Ajker Patrika

জন্মদিনে রোনালদোকে কোটি টাকার গাড়ি দিলেন জর্জিনা

জন্মদিনে রোনালদোকে কোটি টাকার গাড়ি দিলেন জর্জিনা

ক্রিস্টিয়ানো রোনালদোর জন্মদিন বলে কথা। গত ৫ জানুয়ারি ৩৭ তম জন্মদিনে বিশ্বব্যাপী কোটি ভক্তের ভালোবাসায় সিক্ত হয়েছেন পর্তুগিজ যুবরাজ। জন্মদিনে রোনালদোকে হতাশ করেননি বান্ধবী জর্জিনা। ম্যানইউ তারকাকে পৌনে দুই কোটি টাকার গাড়ি উপহার দিয়েছেন জর্জিনা। 

মাঠের কথা বললে এবারের জন্মদিনটা ঠিক উপভোগ করতে পারেননি রোনালদো। জন্মদিনের রাতে এফএ কাপ চতুর্থ রাউন্ডে দ্বিতীয় বিভাগের ক্লাব মিডলসব্রোর কাছে পেনাল্টি শুটআউটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় রেড ডেভিলরা। 

গাড়িপ্রেমী রোনালদোকে জন্মদিনে জর্জিনা উপহার দিয়েছেন ‘ক্যাডিলাক এসকালাদে’। ভক্তদের জন্য পরে সামাজিক যোগাযোগমাধ্যম গাড়িসহ একটি ভিডিও পোস্ট করেন তিনি। জর্জিনার পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, নিজের বাড়ির দরজা খুলে অপলক দৃষ্টিতে গাড়িটি দেখছেন রোনালদো। গাড়ির ভেতরেই ছিলেন রোনালদোর চার সন্তানের ছোট তিনজন ইভা, মাতেও আর আলানা। 

বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, ক্যাডিলাক ব্র্যান্ডের এই মডেলের গাড়ির দাম প্রায় দেড় লাখ পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় যা ১ কোটি ৭৫ লাখ টাকার সমান। সাধারণ গাড়ির তুলনায় এই গাড়িটি আকারে একটু বড়ও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত