চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে প্রথম কোচ কার্লো আনচেলত্তি, যিনি হিসেবে ২০০তম ম্যাচে ডাগআউটে থাকার রেকর্ড গড়েছেন। রেকর্ড গড়ার ম্যাচটা অবশ্য রাঙাতে পারেননি। শিষ্যরা যে রিয়াল মাদ্রিদ কোচকে জয় এনে দিতে পারেননি।
চ্যাম্পিয়নস লিগের শেষ আটের ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষে জয় না পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন আনচেলত্তি। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘আমাদের জন্য এটা ভালো ফল নয়। কারণ আমরা অবশ্যই ম্যাচটা জিততে চেয়েছিলাম। ২–১ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর আমাদের সুযোগ ছিল। কিন্তু দূর থেকে দুটি গোল করে সিটি।’
গতকাল ম্যাচে একটা সময় এগিয়ে গিয়েও জিততে না পারার আক্ষেপ থাকলেও সান্তিয়াগো বার্নাব্যুর খেলাটাই ফিরতি লেগে খেলতে চান আনচেলত্তি। শিষ্যদের উদ্দেশ্যে তিনি বলেছেন, ‘আজ (গতকাল) রাতে আমরা যা করেছি, ম্যানচেস্টারেও সেই সাহস এবং ব্যক্তিত্ব নিয়ে আমাদের খেলতে হবে।’
বার্নাব্যুতে গতকাল সেয়ানে সেয়ানে লড়াই হয়েছে। কেউ কাউকে বিন্দুমাত্র ছাড় দেয়নি, যার ফল ক্ষণে ক্ষণে ম্যাচের রং বদল। ২ মিনিটে এগিয়ে যাওয়া ম্যানসিটি একটা সময় পিছিয়ে পড়ে ২-১ ব্যবধানে। আবার নিজেদের মাঠে এগিয়ে গিয়েও রিয়াল পিছিয়ে পড়ে ৩-২ ব্যবধানে। এমন রুদ্ধশ্বাস লড়াইয়ের ম্যাচে জয় কোনো দলের হয়নি। জয় হয়েছে ফুটবলের। ৩-৩ সমতায় দুই দলই ম্যাচ শেষে হাসিমুখে মাঠ ছেড়েছে।
সিটির হয়ে প্রথমে লিড এনে দেন বার্নার্দো সিলভা। অন্যদিকে রিয়াল সমতায় ফেরে সিটির ডিফেন্ডার রুবেন দিয়াসের আত্মঘাতী গোলে। ১৪ মিনিটে রিয়ালকে এবার লিড এনে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো। সেই গোল দ্বিতীয়ার্ধে শোধ করেন সিটির ফিল ফোডেন। বক্সের বাইরে থেকে ফোডেনের দুর্দান্ত গোলের পর সিটি এগিয়ে যায় জসকো গাভার্দিওলের আরেকটি দুর্দান্ত ফিনিশিংয়ে। রিয়ালকে পরে সমতায় ফেরান ফেদিরেকে ভালভার্দে। ভিনিসিয়ুস জুনিয়রের ক্রস থেকে ৭৯ মিনিটে চোখধাঁধানো এক শটে রিয়ালের হার এড়ান ভালর্ভাদে।
চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে প্রথম কোচ কার্লো আনচেলত্তি, যিনি হিসেবে ২০০তম ম্যাচে ডাগআউটে থাকার রেকর্ড গড়েছেন। রেকর্ড গড়ার ম্যাচটা অবশ্য রাঙাতে পারেননি। শিষ্যরা যে রিয়াল মাদ্রিদ কোচকে জয় এনে দিতে পারেননি।
চ্যাম্পিয়নস লিগের শেষ আটের ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষে জয় না পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন আনচেলত্তি। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘আমাদের জন্য এটা ভালো ফল নয়। কারণ আমরা অবশ্যই ম্যাচটা জিততে চেয়েছিলাম। ২–১ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর আমাদের সুযোগ ছিল। কিন্তু দূর থেকে দুটি গোল করে সিটি।’
