Ajker Patrika

সিটির বসে থাকা খেলোয়াড়দের দামই সাড়ে ছয় হাজার কোটি টাকা

আপডেট : ২২ মে ২০২৩, ১২: ০৬
সিটির বসে থাকা খেলোয়াড়দের দামই সাড়ে ছয় হাজার কোটি টাকা

ম্যানচেস্টার সিটির ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা তো নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো এখন সিটির কাছে শুধুই আনুষ্ঠানিকতার। গতকাল ইতিহাদে বেশ কজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে বেঞ্চে বসিয়ে রাখেন পেপ গার্দিওলা। সিটিজেনদের বেঞ্চে থাকা খেলোয়াড়দের দামই সাড়ে ছয় হাজার কোটি টাকার বেশি। 

প্রিমিয়ার লিগে গতকাল সিটির প্রতিপক্ষ ছিল চেলসি। এই ম্যাচে আর্লিং হালান্ড, কেভিন ডি ব্রুইন, ইলকায় গুন্দোয়ান, বার্নার্দো সিলভাসহ মতো ৯ খেলোয়াড়কে শুরুর একাদশে খেলাননি গার্দিওলা। বেঞ্চে বসে থাকা এই খেলোয়াড়দের দাম ৫৬ কোটি ৭৭ লাখ ইউরো, বাংলাদেশি মুদ্রায় তা প্রায় ৬৫৭৩ কোটি টাকা। যার মধ্যে সবচেয়ে বেশি দাম জ্যাক গ্রিয়ালিশের। ইংলিশ এই স্ট্রাইকের দাম ১৩৬০ কোটি ৬৩ লাখ টাকা। এরপর রয়েছেন ডি ব্রুইন। বেলজিয়ান এই মিডফিল্ডারের দাম ৮৭৯ কোটি ৭৭ লাখ টাকা। রেকর্ডের বন্যা বইয়ে দেওয়া হালান্ডের দাম ৬৯৪ কোটি ৭২ লাখ টাকা। 

সিটির বেঞ্চে থাকা খেলোয়াড়দের দাম (টাকায়): 
আর্লিং হালান্ড: ৬৯৪ কোটি ৭২ লাখ 
এদেরসন: ৪৬৩ কোটি ১৫ লাখ
ইলকায় গুন্দোয়ান: ৩১২ কোটি ৬৬ লাখ 
জ্যাক গ্রিয়ালিশ: ১৩৬০ কোটি ৬৩ লাখ 
রুবেন দিয়াস: ৮২৮ কোটি ৮৪ লাখ 
জন স্টোনস: ৬৪৩ কোটি ৬২ লাখ 
কেভিন ডি ব্রুইন: ৮৭৯ কোটি ৭৭ লাখ 
রদ্রি: ৮১০ কোটি ৫৮ লাখ 
বার্নার্দো সিলভা: ৫৭৮ কোটি ৮৬ লাখ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত