ম্যাচের প্রথম ২৫ মিনিট না পেরোতেই চার গোলের ব্যবধানে এগিয়ে ম্যানচেস্টার সিটি। বাকি সময়টাতে লেস্টার সিটিকে গোলবন্যায় ভাসানোর সব আয়োজন প্রায় তৈরিই ছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে ১০ মিনিটের ঝলকে উল্টো সিটির জালে তিনবার বল পাঠিয়ে ম্যাচে উত্তেজনা জমিয়ে তোলে লেস্টার।
কিন্তু শেষ পর্যন্ত রূপকথা লেখা হয়নি লেস্টারের। দ্বিতীয়ার্ধে আরও দুই গোল দিয়ে ৬-৩ গোলের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে পেপ গার্দিওলার শিষ্যরা।
সিটির হয়ে জোড়া গোল পেয়েছেন রহিম স্টার্লিং। একটি করে গোল করেছেন কেভিন ডি ব্রুইন, রিয়াদ মাহরেজ, ইকাই গুন্দোগান ও আইমারিক লাপোর্তে। লেস্টারের হয়ে একটি করে গোল করেছেন জেমস ম্যাডিসন, আন্দেমলা লুকমান ও কেলেচি ইহেনাচো।
এদিন ঘরের মাঠ ইতিহাদে ম্যাচের পঞ্চম মিনিটে এগিয়ে যায় ম্যানসিটি। ফের্নান্দিনহোর বাড়ানো বল থেকে বাঁ পায়ের জোরালো শটে গোল করেন বেলজিয়াম তারকা ডি ব্রুইন। ১৪ মিনিটে ব্যবধান বাড়ান মাহরেজ। পেনাল্টি থেকে গোল করেন তিনি।
প্রথমার্ধে সিটির তিন নম্বর গোলটি করেন জার্মান মিডফিল্ডার ইকাই গুন্দোগান। ২৫ মিনিটে আরও একটি সফল স্পটকিক থেকে সিটিকে ৪-০ ব্যবধানে এগিয়ে দেন স্টার্লিং। লেস্টারের ১০ মিনিট ঝলকের প্রথমটা ম্যাচের ৫৫ মিনিটে। লেস্টারের হয়ে ব্যবধান কমানো গোলটি করেন ইংলিশ মিডফিল্ডার ম্যাডিসন। তিন মিনিট পর ইহেনাচোর থ্রু পাস থেকে ব্যবধান আরও কমান লুকমান।
৬৫ মিনিটে অতিথিদের হয়ে তিন নম্বর গোলটি করেন ইহেনাচো। ম্যাডিসনের শট আরও একবার সিটি গোলরক্ষক ঠেকালেও বারপোস্টে লেগে ফিরে আসে। তবে আলগা বল পেয়ে যান ইহেনাচো। ফাঁকায় বল জালে জড়াতে কোনো ভুল করেননি এ নাইজেরিয়ান ফরোয়ার্ড। তবে পরে আরও দুই গোল করে লেস্টারকে জয়ের সুযোগ দেয়নি সিটি।
এ জয়ে ১৯ ম্যাচে ৪৭ শীর্ষস্থান মজবুত করেছে সিটি। দশম স্থানে থাকা লেস্টারের পয়েন্ট ১৭ ম্যাচে ২২।
ম্যাচের প্রথম ২৫ মিনিট না পেরোতেই চার গোলের ব্যবধানে এগিয়ে ম্যানচেস্টার সিটি। বাকি সময়টাতে লেস্টার সিটিকে গোলবন্যায় ভাসানোর সব আয়োজন প্রায় তৈরিই ছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে ১০ মিনিটের ঝলকে উল্টো সিটির জালে তিনবার বল পাঠিয়ে ম্যাচে উত্তেজনা জমিয়ে তোলে লেস্টার।
কিন্তু শেষ পর্যন্ত রূপকথা লেখা হয়নি লেস্টারের। দ্বিতীয়ার্ধে আরও দুই গোল দিয়ে ৬-৩ গোলের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে পেপ গার্দিওলার শিষ্যরা।
সিটির হয়ে জোড়া গোল পেয়েছেন রহিম স্টার্লিং। একটি করে গোল করেছেন কেভিন ডি ব্রুইন, রিয়াদ মাহরেজ, ইকাই গুন্দোগান ও আইমারিক লাপোর্তে। লেস্টারের হয়ে একটি করে গোল করেছেন জেমস ম্যাডিসন, আন্দেমলা লুকমান ও কেলেচি ইহেনাচো।
এদিন ঘরের মাঠ ইতিহাদে ম্যাচের পঞ্চম মিনিটে এগিয়ে যায় ম্যানসিটি। ফের্নান্দিনহোর বাড়ানো বল থেকে বাঁ পায়ের জোরালো শটে গোল করেন বেলজিয়াম তারকা ডি ব্রুইন। ১৪ মিনিটে ব্যবধান বাড়ান মাহরেজ। পেনাল্টি থেকে গোল করেন তিনি।
প্রথমার্ধে সিটির তিন নম্বর গোলটি করেন জার্মান মিডফিল্ডার ইকাই গুন্দোগান। ২৫ মিনিটে আরও একটি সফল স্পটকিক থেকে সিটিকে ৪-০ ব্যবধানে এগিয়ে দেন স্টার্লিং। লেস্টারের ১০ মিনিট ঝলকের প্রথমটা ম্যাচের ৫৫ মিনিটে। লেস্টারের হয়ে ব্যবধান কমানো গোলটি করেন ইংলিশ মিডফিল্ডার ম্যাডিসন। তিন মিনিট পর ইহেনাচোর থ্রু পাস থেকে ব্যবধান আরও কমান লুকমান।
৬৫ মিনিটে অতিথিদের হয়ে তিন নম্বর গোলটি করেন ইহেনাচো। ম্যাডিসনের শট আরও একবার সিটি গোলরক্ষক ঠেকালেও বারপোস্টে লেগে ফিরে আসে। তবে আলগা বল পেয়ে যান ইহেনাচো। ফাঁকায় বল জালে জড়াতে কোনো ভুল করেননি এ নাইজেরিয়ান ফরোয়ার্ড। তবে পরে আরও দুই গোল করে লেস্টারকে জয়ের সুযোগ দেয়নি সিটি।
এ জয়ে ১৯ ম্যাচে ৪৭ শীর্ষস্থান মজবুত করেছে সিটি। দশম স্থানে থাকা লেস্টারের পয়েন্ট ১৭ ম্যাচে ২২।
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের ওয়ানডে সিরিজে রোমাঞ্চ ছাড়া যেন চলছেই না। রাজশাহীতে পরশু প্রথম ওয়ানডেতে বাংলাদেশ পেয়েছিল ৩ উইকেটের রুদ্ধশ্বাস জয়। একই মাঠে আজ দ্বিতীয় ওয়ানডেতেও রোমাঞ্চ ছড়িয়েছে শেষ পর্যন্ত। ম্যাচে শেষ হাসি হেসেছে বাংলাদেশ।
১ ঘণ্টা আগেগত বছর নভেম্বরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলামে দল পাননি মোস্তাফিজুর রহমান। নিলামে দল না পেলেও টুর্নামেন্টের মাঝপথে সুখবর পেলেন বাংলাদেশ দলের এ পেসার। এ বাঁহাতি পেসারকে আইপিএলের বাকি অংশের জন্য দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস।
২ ঘণ্টা আগেটেস্ট থেকে ভারতের দুই তারকা ক্রিকেটার রোহিত শর্মা, বিরাট কোহলি অবসর নিলেন এক সপ্তাহের মধ্যে। দুজনেই সামাজিক মাধ্যমে অবসরের ঘোষণা দিয়েছেন সামাজিক মাধ্যমে। রোহিত-কোহলির অবসরের কথা বলতে গিয়ে রবিচন্দ্রন অশ্বিন উল্লেখ করেছেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরের নাম।
২ ঘণ্টা আগেবর্ষসেরা নারী ফুটবলারের পুরস্কার মার্তা জিতেছেন ছয়বার। ব্যক্তিগত পুরস্কারের ভান্ডারও পরিপূর্ণ। তবে কখনো ফুটবল বিশ্বকাপ বা অলিম্পিকে জেতা হয়নি স্বর্ণপদক। সবশেষ অলিম্পিক ফাইনালে উঠেও শিরোপা না ছোঁয়ার আক্ষেপে পুড়তে হয় ব্রাজিলের কিংবদন্তি ফুটবলারকে। তারপরই আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেন।
২ ঘণ্টা আগে