Ajker Patrika

মেসিদের বিপক্ষে নামার আগে ফ্রান্সের দুশ্চিন্তা বাড়াল ‘উট ভাইরাস’

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২২, ১১: ৫০
মেসিদের বিপক্ষে নামার আগে ফ্রান্সের দুশ্চিন্তা বাড়াল ‘উট ভাইরাস’

আগামীকাল লুসাইলে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে ফ্রান্স-আর্জেন্টিনা। তার আগে ফ্রান্সের দুশ্চিন্তা বাড়িয়েই চলেছে ‘উট ভাইরাস’। ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও দুই ফরাসি ফুটবলার।

রাফায়েল ভারানে ও ইব্রাহিমা কোনাতে—তাঁদের দুজনের ঠাণ্ডার উপসর্গ দেখা দেওয়ায় অনুশীলন করতে পারেননি। দাবি করা হচ্ছে, ভারানে ও কোনাতে উট ভাইরাসে আক্রান্ত। ফ্রান্সের রক্ষণভাগের ভরসা তাঁরা দুজন। তাতে ফ্রান্স দলে ‘উট ভাইরাসে’ আক্রান্ত ফুটবলারের সংখ্যা দাঁড়াল পাঁচে। 

ভারানে ও কোনাতের আগে ‘উট ভাইরাসে’ আক্রান্ত হওয়া তিনজন হচ্ছেন দায়োত উপামেকানো, আদ্রিয়াঁ রাবিও এবং কিংসলে কোমান। তিনজন তিন পজিশনের খেলোয়াড়। উপামেকানো খেলেন রক্ষণভাগে, রাবিও মিডফিল্ডার এবং কোমান খেলেন ফরোয়ার্ড হিসেবে। এর মধ্যে উপামেকানো ও রাবিও খেলতে পারেননি মরক্কোর বিপক্ষে সেমিফাইনালে। এরপর আক্রান্ত হয়েছিলেন কোমান।

গত মাসে বিশ্বব্যাপী ফুটবল জ্বরের মধ্যে উদ্বেগ তৈরি করে ‘ক্যামেল ফ্লু’। বিশ্বকাপে সমাগত দর্শকদের মধ্যে যাতে এই ভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে না পড়ে, তার জন্য শঙ্কা প্রকাশ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। এই ভাইরাসে আক্রান্ত হয়ে শতাধিক লোকের মৃত্যুও হয়েছে ইতিমধ্যে।

‘ক্যামেল ফ্লু’ ভাইরাসের উৎস উট। যদিও চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এটি ‘মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম’ বা মার্স নামে পরিচিত। মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় এই ভাইরাসের সংক্রমণ দেখা যায়। এবারের বিশ্বকাপ আসর বসেছে কাতারে। মরুর দেশটিতে উটের সংখ্যাও চোখে পড়ার মতো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত