ক্রীড়া ডেস্ক
ক্লাব ফুটবলে মুড়ি-মুড়কির মতো শিরোপা জিতেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু আন্তর্জাতিক ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ার প্রসঙ্গ আসে, তখন শোকেসটা হাহাকার করে ওঠে শিরোপার জন্য। অবশেষে পর্তুগালের জার্সিতে দীর্ঘ ৬ বছর পর শিরোপা জিতলেন ৪০ বছর বয়সী এই ফরোয়ার্ড।
আলিয়াঞ্জ অ্যারেনায় গত রাতে নেশনস লিগের স্পেন-পর্তুগাল ফাইনালটা হয়েছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। মূল ম্যাচ ২-২ গোলে ড্র হলে সেটা গড়ে যায় পেনাল্টি শুটআউটে। টাইব্রেকারে স্পেনকে ৫-৩ গোলে হারিয়ে ২০২৪-২৫ মৌসুমের নেশনস লিগের শিরোপা ঘরে তোলে পর্তুগাল। পর্তুগিজদের ইতিহাসে এটা দ্বিতীয় নেশনস লিগের শিরোপা। রোনালদোও এই টুর্নামেন্টে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছেন। আলিয়াঞ্জ অ্যারেনায় চ্যাম্পিয়ন হওয়ার পর পর্তুগিজ তারকা ফরোয়ার্ড উদযাপন করেছেন সতীর্থদের সঙ্গে। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে ট্রফি হাতে উদযাপনের ছবি পোস্ট করে রোনালদো ক্যাপশন দিয়েছেন, ‘এটা আমাদের।’ এক বাক্যের ক্যাপশনের পর ছয়টি আশ্চর্যবোধক চিহ্ন ও একটি শিরোপার ইমোজি জুড়ে দিয়েছেন।
আন্তর্জাতিক ফুটবলে রোনালদো প্রথম শিরোপা জেতেন ২০১৬ সালে। সেবার ফ্রান্সকে ১-০ গোলে হারিয়ে ইউরোতে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় পর্তুগাল। দ্বিতীয় শিরোপা রোনালদো জিতেছেন ৩ বছর পর। নেদারল্যান্ডসকে কাঁদিয়ে ২০১৮-১৯ মৌসুমের নেশনস লিগে চ্যাম্পিয়ন হয় পর্তুগিজরা। এবারও পর্তুগালের জয়ের ব্যবধান ১-০।
২০১৬ ইউরো, ২০১৮-১৯ উয়েফা নেশনস লিগ—এই দুই ফাইনালে রোনালদো অবশ্য গোল করতে পারেননি। অবশেষে আলিয়াঞ্জ অ্যারেনায় গত রাতে ৬ বছর পর তাঁর শিরোপাখরা যেমন ঘুচেছে, গোলও পেয়েছেন পর্তুগিজ এই ফরোয়ার্ড। প্রথমার্ধেই ২-১ গোলে এগিয়ে যায় স্পেন। যেখানে ২১ ও ৪৫ মিনিটে স্পেনের গোল দুটি করেন মার্টিন জুবিমেন্দি ও মিকেল ওইরজাবাল। আর ২৬ মিনিটে গোল করেন পর্তুগিজ ডিফেন্ডার নুনো মেন্দেস।
পিছিয়ে থাকা পর্তুগাল দ্বিতীয়ার্ধের খেলা শুরুর পর দ্রুত সমতায় ফেরে। নুনো মেন্দেসের ক্রস রিসিভ করে সমতাসূচক গোলটি রোনালদো করেন ৬১ মিনিটে। ৯০ মিনিট পেরিয়ে ১২০ মিনিট পর্যন্ত খেলা হলেও আর কোনো দল গোল করতে পারেনি। পেনাল্টি শুটআউটে পর্তুগালের গোল পাঁচটি করেন গনসালো রামোস, ভিতিনিয়া, ব্রুনো ফার্নান্দেজ, মেন্দেস ও নেভেস। স্পেনকে টাইব্রেকারে হারিয়ে নেশনস লিগে সর্বোচ্চ দুইবার শিরোপাজয়ী দল এখন পর্তুগাল। স্পেন, ফ্রান্স একবার করে চ্যাম্পিয়ন হয়েছে এই টুর্নামেন্টে।
আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর শিরোপা
২০১৬ ইউরো
২০১৮-১৯ উয়েফা নেশনস লিগ
২০২৪-২৫ উয়েফা নেশনস লিগ
ক্লাব ফুটবলে মুড়ি-মুড়কির মতো শিরোপা জিতেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু আন্তর্জাতিক ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ার প্রসঙ্গ আসে, তখন শোকেসটা হাহাকার করে ওঠে শিরোপার জন্য। অবশেষে পর্তুগালের জার্সিতে দীর্ঘ ৬ বছর পর শিরোপা জিতলেন ৪০ বছর বয়সী এই ফরোয়ার্ড।
