Ajker Patrika

২৪০ কোটি টাকা জরিমানা গুনবে ছয় ইংলিশ ক্লাব

আপডেট : ০৯ জুন ২০২১, ২১: ১৭
২৪০ কোটি টাকা জরিমানা গুনবে ছয় ইংলিশ ক্লাব

ঢাকা: সুপার লিগে নাম লেখানোটাই যেন ইংলিশ প্রিমিয়ার লিগের ছয়টি ক্লাবের ‘কাল’ হয়ে দাঁড়িয়েছে। ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, লিভারপুল, আর্সেনাল, চেলসি, টটেনহাম-দল ছয়টিকে মোট ২০ মিলিয়ন পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ২৪০ কোটি টাকা) জরিমানা করেছে ইংলিশ ফুটবল কর্তৃপক্ষ। শুধু তাই নয়, ভবিষ্যতে এমন বিতর্কিত কাজ করলে জরিমানার অঙ্ক আরও বাড়তে পারে। সঙ্গে প্রিমিয়ার লিগে পয়েন্ট কাটার হুমকিও দিয়েছে ইংলিশ ফুটবল কর্তৃপক্ষ।

ইংল্যান্ডের ছয় ক্লাব, স্পেন ও ইতালির তিনটি করে মোট ১২টি প্রতিষ্ঠাকালীন ক্লাব নিয়ে এপ্রিলে ইউরোপিয়ান সুপার লিগের ধারণা আসে। এরপর ধীরে ধীরে সুপার লিগ থেকে ইংল্যান্ডের ছয়টি ক্লাবসহ নয়টি ক্লাব বেরিয়ে এসেছিল। কিন্তু সুপার লিগ থেকে বের হয়েও জরিমানা থেকে ছাড় পায়নি ইংলিশ ছয় ক্লাব।ম্যান ইউ, ম্যান সিটি, লিভারপুল, আর্সেনাল, চেলসি, টটেনহাম-এই ছয় ক্লাবকে গড়ে প্রায় ৩.৫ মিলিয়ন পাউন্ড (৪২ কোটি টাকা) করে মোট ২০ মিলিয়ন পাউন্ড (২৪০ কোটি টাকা) জরিমানা করেছে ইংলিশ ফুটবল কর্তৃপক্ষ। এই ২৪০ কোটি টাকা তৃণমূল পর্যায়ের ফুটবলে খরচ করা হবে বলে জানিয়েছে ইংলিশ ফুটবল কর্তৃপক্ষ।

এখানেই শেষ নয়, ক্লাব ছয়টি ভবিষ্যতে এমন বিতর্কিত লিগে নাম লেখালে প্রত্যেক ক্লাবকে ২০ মিলিয়ন পাউন্ড (২৪০ কোটি টাকা) জরিমানার গুনতে হতে পারে জানিয়েছে ইপিএল কর্তৃপক্ষ। এমনকি প্রিমিয়ার লিগে ৩০ পয়েন্ট করে কাটতেও পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত