লাল কার্ডের কারণে কোয়ার্টার ফাইনালে খেলতে পারেননি ব্রাজিলের তারকা ফুটবলার মার্তা। তাঁর না খেলার দিনে নকআউট পর্বের বাধা পেরিয়েছে ব্রাজিল। প্যারিস অলিম্পিকে স্বাগতিক ফ্রান্সকে কাঁদিয়ে সেমিফাইনালের টিকিট কেটেছে ব্রাজিল।
নারী ফুটবলের কোয়ার্টার ফাইনালের চারটি ম্যাচই হয়েছে গত রাতে। বিজোর স্টেডিয়ামে ফ্রান্সের বিপক্ষে ব্রাজিল পেয়েছে ১-০ গোলের জয়। অন্যদিকে কানাডা নারী ফুটবল দল ৬ পয়েন্টের নিষেধাজ্ঞাসহ নানা বাধা পেরিয়ে কেটেছিল প্যারিস অলিম্পিকে কোয়ার্টার ফাইনালের টিকিট। তাদের গল্প কোয়ার্টারেই শেষ হয়ে গেছে জার্মানির কাছে হেরে।
বিজোর স্টেডিয়ামে গত রাতে দীর্ঘ সময় ধরে গোল হচ্ছিল না ফ্রান্স-ব্রাজিল ম্যাচে। সেই ম্যাচে জয়সূচক গোলটি ৮২ মিনিটে করেন ব্রাজিলের ফরোয়ার্ড গাবি পুর্তিলহো। ফ্রান্সের দুই ডিফেন্ডারকে কাটিয়ে দারুণভাবে লক্ষ্যভেদ করেন পুর্তিলহো। ফরাসি গোলরক্ষক কনস্ট্যান্স পিকাউড রীতিমতো তাজ্জব বনে যান। শেষ পর্যন্ত কাঁদতে কাঁদতে মাঠ ছাড়তে হয় ফ্রান্স নারী ফুটবল দলকে। প্যারিস অলিম্পিকের নারী ফুটবলের সেমিফাইনালে ব্রাজিল পাচ্ছে স্পেন নারী ফুটবল দলকে। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ব্রাজিল-স্পেন সেমি।
লিওঁ স্টেডিয়ামে নারী অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে স্পেন-কলম্বিয়া রুদ্ধশ্বাস লড়াই হয়েছে। মূল ম্যাচ ২-২ গোলে ড্র হয়েছে। স্প্যানিশরা ৪-২ গোলে জয় পেয়েছে। মার্শেইতে কানাডা-জার্মানি নারী ফুটবল ম্যাচটা প্রথমে গোলশূন্য ড্র হয়েছে। পেনাল্টি শুটআউটে ৪-২ গোলে জয় পেয়েছে জার্মানি। জার্মানি সেমিতে খেলবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। পার্ক দে প্রিন্সেসে জাপানকে ১-০ গোলে হারিয়েছে যুক্তরাষ্ট্র।
২০২৪ অলিম্পিক ফুটবলের (নারী) সেমিফাইনাল
ম্যাচ তারিখ বাংলাদেশ সময়
জার্মানি–যুক্তরাষ্ট্র ৬ আগস্ট রাত ১০টা
ব্রাজিল-স্পেন ৬ আগস্ট রাত ১টা
আরও পড়ুন:
লাল কার্ডের কারণে কোয়ার্টার ফাইনালে খেলতে পারেননি ব্রাজিলের তারকা ফুটবলার মার্তা। তাঁর না খেলার দিনে নকআউট পর্বের বাধা পেরিয়েছে ব্রাজিল। প্যারিস অলিম্পিকে স্বাগতিক ফ্রান্সকে কাঁদিয়ে সেমিফাইনালের টিকিট কেটেছে ব্রাজিল।
নারী ফুটবলের কোয়ার্টার ফাইনালের চারটি ম্যাচই হয়েছে গত রাতে। বিজোর স্টেডিয়ামে ফ্রান্সের বিপক্ষে ব্রাজিল পেয়েছে ১-০ গোলের জয়। অন্যদিকে কানাডা নারী ফুটবল দল ৬ পয়েন্টের নিষেধাজ্ঞাসহ নানা বাধা পেরিয়ে কেটেছিল প্যারিস অলিম্পিকে কোয়ার্টার ফাইনালের টিকিট। তাদের গল্প কোয়ার্টারেই শেষ হয়ে গেছে জার্মানির কাছে হেরে।
