সৌদি আরব থেকে ভিনিসিয়ুস জুনিয়রের প্রস্তাব পাওয়ার বিষয়টি সামনে এসেছে কদিন আগে। দ্য অ্যাথলেটিকসহ বিদেশি গণমাধ্যমগুলোতে ভিনির সৌদি প্রস্তাব ফিরিয়ে দেওয়ার খবরও এসেছে। সেই প্রস্তাবে সাড়া দিলে দিনে ৭ কোটিরও বেশি টাকা আয় করবেন বলে জানা গেছে।
ভিনিকে দেওয়া সৌদি প্রস্তাবে কী কী ছিল, এবার সে ব্যাপারে বিস্তারিত জানা গেছে। ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’র গত রাতের এক প্রতিবেদনে জানা গেল, পাঁচ বছরের চুক্তিতে ভিনিকে ৬০০ কোটি ব্রাজিলিয়ান রিয়ালের প্রস্তাব দিয়েছে আল আহলি। বাংলাদেশি মুদ্রায় তা ১২ হাজার ৮৩৮ কোটি টাকা। তাতে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড হবেন ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ বেতন পাওয়া অ্যাথলেট। সেক্ষেত্রে প্রতিবছর ভিনি আয় করবেন ২৫৬৭ কোটি ৬৩ লাখ টাকা। ব্যাপারটা আরেকটু বিশ্লেষণ করলে দেখা যাবে, প্রতি সেকেন্ডে ভিনি আয় করবেন ৩৮ ব্রাজিলিয়ান রিয়াল (বাংলাদেশি ৮১৩ টাকা)। দিনের হিসাব করলে আয় করবেন ৭ কোটি ৬ লাখ টাকা।
সৌদি আরবের প্রস্তাবে সাড়া দিলে যেখানে বিলিয়নিয়ার হয়ে যাচ্ছেন ভিনি, সেক্ষেত্রে বিলাসবহুল গাড়ি কেনা তো তাঁর কাছে মামুলি ব্যাপার। সেই গাড়ি আবার রেফারি, ল্যাম্বরগিনি, পোর্শ মডেলের নয়। বিশ্বের সবচেয়ে দামি গাড়ি রোলস রয়েস লা রোজ নোইরে ড্রপটেইল। গাড়িটির দাম বর্তমানে ৩ কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় তা সেটা ৩৫০ কোটি ৩১ লাখ টাকা। রোলস রয়েসের এই মডেলের গাড়ি বিশ্বে খুব কম পরিমাণেই তৈরি করা হয়। সৌদি ক্লাব আল আহলির ডাকে সাড়া দিলে বিশ্বের সবচেয়ে দামি গাড়ি কিনতে সময় লাগবে দেড় মাস। সেক্ষেত্রে বছরে তিনি কিনতে পারবেন সাতটি গাড়ি। যদি পাঁচ বছর সৌদিতে থাকেন, তাহলে রোলস রয়েস লা রোজ নোইরে ড্রপটেইল গাড়ি কিনতে পারবেন ৩৫টি।
আল আহলির প্রস্তাবে সাড়া দিলে ভিনি কতটা বিলাসবহুল জীবন যাপন করতে পারেন, সেই হিসাব-নিকাশ হয়তো করেননি তিনি। ব্রাজিলের সবচেয়ে দামি ম্যানশন গত মাসে বিক্রি হওয়ার খবরও তাঁর অজানা থাকা স্বাভাবিক। রিও ডি জেনেইরো শহরের জার্দিম পারনামবুচো এলাকায় অবস্থিত বাড়িটি বিক্রি হয়েছে ২২ কোটি ব্রাজিলিয়ান রিয়াল দামে (৪৭০ কোটি ৭৩ লাখ টাকা)। সৌদির প্রস্তাব যদি গ্রহণ করেন, তাহলে ভিনির এই বাড়ি কিনতে দুই মাসের বেশি লাগবে না। এমনকি শখ করে ব্যক্তিগত এয়ারক্রাফটও কিনতে পারবেন ভিনি। ব্রাজিলে যেসব বিমান দেখা যায়, সেগুলোর মধ্যে ‘বোম্বারডিয়ার গ্লোবাল ৭৫০০’কে সবচেয়ে দামি মনে করা হয়। ২০২১ সালে তৈরি করা এই উড়োজাহাজের দাম ৭ কোটি ৩০ লাখ ডলার। আল আহলির প্রস্তাবিত অর্থে ১৫ সিটের এই বিমান চার মাসেরও কম সময়ে কিনতে পারবেন ভিনি।
সৌদি আরব থেকে ভিনিসিয়ুস জুনিয়রের প্রস্তাব পাওয়ার বিষয়টি সামনে এসেছে কদিন আগে। দ্য অ্যাথলেটিকসহ বিদেশি গণমাধ্যমগুলোতে ভিনির সৌদি প্রস্তাব ফিরিয়ে দেওয়ার খবরও এসেছে। সেই প্রস্তাবে সাড়া দিলে দিনে ৭ কোটিরও বেশি টাকা আয় করবেন বলে জানা গেছে।
ভিনিকে দেওয়া সৌদি প্রস্তাবে কী কী ছিল, এবার সে ব্যাপারে বিস্তারিত জানা গেছে। ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’র গত রাতের এক প্রতিবেদনে জানা গেল, পাঁচ বছরের চুক্তিতে ভিনিকে ৬০০ কোটি ব্রাজিলিয়ান রিয়ালের প্রস্তাব দিয়েছে আল আহলি। বাংলাদেশি মুদ্রায় তা ১২ হাজার ৮৩৮ কোটি টাকা। তাতে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড হবেন ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ বেতন পাওয়া অ্যাথলেট। সেক্ষেত্রে প্রতিবছর ভিনি আয় করবেন ২৫৬৭ কোটি ৬৩ লাখ টাকা। ব্যাপারটা আরেকটু বিশ্লেষণ করলে দেখা যাবে, প্রতি সেকেন্ডে ভিনি আয় করবেন ৩৮ ব্রাজিলিয়ান রিয়াল (বাংলাদেশি ৮১৩ টাকা)। দিনের হিসাব করলে আয় করবেন ৭ কোটি ৬ লাখ টাকা।
