Ajker Patrika

৯ গোলের রোমাঞ্চে শেষ হাসি সিটির

৯ গোলের রোমাঞ্চে শেষ হাসি সিটির

ম্যাচের প্রথম ২৫ মিনিট না পেরোতেই চার গোলের ব্যবধানে এগিয়ে ম্যানচেস্টার সিটি। বাকি সময়টাতে লেস্টার সিটিকে গোলবন্যায় ভাসানোর সব আয়োজন প্রায় তৈরিই ছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে ১০ মিনিটের ঝলকে উল্টো সিটির জালে তিনবার বল পাঠিয়ে ম্যাচে উত্তেজনা জমিয়ে তোলে লেস্টার। 

কিন্তু শেষ পর্যন্ত রূপকথা লেখা হয়নি লেস্টারের। দ্বিতীয়ার্ধে আরও দুই গোল দিয়ে ৬-৩ গোলের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে পেপ গার্দিওলার শিষ্যরা। 

সিটির হয়ে জোড়া গোল পেয়েছেন রহিম স্টার্লিং। একটি করে গোল করেছেন কেভিন ডি ব্রুইন, রিয়াদ মাহরেজ, ইকাই গুন্দোগান ও আইমারিক লাপোর্তে। লেস্টারের হয়ে একটি করে গোল করেছেন জেমস ম্যাডিসন, আন্দেমলা লুকমান ও কেলেচি ইহেনাচো। 

এদিন ঘরের মাঠ ইতিহাদে ম্যাচের পঞ্চম মিনিটে এগিয়ে যায় ম্যানসিটি। ফের্নান্দিনহোর বাড়ানো বল থেকে বাঁ পায়ের জোরালো শটে গোল করেন বেলজিয়াম তারকা ডি ব্রুইন। ১৪ মিনিটে ব্যবধান বাড়ান মাহরেজ। পেনাল্টি থেকে গোল করেন তিনি। 

প্রথমার্ধে সিটির তিন নম্বর গোলটি করেন জার্মান মিডফিল্ডার ইকাই গুন্দোগান। ২৫ মিনিটে আরও একটি সফল স্পটকিক থেকে সিটিকে ৪-০ ব্যবধানে এগিয়ে দেন স্টার্লিং। লেস্টারের ১০ মিনিট ঝলকের প্রথমটা ম্যাচের ৫৫ মিনিটে। লেস্টারের হয়ে ব্যবধান কমানো গোলটি করেন ইংলিশ মিডফিল্ডার ম্যাডিসন। তিন মিনিট পর ইহেনাচোর থ্রু পাস থেকে ব্যবধান আরও কমান লুকমান। 

৬৫ মিনিটে অতিথিদের হয়ে তিন নম্বর গোলটি করেন ইহেনাচো। ম্যাডিসনের শট আরও একবার সিটি গোলরক্ষক ঠেকালেও বারপোস্টে লেগে ফিরে আসে। তবে আলগা বল পেয়ে যান ইহেনাচো। ফাঁকায় বল জালে জড়াতে কোনো ভুল করেননি এ নাইজেরিয়ান ফরোয়ার্ড। তবে পরে আরও দুই গোল করে লেস্টারকে জয়ের সুযোগ দেয়নি সিটি। 

এ জয়ে ১৯ ম্যাচে ৪৭ শীর্ষস্থান মজবুত করেছে সিটি। দশম স্থানে থাকা লেস্টারের পয়েন্ট ১৭ ম্যাচে ২২। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত