারিকা। একই মাঠে অপর ম্যাচে ত্রিনিদাদ এন্ড টোবাগোকে ২-০ গোলে হারায় কানাডা।
২১ জুন বাংলাদেশ সময় ভোরে আর্জেন্টিনা-কানাডা ম্যাচ দিয়ে শুরু হবে ২০২৪ কোপা আমেরিকা। মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে হবে ম্যাচটি। অন্যদিকে ক্যালিফোর্নিয়ায় কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে ব্রাজিল। ম্যাচটি হবে ২৪ জুন বাংলাদেশ সময় ভোরে।
২০২৪ কোপা আমেরিকার চূড়ান্ত গ্রুপ:
গ্রুপ ‘এ’: আর্জেন্টিনা, পেরু, চিলি, কানাডা
গ্রুপ ‘বি’: মেক্সিকো, ইকুয়েডর, ভেনিজুয়েলা, জ্যামাইকা
গ্রুপ ‘সি’: যুক্তরাষ্ট্র, উরুগুয়ে, পানামা, বলিভিয়া
গ্রুপ ‘ডি’: ব্রাজিল, কলম্বিয়া, প্যারাগুয়ে, কোস্টারিকা
১৪ দলের কোপা আমেরিকার সূচি আগেই নিশ্চিত হয়েছিল। জুনে যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া লাতিন ফুটবল লড়াইয়ে ৪৮ তম আসরের গ্রুপ পর্বের ড্র হয় গত ডিসেম্বরেই। ‘এ’ গ্রুপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ‘ডি’ গ্রুপে গতবারের রানার্সআপ ব্রাজিলের প্রতিপক্ষ কে হচ্ছে, সেটির অপেক্ষা ছিল এতদিন। অবশেষে সেই অপেক্ষা ফুরোল।
আর্জেন্টিনা প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে কানাডাকে। ‘এ’ গ্রুপে আর্জেন্টিনা, কানাডার সঙ্গী চিলি ও পেরু। অন্যদিকে ব্রাজিল পেল কোস্টারিকাকে। ‘ডি’ গ্রুপে ব্রাজিল, কোস্টারিকার বাকি দুই প্রতিপক্ষ কলম্বিয়া ও প্যারাগুয়ে।
১৬ দল নিয়ে হবে এবারের কোপা আমেরিকা। এর মধ্যে দক্ষিণ আমেরিকার কনমেবল অঞ্চল থেকে আসবে ১০ দল এবং ৬ দল খেলবে উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চল নিয়ে গঠিত ফেডারেশন কনকাকাফ থেকে। যেখানে কানাডা, কোস্টারিকা দুই দলই পেরিয়ে এসেছে কনকাকাফ প্লে অফের সাঁকো। টয়োটা স্টেডিয়ামে আজ কনকাকাফ নেশনস লিগের প্লে অফ ফাইনালে মুখোমুখি হয় কোস্টারিকা-হন্ডুরাস। হন্ডুরাসকে ৩-১ গোলে হারায় কোস্টারিকা। একই মাঠে অপর ম্যাচে ত্রিনিদাদ এন্ড টোবাগোকে ২-০ গোলে হারায় কানাডা।
২১ জুন বাংলাদেশ সময় ভোরে আর্জেন্টিনা-কানাডা ম্যাচ দিয়ে শুরু হবে ২০২৪ কোপা আমেরিকা। মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে হবে ম্যাচটি। অন্যদিকে ক্যালিফোর্নিয়ায় কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে ব্রাজিল। ম্যাচটি হবে ২৪ জুন বাংলাদেশ সময় ভোরে।
২০২৪ কোপা আমেরিকার চূড়ান্ত গ্রুপ:
গ্রুপ ‘এ’: আর্জেন্টিনা, পেরু, চিলি, কানাডা
গ্রুপ ‘বি’: মেক্সিকো, ইকুয়েডর, ভেনিজুয়েলা, জ্যামাইকা
গ্রুপ ‘সি’: যুক্তরাষ্ট্র, উরুগুয়ে, পানামা, বলিভিয়া
গ্রুপ ‘ডি’: ব্রাজিল, কলম্বিয়া, প্যারাগুয়ে, কোস্টারিকা
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদে আমিনুল ইসলাম বুলবুলের তিন মাসও পূর্ণ হয়নি। এই আড়াই মাসেই দেশের ক্রিকেটে আমূল পরিবর্তন আনতে নতুন অনেক উদ্যোগ নিয়েছেন তিনি। এর মধ্যে আছে জাতীয় দলের ক্রিকেটার ও কোচিং স্টাফদের নিয়ে চালানো জরিপ।
৩৩ মিনিট আগেশেফিল্ড ওয়েডনেজদের বিপক্ষে ১০ আগস্ট খেলেননি হামজা চৌধুরী। চ্যাম্পিয়নশিপের সেই ম্যাচে তাঁর দল লেস্টার সিটি হেরেছিল ২-১ গোলে। হাডার্সফিল্ড টাউনের ঘরের মাঠ জন স্মিথস স্টেডিয়ামে গত রাতে হামজা খেলেছেন শুরুর একাদশেই।
১ ঘণ্টা আগেশিরোপা নির্ধারণী ম্যাচ যদি রোমাঞ্চ না ছড়ায় তাহলে সেই ম্যাচ নিয়ে মজাই বা কী থাকে! উদিনেসের ব্লু এনার্জি স্টেডিয়ামে গত রাতে সুপার কাপের প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)-টটেনহাম ফাইনালটা ছিল রোমাঞ্চে ভরপুর। হাড্ডাহাড্ডি লড়াই শেষে ২০২৫ সুপার কাপের শিরোপা জিতল পিএসজি।
১ ঘণ্টা আগেবিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অস্ট্রেলিয়া থেকে ঢাকায় ফিরবেন আগামী সোমবার। এবার ঢাকায় ফিরে তাঁর মূল কাজ হবে হাতে থাকা সময়ের মধ্যে নিজের উদ্যোগগুলো পরিপূর্ণ বাস্তবায়ন করা।
২ ঘণ্টা আগে