উয়েফা চ্যাম্পিয়নস লিগ
ক্রীড়া ডেস্ক
গত চার মৌসুমে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ হিসেবে ইংলিশ ক্লাবকেই পেয়েছে রিয়াল মাদ্রিদ। চেলসি দুবার, ম্যানচেস্টার সিটি ও লিভারপুল খেলেছে একবার করে। কিন্তু কেউই টপকাতে পারেনি রিয়ালের বাধা। চ্যালেঞ্জটা এবার আর্সেনালের সামনে। শেষ আটের প্রথম লেগে ঘরের মাঠে আজ রিয়ালের মুখোমুখি হবে গানাররা।
চ্যাম্পিয়নস লিগে এর আগে দুই দলের দেখা হয়েছিল ২০০৫-০৬ মৌসুমে। তা নিয়ে অবশ্য সুখস্মৃতি রয়েছে আর্সেনালের। দুই লেগ মিলিয়ে রিয়ালকে ১-০ গোলে হারিয়েছিল তারা। শেষ আটে ওঠার পর ইংলিশ প্রিমিয়ার লিগে ভালোই ছন্দে ছিল মিকেল আর্তেতার দল। কিন্তু সর্বশেষ ম্যাচে পয়েন্ট হারিয়ে বসে দুর্বল এভারটনের বিপক্ষে।
সেই হতাশা ভুলে এমিরেটস স্টেডিয়ামে আজ অন্য রকম গল্প লিখতে চান আর্সেনাল ফরোয়ার্ড লিয়ান্দ্রো ত্রসার, ‘আমরা খুবই রোমাঞ্চিত। আমাদের জন্য বড় একটি ম্যাচ এটি। সবাই এটা নিয়ে মুখিয়ে আছে, শুধু খেলোয়াড়েরা নয়, সমর্থকেরাও। রিয়াল মাদ্রিদ কেমন, আমরা তা জানি। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সবচেয়ে বেশি শিরোপা জিতেছে তারা। আশা করি, বেশ উত্তেজনাপূর্ণ আবহ থাকবে ম্যাচে। কারণ, আমাদের সেটা দরকার হবে। প্রথম ম্যাচ যেহেতু ঘরের মাঠে, তাই আশা করি, এখান থেকে আমরা সুবিধা নিতে পারব।’
রিয়ালের ফর্ম যে দুরন্ত, তা বলার উপায় নেই। আর্সেনাল ড্র করেছে, কিন্তু লা লিগায় সর্বশেষ ম্যাচে ভ্যালেন্সিয়ার কাছে হেরেছে কার্লো আনচেলত্তির দল। গুরুত্বপূর্ণ মুহূর্তে পেনাল্টি মিস করে সমালোচনার আগুনে পুড়ছেন ভিনিসিয়ুস জুনিয়র। তাই আজ রিয়াল পেনাল্টির কোনো সুযোগ যদি পায়, তাহলে সেখানে ভিনি নয়, এমবাপ্পেকে স্পট-কিক নিতে দেখা যেতে পারে।
রিয়ালের আক্রমণভাগ নিয়ে দুশ্চিন্তার তেমন কোনো কারণ নেই। দুশ্চিন্তা করছেন না কোচ আনচেলত্তিও। কিন্তু মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছে চোটের মিছিল ও রক্ষণের দুর্বলতা। কার্ড নিষেধাজ্ঞার কারণে আজকের ম্যাচে খেলতে পারবেন না অঁরেলিয়ে চুয়ামেনি। চোট থেকে সেরে উঠতে পারেননি ফারলান্দ মেন্দিও। তা ছাড়া দানি কারভাহাল, দানি সেবায়োস ও এদের মিলিতাওকে পাচ্ছেন আনচেলত্তি।
চলতি মৌসুমে ৩১ গোল হজম করা বলে দেয়, রক্ষণ কতটা ভোগাচ্ছে রিয়ালকে। হতাশার সুরে আনচেলত্তি বলেন, ‘এমবাপ্পের আগমনের কারণে এ বছর আমাদের আক্রমণভাগ বেশি ভালো খেলছে। এখন পর্যন্ত ৩৩ গোল করেছে সে। কিন্তু রক্ষণে কিছুটা ভুগতে হচ্ছে আমাদের।’
বুকায়ো সাকা চোট কাটিয়ে ফিরে আসায় আক্রমণে আর্সেনালের শক্তি আরও বেড়েছে। তাই এমিরেটস স্টেডিয়ামের রক্ষণে প্রতিরোধ দৃঢ় করার ছক কষছেন আনচেলত্তি, ‘আমরা ভাবছি, কীভাবে রক্ষণভাগকে আরও উন্নত করা যায়। আমাদের বিপক্ষে গোল করার জন্য প্রতিপক্ষকে খুব একটা পরিশ্রম করা লাগে না। আর্সেনাল ম্যাচটা ভিন্ন হবে। কারণ, তারা বেশি আক্রমণ করবে। আমাদের আরও দৃঢ়তা দেখাতে হবে।’
রাতের অপর কোয়ার্টার ফাইনালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইন্টার মিলানকে আতিথ্য দেবে বায়ার্ন মিউনিখ। চ্যাম্পিয়নস লিগে ইন্টারের সঙ্গে ৭ বারের দেখায় ৪ বারই জিতেছে তারা। তাই ফেবারিট হিসেবে আজ মাঠে নামছে ভিনসেন্ট কোম্পানির দল। ইন্টার অধিনায়ক লাউতারো মার্তিনেসও হুঁশিয়ারি দিয়ে রাখলেন, ‘জানি কঠিন হবে। তবে জেতার জন্যই নামব। কারণ, আমরা প্রতিটি ম্যাচ জিততে চাই।’
গত চার মৌসুমে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ হিসেবে ইংলিশ ক্লাবকেই পেয়েছে রিয়াল মাদ্রিদ। চেলসি দুবার, ম্যানচেস্টার সিটি ও লিভারপুল খেলেছে একবার করে। কিন্তু কেউই টপকাতে পারেনি রিয়ালের বাধা। চ্যালেঞ্জটা এবার আর্সেনালের সামনে। শেষ আটের প্রথম লেগে ঘরের মাঠে আজ রিয়ালের মুখোমুখি হবে গানাররা।
চ্যাম্পিয়নস লিগে এর আগে দুই দলের দেখা হয়েছিল ২০০৫-০৬ মৌসুমে। তা নিয়ে অবশ্য সুখস্মৃতি রয়েছে আর্সেনালের। দুই লেগ মিলিয়ে রিয়ালকে ১-০ গোলে হারিয়েছিল তারা। শেষ আটে ওঠার পর ইংলিশ প্রিমিয়ার লিগে ভালোই ছন্দে ছিল মিকেল আর্তেতার দল। কিন্তু সর্বশেষ ম্যাচে পয়েন্ট হারিয়ে বসে দুর্বল এভারটনের বিপক্ষে।
সেই হতাশা ভুলে এমিরেটস স্টেডিয়ামে আজ অন্য রকম গল্প লিখতে চান আর্সেনাল ফরোয়ার্ড লিয়ান্দ্রো ত্রসার, ‘আমরা খুবই রোমাঞ্চিত। আমাদের জন্য বড় একটি ম্যাচ এটি। সবাই এটা নিয়ে মুখিয়ে আছে, শুধু খেলোয়াড়েরা নয়, সমর্থকেরাও। রিয়াল মাদ্রিদ কেমন, আমরা তা জানি। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সবচেয়ে বেশি শিরোপা জিতেছে তারা। আশা করি, বেশ উত্তেজনাপূর্ণ আবহ থাকবে ম্যাচে। কারণ, আমাদের সেটা দরকার হবে। প্রথম ম্যাচ যেহেতু ঘরের মাঠে, তাই আশা করি, এখান থেকে আমরা সুবিধা নিতে পারব।’
রিয়ালের ফর্ম যে দুরন্ত, তা বলার উপায় নেই। আর্সেনাল ড্র করেছে, কিন্তু লা লিগায় সর্বশেষ ম্যাচে ভ্যালেন্সিয়ার কাছে হেরেছে কার্লো আনচেলত্তির দল। গুরুত্বপূর্ণ মুহূর্তে পেনাল্টি মিস করে সমালোচনার আগুনে পুড়ছেন ভিনিসিয়ুস জুনিয়র। তাই আজ রিয়াল পেনাল্টির কোনো সুযোগ যদি পায়, তাহলে সেখানে ভিনি নয়, এমবাপ্পেকে স্পট-কিক নিতে দেখা যেতে পারে।