গতকাল ম্যাচে একটা সময় এগিয়ে গিয়েও জিততে না পারার আক্ষেপ থাকলেও সান্তিয়াগো বার্নাব্যুর খেলাটাই ফিরতি লেগে খেলতে চান আনচেলত্তি। শিষ্যদের উদ্দেশ্যে তিনি বলেছেন, ‘আজ (গতকাল) রাতে আমরা যা করেছি, ম্যানচেস্টারেও সেই সাহস এবং ব্যক্তিত্ব নিয়ে আমাদের খেলতে হবে।’
বার্নাব্যুতে গতকাল সেয়ানে সেয়ানে লড়াই হয়েছে। কেউ কাউকে বিন্দুমাত্র ছাড় দেয়নি, যার ফল ক্ষণে ক্ষণে ম্যাচের রং বদল। ২ মিনিটে এগিয়ে যাওয়া ম্যানসিটি একটা সময় পিছিয়ে পড়ে ২-১ ব্যবধানে। আবার নিজেদের মাঠে এগিয়ে গিয়েও রিয়াল পিছিয়ে পড়ে ৩-২ ব্যবধানে। এমন রুদ্ধশ্বাস লড়াইয়ের ম্যাচে জয় কোনো দলের হয়নি। জয় হয়েছে ফুটবলের। ৩-৩ সমতায় দুই দলই ম্যাচ শেষে হাসিমুখে মাঠ ছেড়েছে।
সিটির হয়ে প্রথমে লিড এনে দেন বার্নার্দো সিলভা। অন্যদিকে রিয়াল সমতায় ফেরে সিটির ডিফেন্ডার রুবেন দিয়াসের আত্মঘাতী গোলে। ১৪ মিনিটে রিয়ালকে এবার লিড এনে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো। সেই গোল দ্বিতীয়ার্ধে শোধ করেন সিটির ফিল ফোডেন। বক্সের বাইরে থেকে ফোডেনের দুর্দান্ত গোলের পর সিটি এগিয়ে যায় জসকো গাভার্দিওলের আরেকটি দুর্দান্ত ফিনিশিংয়ে। রিয়ালকে পরে সমতায় ফেরান ফেদিরেকে ভালভার্দে। ভিনিসিয়ুস জুনিয়রের ক্রস থেকে ৭৯ মিনিটে চোখধাঁধানো এক শটে রিয়ালের হার এড়ান ভালর্ভাদে।
পাকিস্তানের স্কোরবোর্ডে যখন ১৩৫ রান উঠল, তাদের ভক্ত-সমর্থকেরা জয়ের আশা হয়তো তেমন একটা করেননি। দুবাইয়ের পিচ যতই ধীর গতির হোক, এত কম রান ডিফেন্ড করতে পাকিস্তানকে করতে হতো বিশেষ কিছুই। সালমান আলী আঘার নেতৃত্বাধীন পাকিস্তান সেটা করে দেখিয়েছে বাংলাদেশের বিপক্ষে।
২১ মিনিট আগেদুবাইয়ে গত রাতে বাংলাদেশকে ১১ রানে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে পাকিস্তান। এদিকে ভারত তো আগেই উঠে গেছে ফাইনালে। শিরোপা নির্ধারণী ম্যাচে পরশু মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। তার আগে আজ টুর্নামেন্টের নিয়মরক্ষার ম্যাচে মুখোমুখি হবে ভারত-শ্রীলঙ্কা।
১ ঘণ্টা আগে২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে ৯ মাসের মতো বাকি থাকলেও এখনই যে দামামা বেজে গেছে। ১২ সেপ্টেম্বর টিকিট বিক্রির কার্যক্রমের প্রথম ধাপেই জমা পড়েছিল এক লাখের বেশি আবেদন। এবার ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ সামনে রেখে তিনটি রঙিন মাস্কট প্রকাশ করল ফিফা।
২ ঘণ্টা আগেবর্নাঢ্য ক্যারিয়ার ছিল ওয়েইন রুনির। ইংল্যান্ডের ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলারদের একজন মানা হয় তাঁকে। এমন একজন ফুটবলারই কি না পেয়ে বসেছিল মদের নেশা। মরে যাওয়ার মতো অবস্থা হয়েছিল ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার। এমন অবস্থায় তাঁকে বাঁচিয়েছেন তাঁর স্ত্রী কোলিন।
৩ ঘণ্টা আগে