সৌদি আরব থেকে ভিনিসিয়ুস জুনিয়রের প্রস্তাব পাওয়ার বিষয়টি সামনে এসেছে কদিন আগে। দ্য অ্যাথলেটিকসহ বিদেশি গণমাধ্যমগুলোতে ভিনির সৌদি প্রস্তাব ফিরিয়ে দেওয়ার খবরও এসেছে। সেই প্রস্তাবে সাড়া দিলে দিনে ৭ কোটিরও বেশি টাকা আয় করবেন বলে জানা গেছে।
ভিনিকে দেওয়া সৌদি প্রস্তাবে কী কী ছিল, এবার সে ব্যাপারে বিস্তারিত জানা গেছে। ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’র গত রাতের এক প্রতিবেদনে জানা গেল, পাঁচ বছরের চুক্তিতে ভিনিকে ৬০০ কোটি ব্রাজিলিয়ান রিয়ালের প্রস্তাব দিয়েছে আল আহলি। বাংলাদেশি মুদ্রায় তা ১২ হাজার ৮৩৮ কোটি টাকা। তাতে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড হবেন ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ বেতন পাওয়া অ্যাথলেট। সেক্ষেত্রে প্রতিবছর ভিনি আয় করবেন ২৫৬৭ কোটি ৬৩ লাখ টাকা। ব্যাপারটা আরেকটু বিশ্লেষণ করলে দেখা যাবে, প্রতি সেকেন্ডে ভিনি আয় করবেন ৩৮ ব্রাজিলিয়ান রিয়াল (বাংলাদেশি ৮১৩ টাকা)। দিনের হিসাব করলে আয় করবেন ৭ কোটি ৬ লাখ টাকা।
সৌদি আরবের প্রস্তাবে সাড়া দিলে যেখানে বিলিয়নিয়ার হয়ে যাচ্ছেন ভিনি, সেক্ষেত্রে বিলাসবহুল গাড়ি কেনা তো তাঁর কাছে মামুলি ব্যাপার। সেই গাড়ি আবার রেফারি, ল্যাম্বরগিনি, পোর্শ মডেলের নয়। বিশ্বের সবচেয়ে দামি গাড়ি রোলস রয়েস লা রোজ নোইরে ড্রপটেইল। গাড়িটির দাম বর্তমানে ৩ কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় তা সেটা ৩৫০ কোটি ৩১ লাখ টাকা। রোলস রয়েসের এই মডেলের গাড়ি বিশ্বে খুব কম পরিমাণেই তৈরি করা হয়। সৌদি ক্লাব আল আহলির ডাকে সাড়া দিলে বিশ্বের সবচেয়ে দামি গাড়ি কিনতে সময় লাগবে দেড় মাস। সেক্ষেত্রে বছরে তিনি কিনতে পারবেন সাতটি গাড়ি। যদি পাঁচ বছর সৌদিতে থাকেন, তাহলে রোলস রয়েস লা রোজ নোইরে ড্রপটেইল গাড়ি কিনতে পারবেন ৩৫টি।
আল আহলির প্রস্তাবে সাড়া দিলে ভিনি কতটা বিলাসবহুল জীবন যাপন করতে পারেন, সেই হিসাব-নিকাশ হয়তো করেননি তিনি। ব্রাজিলের সবচেয়ে দামি ম্যানশন গত মাসে বিক্রি হওয়ার খবরও তাঁর অজানা থাকা স্বাভাবিক। রিও ডি জেনেইরো শহরের জার্দিম পারনামবুচো এলাকায় অবস্থিত বাড়িটি বিক্রি হয়েছে ২২ কোটি ব্রাজিলিয়ান রিয়াল দামে (৪৭০ কোটি ৭৩ লাখ টাকা)। সৌদির প্রস্তাব যদি গ্রহণ করেন, তাহলে ভিনির এই বাড়ি কিনতে দুই মাসের বেশি লাগবে না। এমনকি শখ করে ব্যক্তিগত এয়ারক্রাফটও কিনতে পারবেন ভিনি। ব্রাজিলে যেসব বিমান দেখা যায়, সেগুলোর মধ্যে ‘বোম্বারডিয়ার গ্লোবাল ৭৫০০’কে সবচেয়ে দামি মনে করা হয়। ২০২১ সালে তৈরি করা এই উড়োজাহাজের দাম ৭ কোটি ৩০ লাখ ডলার। আল আহলির প্রস্তাবিত অর্থে ১৫ সিটের এই বিমান চার মাসেরও কম সময়ে কিনতে পারবেন ভিনি।
সৌদি আরব থেকে ভিনিসিয়ুস জুনিয়রের প্রস্তাব পাওয়ার বিষয়টি সামনে এসেছে কদিন আগে। দ্য অ্যাথলেটিকসহ বিদেশি গণমাধ্যমগুলোতে ভিনির সৌদি প্রস্তাব ফিরিয়ে দেওয়ার খবরও এসেছে। সেই প্রস্তাবে সাড়া দিলে দিনে ৭ কোটিরও বেশি টাকা আয় করবেন বলে জানা গেছে।