বিজোর স্টেডিয়ামে গত রাতে দীর্ঘ সময় ধরে গোল হচ্ছিল না ফ্রান্স-ব্রাজিল ম্যাচে। সেই ম্যাচে জয়সূচক গোলটি ৮২ মিনিটে করেন ব্রাজিলের ফরোয়ার্ড গাবি পুর্তিলহো। ফ্রান্সের দুই ডিফেন্ডারকে কাটিয়ে দারুণভাবে লক্ষ্যভেদ করেন পুর্তিলহো। ফরাসি গোলরক্ষক কনস্ট্যান্স পিকাউড রীতিমতো তাজ্জব বনে যান। শেষ পর্যন্ত কাঁদতে কাঁদতে মাঠ ছাড়তে হয় ফ্রান্স নারী ফুটবল দলকে। প্যারিস অলিম্পিকের নারী ফুটবলের সেমিফাইনালে ব্রাজিল পাচ্ছে স্পেন নারী ফুটবল দলকে। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ব্রাজিল-স্পেন সেমি।
লিওঁ স্টেডিয়ামে নারী অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে স্পেন-কলম্বিয়া রুদ্ধশ্বাস লড়াই হয়েছে। মূল ম্যাচ ২-২ গোলে ড্র হয়েছে। স্প্যানিশরা ৪-২ গোলে জয় পেয়েছে। মার্শেইতে কানাডা-জার্মানি নারী ফুটবল ম্যাচটা প্রথমে গোলশূন্য ড্র হয়েছে। পেনাল্টি শুটআউটে ৪-২ গোলে জয় পেয়েছে জার্মানি। জার্মানি সেমিতে খেলবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। পার্ক দে প্রিন্সেসে জাপানকে ১-০ গোলে হারিয়েছে যুক্তরাষ্ট্র।
২০২৪ অলিম্পিক ফুটবলের (নারী) সেমিফাইনাল
ম্যাচ তারিখ বাংলাদেশ সময়
জার্মানি–যুক্তরাষ্ট্র ৬ আগস্ট রাত ১০টা
ব্রাজিল-স্পেন ৬ আগস্ট রাত ১টা
আরও পড়ুন:
চীনের চেংদুতে চলছে ওয়ার্ল্ড গেমস। এই প্রতিযোগিতায় অংশ নিয়ে অসুস্থ হয়ে না ফেরার দেশে চলে গেছেন ইতালির ওরিয়েন্টিয়ারিং অ্যাথলেট মাত্তিয়া দেবের্তোলিস। গত ৮ আগস্ট প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময় অজ্ঞান হয়ে পড়ে যান দেবোর্তোলিস। এর চার দিন পর গতকাল মারা যান ২৯ বছর বয়সী এই অ্যাথলেট।
৩১ মিনিট আগেএশিয়া কাপের আগে বাংলাদেশের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলার কথা ছিল ভারতের। কিন্তু সেই সিরিজ পিছিয়ে নেওয়া হয়েছে আগামী বছরে। এশিয়া কাপের আগে তাই আর কোনো সিরিজ নেই তাদের।
৪ ঘণ্টা আগেএশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজ সামনে রেখে ভোর থেকেই ব্যস্ততা বাড়ে মিরপুরের হোম অব ক্রিকেটের জিমে। বিসিবির স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ নাথান কেলি জিম থেকে মূল মাঠ, আবার সেখান থেকে পল্টনের জাতীয় স্টেডিয়াম পর্যন্ত ছুটছেন একঝাঁক ক্রিকেটার নিয়ে। উদ্দেশ্য তাঁর একটাই ক্রিকেটারদের ফিটনেসকে পোক্ত করে তোলা। ভাল
৪ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
৫ ঘণ্টা আগে