আলিয়াঞ্জ অ্যারেনায় গত রাতে নেশনস লিগের স্পেন-পর্তুগাল ফাইনালটা হয়েছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। মূল ম্যাচ ২-২ গোলে ড্র হলে সেটা গড়ে যায় পেনাল্টি শুটআউটে। টাইব্রেকারে স্পেনকে ৫-৩ গোলে হারিয়ে ২০২৪-২৫ মৌসুমের নেশনস লিগের শিরোপা ঘরে তোলে পর্তুগাল। পর্তুগিজদের ইতিহাসে এটা দ্বিতীয় নেশনস লিগের শিরোপা। রোনালদোও এই টুর্নামেন্টে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছেন। আলিয়াঞ্জ অ্যারেনায় চ্যাম্পিয়ন হওয়ার পর পর্তুগিজ তারকা ফরোয়ার্ড উদযাপন করেছেন সতীর্থদের সঙ্গে। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে ট্রফি হাতে উদযাপনের ছবি পোস্ট করে রোনালদো ক্যাপশন দিয়েছেন, ‘এটা আমাদের।’ এক বাক্যের ক্যাপশনের পর ছয়টি আশ্চর্যবোধক চিহ্ন ও একটি শিরোপার ইমোজি জুড়ে দিয়েছেন।
আন্তর্জাতিক ফুটবলে রোনালদো প্রথম শিরোপা জেতেন ২০১৬ সালে। সেবার ফ্রান্সকে ১-০ গোলে হারিয়ে ইউরোতে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় পর্তুগাল। দ্বিতীয় শিরোপা রোনালদো জিতেছেন ৩ বছর পর। নেদারল্যান্ডসকে কাঁদিয়ে ২০১৮-১৯ মৌসুমের নেশনস লিগে চ্যাম্পিয়ন হয় পর্তুগিজরা। এবারও পর্তুগালের জয়ের ব্যবধান ১-০।
২০১৬ ইউরো, ২০১৮-১৯ উয়েফা নেশনস লিগ—এই দুই ফাইনালে রোনালদো অবশ্য গোল করতে পারেননি। অবশেষে আলিয়াঞ্জ অ্যারেনায় গত রাতে ৬ বছর পর তাঁর শিরোপাখরা যেমন ঘুচেছে, গোলও পেয়েছেন পর্তুগিজ এই ফরোয়ার্ড। প্রথমার্ধেই ২-১ গোলে এগিয়ে যায় স্পেন। যেখানে ২১ ও ৪৫ মিনিটে স্পেনের গোল দুটি করেন মার্টিন জুবিমেন্দি ও মিকেল ওইরজাবাল। আর ২৬ মিনিটে গোল করেন পর্তুগিজ ডিফেন্ডার নুনো মেন্দেস।
পিছিয়ে থাকা পর্তুগাল দ্বিতীয়ার্ধের খেলা শুরুর পর দ্রুত সমতায় ফেরে। নুনো মেন্দেসের ক্রস রিসিভ করে সমতাসূচক গোলটি রোনালদো করেন ৬১ মিনিটে। ৯০ মিনিট পেরিয়ে ১২০ মিনিট পর্যন্ত খেলা হলেও আর কোনো দল গোল করতে পারেনি। পেনাল্টি শুটআউটে পর্তুগালের গোল পাঁচটি করেন গনসালো রামোস, ভিতিনিয়া, ব্রুনো ফার্নান্দেজ, মেন্দেস ও নেভেস। স্পেনকে টাইব্রেকারে হারিয়ে নেশনস লিগে সর্বোচ্চ দুইবার শিরোপাজয়ী দল এখন পর্তুগাল। স্পেন, ফ্রান্স একবার করে চ্যাম্পিয়ন হয়েছে এই টুর্নামেন্টে।
আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর শিরোপা
২০১৬ ইউরো
২০১৮-১৯ উয়েফা নেশনস লিগ
২০২৪-২৫ উয়েফা নেশনস লিগ
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২২ মিনিট আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদন প্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহীরা আজ শুরু করে দিতে পারেন আবেদন প্রক্রিয়া।
৩ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
৪ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
৫ ঘণ্টা আগে