কয়েক মৌসুম আগেও রিয়াল মাদ্রিদ–বার্সেলোনার এল ক্লাসিকো মানেই ছিল উত্তেজনা ও রোমাঞ্চ। সেখানে ব্যক্তিগত দ্বৈরথ শুধু লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদোর মধ্যে সীমাবদ্ধ থাকত না। প্রতিদ্বন্দ্বিতা জমে উঠত মেসি ও সার্জিও রামোসের মধ্যেও। কিন্তু দিন বদলে গেছে। প্রতিদ্বন্দ্বিতা ভুলে মেসি ও রামোস এখন খেলবেন একই দলে। সাবেক রিয়াল ও বার্সা অধিনায়ক যে নতুন মৌসুমে নাম যোগ দিয়েছেন পিএসজিতে।
প্রায় দুই দশক ধরে একে অপরের বিপক্ষে খেলেছেন মেসি-রামোস। ন্যু ক্যাম্প কিংবা সান্তিয়াগো বার্নাবুতে মেসির কতশত আক্রমণে রামোস দেয়াল হয়ে দাঁড়িয়েছেন সেই হিসেব মেলানো কঠিন। আবার রামোসকে পরাস্ত করে মেসি গোলও করেছেন অনেক। এর শুরুটা হয়েছিল রামোস ২০০৫ সালে রিয়ালে আসার পর। এরপর রামোস রিয়ালে কাটিয়েছেন ১৬ বছর আর মেসি তো সেই ২০০০ সাল থেকেই ছিলেন বার্সেলোনার ঘরের ছেলে।
দীর্ঘ এই ক্লাব ক্যারিয়ারে মেসি-রামোস দুজনই নিজেদের নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। এবার এ দুজন পিএসজিকে সাফল্য এনে দিতে লড়বেন একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে। মেসি তাঁর নতুন এই অধ্যায়ে রামোসের সঙ্গে পাবেন আর্জেন্টাইন সতীর্থ আনহেল দি মারিয়া ও লিয়ান্দ্রো পেরেদেসকে। পিএসজির কোচ মরিসিও পচেত্তিনিও তো আর্জেন্টাইন।
তবে সবচেয়ে বেশি চোখ থাকবে পিএসজির মাঝমাঠের দিকে। যেখানে মেসি পাবেন সময়ের দুই সেরা তারকা ফরোয়ার্ড নেইমার ও কিলিয়ান এমবাপ্পেকে। পিএসজি তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তিন ফুটবলের ছবি একসঙ্গে পোস্ট করে নতুন মৌসুমে প্রতিপক্ষদের বোধ হয় একটা বার্তাও দিতে চাইল!
কয়েক মৌসুম আগেও রিয়াল মাদ্রিদ–বার্সেলোনার এল ক্লাসিকো মানেই ছিল উত্তেজনা ও রোমাঞ্চ। সেখানে ব্যক্তিগত দ্বৈরথ শুধু লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদোর মধ্যে সীমাবদ্ধ থাকত না। প্রতিদ্বন্দ্বিতা জমে উঠত মেসি ও সার্জিও রামোসের মধ্যেও। কিন্তু দিন বদলে গেছে। প্রতিদ্বন্দ্বিতা ভুলে মেসি ও রামোস এখন খেলবেন একই দলে। সাবেক রিয়াল ও বার্সা অধিনায়ক যে নতুন মৌসুমে নাম যোগ দিয়েছেন পিএসজিতে।
প্রায় দুই দশক ধরে একে অপরের বিপক্ষে খেলেছেন মেসি-রামোস। ন্যু ক্যাম্প কিংবা সান্তিয়াগো বার্নাবুতে মেসির কতশত আক্রমণে রামোস দেয়াল হয়ে দাঁড়িয়েছেন সেই হিসেব মেলানো কঠিন। আবার রামোসকে পরাস্ত করে মেসি গোলও করেছেন অনেক। এর শুরুটা হয়েছিল রামোস ২০০৫ সালে রিয়ালে আসার পর। এরপর রামোস রিয়ালে কাটিয়েছেন ১৬ বছর আর মেসি তো সেই ২০০০ সাল থেকেই ছিলেন বার্সেলোনার ঘরের ছেলে।
দীর্ঘ এই ক্লাব ক্যারিয়ারে মেসি-রামোস দুজনই নিজেদের নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। এবার এ দুজন পিএসজিকে সাফল্য এনে দিতে লড়বেন একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে। মেসি তাঁর নতুন এই অধ্যায়ে রামোসের সঙ্গে পাবেন আর্জেন্টাইন সতীর্থ আনহেল দি মারিয়া ও লিয়ান্দ্রো পেরেদেসকে। পিএসজির কোচ মরিসিও পচেত্তিনিও তো আর্জেন্টাইন।
তবে সবচেয়ে বেশি চোখ থাকবে পিএসজির মাঝমাঠের দিকে। যেখানে মেসি পাবেন সময়ের দুই সেরা তারকা ফরোয়ার্ড নেইমার ও কিলিয়ান এমবাপ্পেকে। পিএসজি তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তিন ফুটবলের ছবি একসঙ্গে পোস্ট করে নতুন মৌসুমে প্রতিপক্ষদের বোধ হয় একটা বার্তাও দিতে চাইল!
শেষ মুহূর্তে পাকিস্তানের সরে দাঁড়ানোয় এশিয়া কাপ হকি খেলার সুযোগ পায় বাংলাদেশ। সেরা পাঁচে থাকলে জায়গা করে নিত বিশ্বকাপ বাছাইয়ে। গত মাসে ভারতের বিহারে অনুষ্ঠিত টুর্নামেন্টে সেই লক্ষ্য পূরণে ব্যর্থ হন রেজাউল-আশরাফুলরা। সুযোগ অবশ্য হারিয়ে যায়নি।
৯ ঘণ্টা আগেজাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি–টোয়েন্টিতে টানা তৃতীয় জয়ের দেখা পেল ঢাকা। সবশেষ ম্যাচে আজ রাজশাহীকে ২৮ রানে হারিয়েছে মাহিদুল ইসলাম অঙ্কন অ্যান্ড কোং। বৃষ্টির কারণে ঢাকার প্রথম ম্যাচটি পরিত্যক্ত হয়। এরপর মাঠে নামা ৩ ম্যাচেই শেষ হাসি নিয়ে মাঠ ছাড়ল রাজধানীপাড়ার দলটি।
১৩ ঘণ্টা আগেএশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে চোট পান হার্দিক পান্ডিয়া। এজন্য তাকে ছাড়াই ফাইনাল খেলতে নামে ভারত। এই তারকা অলরাউন্ডারের ফেরা নিয়ে অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে দলটির। অর্থাৎ অক্টোবর–নভেম্বরে ভারতের অস্ট্রেলিয়া সফরে হার্দিককে পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
১৪ ঘণ্টা আগেপাকিস্তানি ক্রিকেটারদের বিদেশি লিগে খেলা বন্ধ করল দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে হারার পরই এই সিদ্ধান্ত নেয় সংস্থাটি–প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকেটভিত্তিক গণমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
১৬ ঘণ্টা আগে