চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে প্রথম কোচ কার্লো আনচেলত্তি, যিনি হিসেবে ২০০তম ম্যাচে ডাগআউটে থাকার রেকর্ড গড়েছেন। রেকর্ড গড়ার ম্যাচটা অবশ্য রাঙাতে পারেননি। শিষ্যরা যে রিয়াল মাদ্রিদ কোচকে জয় এনে দিতে পারেননি।
চ্যাম্পিয়নস লিগের শেষ আটের ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষে জয় না পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন আনচেলত্তি। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘আমাদের জন্য এটা ভালো ফল নয়। কারণ আমরা অবশ্যই ম্যাচটা জিততে চেয়েছিলাম। ২–১ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর আমাদের সুযোগ ছিল। কিন্তু দূর থেকে দুটি গোল করে সিটি।’
গতকাল ম্যাচে একটা সময় এগিয়ে গিয়েও জিততে না পারার আক্ষেপ থাকলেও সান্তিয়াগো বার্নাব্যুর খেলাটাই ফিরতি লেগে খেলতে চান আনচেলত্তি। শিষ্যদের উদ্দেশ্যে তিনি বলেছেন, ‘আজ (গতকাল) রাতে আমরা যা করেছি, ম্যানচেস্টারেও সেই সাহস এবং ব্যক্তিত্ব নিয়ে আমাদের খেলতে হবে।’
বার্নাব্যুতে গতকাল সেয়ানে সেয়ানে লড়াই হয়েছে। কেউ কাউকে বিন্দুমাত্র ছাড় দেয়নি, যার ফল ক্ষণে ক্ষণে ম্যাচের রং বদল। ২ মিনিটে এগিয়ে যাওয়া ম্যানসিটি একটা সময় পিছিয়ে পড়ে ২-১ ব্যবধানে। আবার নিজেদের মাঠে এগিয়ে গিয়েও রিয়াল পিছিয়ে পড়ে ৩-২ ব্যবধানে। এমন রুদ্ধশ্বাস লড়াইয়ের ম্যাচে জয় কোনো দলের হয়নি। জয় হয়েছে ফুটবলের। ৩-৩ সমতায় দুই দলই ম্যাচ শেষে হাসিমুখে মাঠ ছেড়েছে।
সিটির হয়ে প্রথমে লিড এনে দেন বার্নার্দো সিলভা। অন্যদিকে রিয়াল সমতায় ফেরে সিটির ডিফেন্ডার রুবেন দিয়াসের আত্মঘাতী গোলে। ১৪ মিনিটে রিয়ালকে এবার লিড এনে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো। সেই গোল দ্বিতীয়ার্ধে শোধ করেন সিটির ফিল ফোডেন। বক্সের বাইরে থেকে ফোডেনের দুর্দান্ত গোলের পর সিটি এগিয়ে যায় জসকো গাভার্দিওলের আরেকটি দুর্দান্ত ফিনিশিংয়ে। রিয়ালকে পরে সমতায় ফেরান ফেদিরেকে ভালভার্দে। ভিনিসিয়ুস জুনিয়রের ক্রস থেকে ৭৯ মিনিটে চোখধাঁধানো এক শটে রিয়ালের হার এড়ান ভালর্ভাদে।
চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে প্রথম কোচ কার্লো আনচেলত্তি, যিনি হিসেবে ২০০তম ম্যাচে ডাগআউটে থাকার রেকর্ড গড়েছেন। রেকর্ড গড়ার ম্যাচটা অবশ্য রাঙাতে পারেননি। শিষ্যরা যে রিয়াল মাদ্রিদ কোচকে জয় এনে দিতে পারেননি।
চ্যাম্পিয়নস লিগের শেষ আটের ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষে জয় না পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন আনচেলত্তি। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘আমাদের জন্য এটা ভালো ফল নয়। কারণ আমরা অবশ্যই ম্যাচটা জিততে চেয়েছিলাম। ২–১ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর আমাদের সুযোগ ছিল। কিন্তু দূর থেকে দুটি গোল করে সিটি।’