ভিনিকে দেওয়া সৌদি প্রস্তাবে কী কী ছিল, এবার সে ব্যাপারে বিস্তারিত জানা গেছে। ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’র গত রাতের এক প্রতিবেদনে জানা গেল, পাঁচ বছরের চুক্তিতে ভিনিকে ৬০০ কোটি ব্রাজিলিয়ান রিয়ালের প্রস্তাব দিয়েছে আল আহলি। বাংলাদেশি মুদ্রায় তা ১২ হাজার ৮৩৮ কোটি টাকা। তাতে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড হবেন ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ বেতন পাওয়া অ্যাথলেট। সেক্ষেত্রে প্রতিবছর ভিনি আয় করবেন ২৫৬৭ কোটি ৬৩ লাখ টাকা। ব্যাপারটা আরেকটু বিশ্লেষণ করলে দেখা যাবে, প্রতি সেকেন্ডে ভিনি আয় করবেন ৩৮ ব্রাজিলিয়ান রিয়াল (বাংলাদেশি ৮১৩ টাকা)। দিনের হিসাব করলে আয় করবেন ৭ কোটি ৬ লাখ টাকা।
সৌদি আরবের প্রস্তাবে সাড়া দিলে যেখানে বিলিয়নিয়ার হয়ে যাচ্ছেন ভিনি, সেক্ষেত্রে বিলাসবহুল গাড়ি কেনা তো তাঁর কাছে মামুলি ব্যাপার। সেই গাড়ি আবার রেফারি, ল্যাম্বরগিনি, পোর্শ মডেলের নয়। বিশ্বের সবচেয়ে দামি গাড়ি রোলস রয়েস লা রোজ নোইরে ড্রপটেইল। গাড়িটির দাম বর্তমানে ৩ কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় তা সেটা ৩৫০ কোটি ৩১ লাখ টাকা। রোলস রয়েসের এই মডেলের গাড়ি বিশ্বে খুব কম পরিমাণেই তৈরি করা হয়। সৌদি ক্লাব আল আহলির ডাকে সাড়া দিলে বিশ্বের সবচেয়ে দামি গাড়ি কিনতে সময় লাগবে দেড় মাস। সেক্ষেত্রে বছরে তিনি কিনতে পারবেন সাতটি গাড়ি। যদি পাঁচ বছর সৌদিতে থাকেন, তাহলে রোলস রয়েস লা রোজ নোইরে ড্রপটেইল গাড়ি কিনতে পারবেন ৩৫টি।
আল আহলির প্রস্তাবে সাড়া দিলে ভিনি কতটা বিলাসবহুল জীবন যাপন করতে পারেন, সেই হিসাব-নিকাশ হয়তো করেননি তিনি। ব্রাজিলের সবচেয়ে দামি ম্যানশন গত মাসে বিক্রি হওয়ার খবরও তাঁর অজানা থাকা স্বাভাবিক। রিও ডি জেনেইরো শহরের জার্দিম পারনামবুচো এলাকায় অবস্থিত বাড়িটি বিক্রি হয়েছে ২২ কোটি ব্রাজিলিয়ান রিয়াল দামে (৪৭০ কোটি ৭৩ লাখ টাকা)। সৌদির প্রস্তাব যদি গ্রহণ করেন, তাহলে ভিনির এই বাড়ি কিনতে দুই মাসের বেশি লাগবে না। এমনকি শখ করে ব্যক্তিগত এয়ারক্রাফটও কিনতে পারবেন ভিনি। ব্রাজিলে যেসব বিমান দেখা যায়, সেগুলোর মধ্যে ‘বোম্বারডিয়ার গ্লোবাল ৭৫০০’কে সবচেয়ে দামি মনে করা হয়। ২০২১ সালে তৈরি করা এই উড়োজাহাজের দাম ৭ কোটি ৩০ লাখ ডলার। আল আহলির প্রস্তাবিত অর্থে ১৫ সিটের এই বিমান চার মাসেরও কম সময়ে কিনতে পারবেন ভিনি।
চীনের চেংদুতে চলছে ওয়ার্ল্ড গেমস। এই প্রতিযোগিতায় অংশ নিয়ে অসুস্থ হয়ে না ফেরার দেশে চলে গেছেন ইতালির ওরিয়েন্টিয়ারিং অ্যাথলেট মাত্তিয়া দেবের্তোলিস। গত ৮ আগস্ট প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময় অজ্ঞান হয়ে পড়ে যান দেবোর্তোলিস। এর চার দিন পর গতকাল মারা যান ২৯ বছর বয়সী এই অ্যাথলেট।
২৯ মিনিট আগেএশিয়া কাপের আগে বাংলাদেশের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলার কথা ছিল ভারতের। কিন্তু সেই সিরিজ পিছিয়ে নেওয়া হয়েছে আগামী বছরে। এশিয়া কাপের আগে তাই আর কোনো সিরিজ নেই তাদের।
৩ ঘণ্টা আগেএশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজ সামনে রেখে ভোর থেকেই ব্যস্ততা বাড়ে মিরপুরের হোম অব ক্রিকেটের জিমে। বিসিবির স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ নাথান কেলি জিম থেকে মূল মাঠ, আবার সেখান থেকে পল্টনের জাতীয় স্টেডিয়াম পর্যন্ত ছুটছেন একঝাঁক ক্রিকেটার নিয়ে। উদ্দেশ্য তাঁর একটাই ক্রিকেটারদের ফিটনেসকে পোক্ত করে তোলা। ভাল
৪ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
৫ ঘণ্টা আগে