সৌদি আরবের প্রস্তাবে সাড়া দিলে যেখানে বিলিয়নিয়ার হয়ে যাচ্ছেন ভিনি, সেক্ষেত্রে বিলাসবহুল গাড়ি কেনা তো তাঁর কাছে মামুলি ব্যাপার। সেই গাড়ি আবার রেফারি, ল্যাম্বরগিনি, পোর্শ মডেলের নয়। বিশ্বের সবচেয়ে দামি গাড়ি রোলস রয়েস লা রোজ নোইরে ড্রপটেইল। গাড়িটির দাম বর্তমানে ৩ কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় তা সেটা ৩৫০ কোটি ৩১ লাখ টাকা। রোলস রয়েসের এই মডেলের গাড়ি বিশ্বে খুব কম পরিমাণেই তৈরি করা হয়। সৌদি ক্লাব আল আহলির ডাকে সাড়া দিলে বিশ্বের সবচেয়ে দামি গাড়ি কিনতে সময় লাগবে দেড় মাস। সেক্ষেত্রে বছরে তিনি কিনতে পারবেন সাতটি গাড়ি। যদি পাঁচ বছর সৌদিতে থাকেন, তাহলে রোলস রয়েস লা রোজ নোইরে ড্রপটেইল গাড়ি কিনতে পারবেন ৩৫টি।
আল আহলির প্রস্তাবে সাড়া দিলে ভিনি কতটা বিলাসবহুল জীবন যাপন করতে পারেন, সেই হিসাব-নিকাশ হয়তো করেননি তিনি। ব্রাজিলের সবচেয়ে দামি ম্যানশন গত মাসে বিক্রি হওয়ার খবরও তাঁর অজানা থাকা স্বাভাবিক। রিও ডি জেনেইরো শহরের জার্দিম পারনামবুচো এলাকায় অবস্থিত বাড়িটি বিক্রি হয়েছে ২২ কোটি ব্রাজিলিয়ান রিয়াল দামে (৪৭০ কোটি ৭৩ লাখ টাকা)। সৌদির প্রস্তাব যদি গ্রহণ করেন, তাহলে ভিনির এই বাড়ি কিনতে দুই মাসের বেশি লাগবে না। এমনকি শখ করে ব্যক্তিগত এয়ারক্রাফটও কিনতে পারবেন ভিনি। ব্রাজিলে যেসব বিমান দেখা যায়, সেগুলোর মধ্যে ‘বোম্বারডিয়ার গ্লোবাল ৭৫০০’কে সবচেয়ে দামি মনে করা হয়। ২০২১ সালে তৈরি করা এই উড়োজাহাজের দাম ৭ কোটি ৩০ লাখ ডলার। আল আহলির প্রস্তাবিত অর্থে ১৫ সিটের এই বিমান চার মাসেরও কম সময়ে কিনতে পারবেন ভিনি।
বিপিএল ছাড়াও দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার সুযোগ হয়েছে তাসকিন আহমেদ ও তাওহীদ হৃদয়ের। দুজনেই খেলেছেন লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল)। আর ২০২৫ এলপিএল মাঠে গড়ানোর আগে বাংলাদেশি ক্রিকেটারদের স্মৃতি জড়ানো দলগুলোর সঙ্গে চুক্তি বাতিল করল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
৯ মিনিট আগে২০২৪-এর আগস্টে ক্ষমতার পটপরিবর্তনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদ থেকে পদত্যাগ করেছিলেন নাজমুল হাসান পাপন। তখনই সেই চেয়ারে বসেন ফারুক আহমেদ। তবে তাঁর মেয়াদও বেশি দিন নেই। সভাপতি হতে হলে ফারুককেও বোর্ড পরিচালক হয়ে নির্বাচনে অংশ নিতে হবে।
৪০ মিনিট আগেচ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে রাতে নামছে বার্সেলোনা-ইন্টার মিলান। বাংলাদেশ সময় রাত ১টায় এস্তাদি অলিম্পিক লুইস কোম্পানিজ স্টেডিয়ামে শুরু হবে এই ম্যাচ। চট্টগ্রামে বাংলাদেশ-জিম্বাবুয়ে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা চলছে। আর রাতে পিএসএলে রিশাদ হোসেনের দল লাহোর কালান্দার্সের...
১ ঘণ্টা আগেজিয়ানলুইজি দোন্নারুম্মার ওপর গত রাতে কী ভর করেছিল, সেটা তিনিই ভালো জানেন। পিএসজির রক্ষণদুর্গে বারবার হানা দেওয়া আর্সেনালকে গোলই করতে দেননি। যত ভাবেই গোলের চেষ্টা করুক না কেন, দোন্নারুম্মার বীরত্বের কাছে বারবার হার মানতে হয়েছে আর্সেনালকে।
২ ঘণ্টা আগে