রিয়ালের আক্রমণভাগ নিয়ে দুশ্চিন্তার তেমন কোনো কারণ নেই। দুশ্চিন্তা করছেন না কোচ আনচেলত্তিও। কিন্তু মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছে চোটের মিছিল ও রক্ষণের দুর্বলতা। কার্ড নিষেধাজ্ঞার কারণে আজকের ম্যাচে খেলতে পারবেন না অঁরেলিয়ে চুয়ামেনি। চোট থেকে সেরে উঠতে পারেননি ফারলান্দ মেন্দিও। তা ছাড়া দানি কারভাহাল, দানি সেবায়োস ও এদের মিলিতাওকে পাচ্ছেন আনচেলত্তি।
চলতি মৌসুমে ৩১ গোল হজম করা বলে দেয়, রক্ষণ কতটা ভোগাচ্ছে রিয়ালকে। হতাশার সুরে আনচেলত্তি বলেন, ‘এমবাপ্পের আগমনের কারণে এ বছর আমাদের আক্রমণভাগ বেশি ভালো খেলছে। এখন পর্যন্ত ৩৩ গোল করেছে সে। কিন্তু রক্ষণে কিছুটা ভুগতে হচ্ছে আমাদের।’
বুকায়ো সাকা চোট কাটিয়ে ফিরে আসায় আক্রমণে আর্সেনালের শক্তি আরও বেড়েছে। তাই এমিরেটস স্টেডিয়ামের রক্ষণে প্রতিরোধ দৃঢ় করার ছক কষছেন আনচেলত্তি, ‘আমরা ভাবছি, কীভাবে রক্ষণভাগকে আরও উন্নত করা যায়। আমাদের বিপক্ষে গোল করার জন্য প্রতিপক্ষকে খুব একটা পরিশ্রম করা লাগে না। আর্সেনাল ম্যাচটা ভিন্ন হবে। কারণ, তারা বেশি আক্রমণ করবে। আমাদের আরও দৃঢ়তা দেখাতে হবে।’
রাতের অপর কোয়ার্টার ফাইনালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইন্টার মিলানকে আতিথ্য দেবে বায়ার্ন মিউনিখ। চ্যাম্পিয়নস লিগে ইন্টারের সঙ্গে ৭ বারের দেখায় ৪ বারই জিতেছে তারা। তাই ফেবারিট হিসেবে আজ মাঠে নামছে ভিনসেন্ট কোম্পানির দল। ইন্টার অধিনায়ক লাউতারো মার্তিনেসও হুঁশিয়ারি দিয়ে রাখলেন, ‘জানি কঠিন হবে। তবে জেতার জন্যই নামব। কারণ, আমরা প্রতিটি ম্যাচ জিততে চাই।’
জিয়ানলুইজি দোন্নারুম্মার ওপর গত রাতে কী ভর করেছিল, সেটা তিনিই ভালো জানেন। পিএসজির রক্ষণদুর্গে বারবার হানা দেওয়া আর্সেনালকে গোলই করতে দেননি। যত ভাবেই গোলের চেষ্টা করুক না কেন, দোন্নারুম্মার বীরত্বের কাছে বারবার হার মানতে হয়েছে আর্সেনালকে।
৩২ মিনিট আগেচট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে গতকাল দ্বিতীয় দিনের শেষ বিকেলে এলোমেলো হয়ে পড়েছিল বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা করেছিলেন ‘আত্মহত্যা’। আজ তৃতীয় দিনের সকালে জিম্বাবুয়ের বিপক্ষে সাবলীলভাবে খেলছে বাংলাদেশ।
১ ঘণ্টা আগে২০০৮-এর ১১ এপ্রিল ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-পাকিস্তান। এই মাঠে এখন পর্যন্ত এটাই সবশেষ কোনো আন্তর্জাতিক ম্যাচ। অবশেষে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ দিয়েই ইকবাল স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের অপেক্ষা ফুরোচ্ছে।
২ ঘণ্টা আগেসকাল থেকেই চট্টগ্রামের আকাশে ছিল মেঘের আনাগোনা। চারপাশে গুমোট আবহাওয়া। আবহাওয়ার পূর্বাভাসে যেমনটা বলা হয়েছিল, তেমনটিই দেখা যায় চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্টের তৃতীয় দিনের সকালে।
৩ ঘণ্টা আগে