গতকাল ম্যাচে একটা সময় এগিয়ে গিয়েও জিততে না পারার আক্ষেপ থাকলেও সান্তিয়াগো বার্নাব্যুর খেলাটাই ফিরতি লেগে খেলতে চান আনচেলত্তি। শিষ্যদের উদ্দেশ্যে তিনি বলেছেন, ‘আজ (গতকাল) রাতে আমরা যা করেছি, ম্যানচেস্টারেও সেই সাহস এবং ব্যক্তিত্ব নিয়ে আমাদের খেলতে হবে।’
বার্নাব্যুতে গতকাল সেয়ানে সেয়ানে লড়াই হয়েছে। কেউ কাউকে বিন্দুমাত্র ছাড় দেয়নি, যার ফল ক্ষণে ক্ষণে ম্যাচের রং বদল। ২ মিনিটে এগিয়ে যাওয়া ম্যানসিটি একটা সময় পিছিয়ে পড়ে ২-১ ব্যবধানে। আবার নিজেদের মাঠে এগিয়ে গিয়েও রিয়াল পিছিয়ে পড়ে ৩-২ ব্যবধানে। এমন রুদ্ধশ্বাস লড়াইয়ের ম্যাচে জয় কোনো দলের হয়নি। জয় হয়েছে ফুটবলের। ৩-৩ সমতায় দুই দলই ম্যাচ শেষে হাসিমুখে মাঠ ছেড়েছে।
সিটির হয়ে প্রথমে লিড এনে দেন বার্নার্দো সিলভা। অন্যদিকে রিয়াল সমতায় ফেরে সিটির ডিফেন্ডার রুবেন দিয়াসের আত্মঘাতী গোলে। ১৪ মিনিটে রিয়ালকে এবার লিড এনে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো। সেই গোল দ্বিতীয়ার্ধে শোধ করেন সিটির ফিল ফোডেন। বক্সের বাইরে থেকে ফোডেনের দুর্দান্ত গোলের পর সিটি এগিয়ে যায় জসকো গাভার্দিওলের আরেকটি দুর্দান্ত ফিনিশিংয়ে। রিয়ালকে পরে সমতায় ফেরান ফেদিরেকে ভালভার্দে। ভিনিসিয়ুস জুনিয়রের ক্রস থেকে ৭৯ মিনিটে চোখধাঁধানো এক শটে রিয়ালের হার এড়ান ভালর্ভাদে।
আর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটি নিয়ে বিতর্ক যেন কাটছেই না। এবার এই কমিটিকে স্বীকৃতি দিতে নারাজ বিশ্ব আর্চারি সংস্থা। গত ২৮ এপ্রিল অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে পাঠানো চিঠিতে এমনটা জানায় তারা।
৩৫ মিনিট আগেসকালের সূর্যোদয় দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। স্প্যানিশ বিস্ময় বালক লামিন ইয়ামাল মাত্র ১৭ বছর বয়সেই স্পেনের হয়ে ইউরো জিতেছেন। লা লিগার এবারের মৌসুমেই নিয়মিত আলো ছড়াচ্ছেন প্রতি ম্যাচেই। তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে কিংবদন্তিদেরও। লিওনেল মেসি থেকে ক্রিস্টিয়ানো রোনালদো সবার মুখেই প্রশংসা
৪০ মিনিট আগেচট্টগ্রাম টেস্টের তৃতীয় সেশনেই ৮ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের সম্মিলিত স্পিন আক্রমণে দিশেহারা হয়ে উঠে তাদের ব্যাটিং অর্ডার। ম্যাচশেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, খেলা আজই শেষ করতে চেয়েছেন তাঁরা। চতুর্থ দিন না গড়াতে কঠিন বল করে গেছেন বোলাররা।
১ ঘণ্টা আগে১৯৮৪ সালের ২০ জানুয়ারি। ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় দিনের ম্যাচে সকালের সেশনে ইয়ান স্মিথকে আউট করে ৫ উইকেট তুলে নেন ইয়ান বোথাম। ইংল্যান্ড ১১৫ রানে ৫ উইকেট হারালে ৬ নম্বরে ব্যাট করতে নামেন বোথাম। ডেরেক র্যান্ডালের সঙ্গে জুটি গড়ে টেস্টের দ্বিতীয় দিনেই ১০৩ রানে অপরাজিত থাকেন।
১ ঘণ্টা আগে